Vineet Goyal sacked: সরছেন বিনীত গোয়েল, তিন দাবি মানলেন মমতা! চিকিৎসকদের কাজে ফেরার আর্জি

কলকাতা: আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া হচ্ছে৷ পাশাপাশি সরানো হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকেও৷ এ দিন কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মিটিং প্রায় ১২টা পর্যন্ত চলেছে৷ ওনাদের পক্ষ থেকে বিয়াল্লিশ জন সই করেছেন, আমাদের পক্ষ থেকে মুখ্যসচিব সই করেছেন৷ এতক্ষণ আলোচনা করতে পেরে আমরা উভয়পক্ষই খুশি৷ ওদের বক্তব্য আমরা শুনেছি৷ আমাদের বক্তব্য আমরা ওদের সম্মান দিয়ে শুনিয়েছি৷ ওদের যে পাঁচটা দাবি ছিল, তার মধ্যে প্রথম দাবি আমাদের হাতে নেই৷ সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের নজরদারি চালাচ্ছে৷ আর বাকি চার দাবির মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ দাবি করেছিল৷ ছাত্রছাত্রীদের দাবি মেনে আমরা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিতকর্তাকে আমরা সরিয়ে দিচ্ছি৷ তাঁর মানে আমরা স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিতকর্তাকে অসম্মান করছি না৷ এই দুজনকে আমরা সরিয়েছি৷ আগামিকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ কমিশনারের পদে বদল আনব, নতুন সিপি দায়িত্ব নেবেন৷ যেহেতেু আগামিকাল সুপ্রিম কোর্টে কেস আছে৷ বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই ওকে দেওয়া হয়েছে৷’

তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন,  এখনই জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে রাজ্যের স্বাস্থ্য সচিবকে সরানো হচ্ছে না৷ পাশাপাশি তাঁর দাবি, বিনীত গোয়েল নিজেই নগরপালের পদ থেকে সরে যেতে চেয়েছেন৷

পাশাপাশি, চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে তৈরি করা হচ্ছে টাস্ক ফোর্স৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ করা হচ্ছে ১০০ কোটি টাকা৷

আরও পড়ুন: জল ছাড়া নিয়ে ডিভিসির সঙ্গে সমন্বয়, বিপর্যয় মোকাবিলা দফতরকে নির্দেশ মুখ্যসচিবের

তবে শুধু বিনীত গোয়েল নন, কলকাতা পুলিশের ডিসি নর্থ অভিষেক গুপ্তাকেও তাঁর পদ থেকে সরানো হচ্ছে৷ কলকাতা পুলিশের এই অফিসারকে নিয়েও আরজি কর কাণ্ডের তদন্তে একাধিক অভিযোগ তুলেছিল নির্যাতিতার পরিবার এবং আন্দোলনকারী চিকিৎসকরা৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুলিশে মঙ্গলবার আরও কিছু রদবদল করা হবে৷

সূত্রের খবর, এ দিন নিজেদের পাঁচ দফা দাবি সহ একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার পর মুখ্যসচিবের উপস্থিতিতে বৈঠকে কার্যবিবরণী লেখা হয়৷ জুনিয়র চিকিৎসকদের দাবিই ছিল, বৈঠকের কার্যবিবরণী দু পক্ষের কাছেই থাকবে৷ তাতে দু পক্ষের সইও থাকবে৷

এ দিন সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু হয় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক৷ দু জন স্টেনোগ্রাফার সহ প্রায় চল্লিশ জনের একটি দল এ দিনের বৈঠকে যোগ দিয়েছিল বলে সূত্রের খবর৷

জুনিয়র চিকিৎসকরা অবশ্য বৈঠকে যোগ দেওয়ার আগেই জানিয়ে দিয়েছিলেন, আরজি কর কাণ্ডের পর তাঁরা পাঁচ দফার যে মূল দাবি তুলেছেন, তা রাজ্য সরকারকে মানতেই হবে৷ এ বিষয়ে তাঁরা কোনও আপোস করবেন না৷ এই পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম ছিল কলকাতার নগরপাল বিনীত গোয়েল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগ অথবা অপসারণের মতো দাবি৷