Sukanta Majumdar: ‘বুধবার সর্বত্র পথসভা হবে…’ আগামী দিনের কর্মসূচি জানালেন সুকান্ত মজুমদার

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  আরজিকর ইস্যুকে সামনে রেখে ধর্মতলার ধরনা মঞ্চের শেষ দিনে আগামী কর্মসূচি ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানান, ”আমাদের আগামীর কার্যক্রম চলবে। বুধবার প্রত্যেক জায়গায় পথসভা হবে। রাজ্যের সর্বত্র। পৌর এলাকায় একটি, পঞ্চায়েতে ২-৩টি সভা হবে। আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতা ও সংলগ্ন সব রেল স্টেশন এলাকায় মাইক বেঁধে ন্যায় বিচারের দাবি করে সভা মানুষের কাছে সই সংগ্রহ চলবে। ‘দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ , এ ব্যাপারে এক কোটি সই সংগ্রহ হবে। আমরা রাজ্যপালের কাছে সেটা জমা দেব।”

সূত্রের খবর, ২৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে হাজরা মোড়ে সভা করবে বিজেপি। মহিলারা থানা সাফাই অভিযান করবে। এসডিও অফিসও সাফ হবে ঝাঁটা দিয়ে। জেলায় জেলায় পুজোয় বুক স্টল হবে। খাতা থাকবে , পদত্যাগের দাবিতে সই সংগ্রহ হবে পুজো প্যান্ডেলের সামনে। হাজরা মোড়ে সভার বিষয়ে ইতিমধ্যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ…! CBI ‘রিমান্ড কপিতে’ যা বেরিয়ে এল, চমকে দেবে!

আরজি কর ইস্যুতে আজ, সোমবার ফের পথে নামলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির ধরনা অবস্থানের শেষ দিন ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চে এদিন বিকেলে হাজির ছিলেন ‘মহাগুরু’ ।আরজি করে চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডের পর ভিডিও বার্তায় ঘটনা তীব্র নিন্দা করেছিলেন মিঠুন। শুধুমাত্র ভিডিও বার্তা দেওয়াই নয়, নাগরিক সমাজের ডাকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে এর আগে অংশ নেন তিনি। আর আজ, সোমবার বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী দলের রাজনৈতিক কর্মসূচির শেষ দিনের ধরনা অবস্থানে ধর্মতলায় হাজির হয়ে বক্তব্য রাখলেন।