সবচেয়ে বুদ্ধিমান পাখি কোনটি?

GK: পাখি ভালবাসেন? জানেন, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি কোনটি? হাসি পেতে পারে, কিন্তু উত্তরে চমকে উঠবেন

তারা সরল যন্ত্র বানাতে পারে, এক সমীক্ষা অনুযায়ী, তারা অপেক্ষাকৃত জটিল সমস্যার সমাধানও করতে পারে। যেমন- ভেন্ডিং মেশিন থেকে খাবার বের করার জন্য কাগজের টোকেনও বানাতে পারে। আর এই ‘নিউ ক্যালেডোনিয়ান ক্রো’ নামে এক ধরনের কাককেই বলা হয় পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি।
তারা সরল যন্ত্র বানাতে পারে, এক সমীক্ষা অনুযায়ী, তারা অপেক্ষাকৃত জটিল সমস্যার সমাধানও করতে পারে। যেমন- ভেন্ডিং মেশিন থেকে খাবার বের করার জন্য কাগজের টোকেনও বানাতে পারে। আর এই ‘নিউ ক্যালেডোনিয়ান ক্রো’ নামে এক ধরনের কাককেই বলা হয় পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি।
বিজ্ঞানীরা অনেক দিন থেকেই অনুমান করে আসছিলেন যে, কাকগোত্রীয় পাখিরা মানুষের ধারণার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান। এবার নিউরোবায়োলজিস্টরা দেখিয়েছেন, কীভাবে বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সময় কাকের মস্তিষ্ক বিভিন্ন বুদ্ধিদীপ্ত আচরণ করে, ঠিক মানুষের মতোই।
বিজ্ঞানীরা অনেক দিন থেকেই অনুমান করে আসছিলেন যে, কাকগোত্রীয় পাখিরা মানুষের ধারণার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান। এবার নিউরোবায়োলজিস্টরা দেখিয়েছেন, কীভাবে বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সময় কাকের মস্তিষ্ক বিভিন্ন বুদ্ধিদীপ্ত আচরণ করে, ঠিক মানুষের মতোই।
যদিও মানুষ ও কাকের পূর্বপুরুষ ভিন্ন। আর এর মাধ্যমে হয়তো স্তন্যপায়ী নয় এরকম প্রাণীদের মস্তিষ্কের ভেতরের কাজগুলো সম্পর্কে আমরা খুব ভালভাবে জানতে পারব। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলেছেন, এর মাধ্যমে ভিন্ন গ্রহের প্রাণীদের চিন্তা-ভাবনা কীভাবে সম্পন্ন হয় সেটাও জানা যেতে পারে।
যদিও মানুষ ও কাকের পূর্বপুরুষ ভিন্ন। আর এর মাধ্যমে হয়তো স্তন্যপায়ী নয় এরকম প্রাণীদের মস্তিষ্কের ভেতরের কাজগুলো সম্পর্কে আমরা খুব ভালভাবে জানতে পারব। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলেছেন, এর মাধ্যমে ভিন্ন গ্রহের প্রাণীদের চিন্তা-ভাবনা কীভাবে সম্পন্ন হয় সেটাও জানা যেতে পারে।
পাখি বিশেষজ্ঞ আন্দ্রিয়াজ নিয়েডার সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করেন। মানুষ একটি ঘটনা যেভাবে দেখে, কাক সেই একই ঘটনা উপলব্ধি করে ভিন্নভাবে। কারণ মানুষ ও কাকের বিবর্তনের ধারাটি একদমই আলাদা। কাকদের ডায়নোসরের উত্তরসূরি হিসেবে ধরা হয়। এর অর্থ যদি কাকদের চিন্তাশক্তি কীভাবে কাজ করে, সেটা জানা যায় তবে স্তন্যপায়ী প্রাণীদের বাইরের যে বিশাল জীবজগৎ অর্থাৎ পাখিদের মস্তিষ্ক সম্পর্কে খুব সহজে জানা যাবে।
পাখি বিশেষজ্ঞ আন্দ্রিয়াজ নিয়েডার সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশ করেন। মানুষ একটি ঘটনা যেভাবে দেখে, কাক সেই একই ঘটনা উপলব্ধি করে ভিন্নভাবে। কারণ মানুষ ও কাকের বিবর্তনের ধারাটি একদমই আলাদা। কাকদের ডায়নোসরের উত্তরসূরি হিসেবে ধরা হয়। এর অর্থ যদি কাকদের চিন্তাশক্তি কীভাবে কাজ করে, সেটা জানা যায় তবে স্তন্যপায়ী প্রাণীদের বাইরের যে বিশাল জীবজগৎ অর্থাৎ পাখিদের মস্তিষ্ক সম্পর্কে খুব সহজে জানা যাবে।
কাক ও প্রাইমেট গোত্রীয় (মানুষ, বানর, শিম্পাঞ্জি ইত্যাদি) প্রাণীদের মস্তিষ্কের গঠন ভিন্ন। তবে মস্তিষ্কের যে কোষ সিদ্ধান্ত নেওয়ার কাজটি করে সেটা উভয় প্রাণীর ক্ষেত্রেই একই রকম। শুধু তাই নয়, অন্য প্রাণীদের তুলনায় কাক অনেক বেশি বুদ্ধিমান, যে কারণে অনেক সময় এদের ‘পালকযুক্ত প্রাইমেট’ বলেও ডাকা হয়।
কাক ও প্রাইমেট গোত্রীয় (মানুষ, বানর, শিম্পাঞ্জি ইত্যাদি) প্রাণীদের মস্তিষ্কের গঠন ভিন্ন। তবে মস্তিষ্কের যে কোষ সিদ্ধান্ত নেওয়ার কাজটি করে সেটা উভয় প্রাণীর ক্ষেত্রেই একই রকম। শুধু তাই নয়, অন্য প্রাণীদের তুলনায় কাক অনেক বেশি বুদ্ধিমান, যে কারণে অনেক সময় এদের ‘পালকযুক্ত প্রাইমেট’ বলেও ডাকা হয়।
বিভিন্ন গাছের বীজ যেগুলো কাকদের খাদ্য কিন্ত খুবই শক্ত, সেগুলোকে কাকরা রাস্তায় ফেলে রাখে। গাড়ি আসলে বীজগুলো ভেঙে যায়, ফলে তারা সেগুলো খেতে পারে।

বিভিন্ন গাছের বীজ যেগুলো কাকদের খাদ্য কিন্ত খুবই শক্ত, সেগুলোকে কাকরা রাস্তায় ফেলে রাখে। গাড়ি আসলে বীজগুলো ভেঙে যায়, ফলে তারা সেগুলো খেতে পারে।
শুধু তাই নয়, একটি কাক যে ঝাঁকের সদস্য, সে সেই ঝাঁকের অন্য কাকদের সঙ্গে সমাজবদ্ধ হয়ে বিভিন্ন কাজ করে। আর পাখিদের মস্তিষ্কের গঠন মৌলিকভাবে মানুষের মস্তিষ্কের চেয়ে আলাদা হওয়া সত্ত্বেও তাদের উচ্চ দক্ষতার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা অবাক করার মতো বৈকি!
শুধু তাই নয়, একটি কাক যে ঝাঁকের সদস্য, সে সেই ঝাঁকের অন্য কাকদের সঙ্গে সমাজবদ্ধ হয়ে বিভিন্ন কাজ করে। আর পাখিদের মস্তিষ্কের গঠন মৌলিকভাবে মানুষের মস্তিষ্কের চেয়ে আলাদা হওয়া সত্ত্বেও তাদের উচ্চ দক্ষতার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা অবাক করার মতো বৈকি!