খুব স্বাভাবিক,সব ছাত্রছাত্রী শুধুমাত্র ইংরেজি মিডিয়াম থেকে পড়াশুনা করে আসেন না৷ অনেকে প্রান্তিক গ্রাম থেকে আঞ্চলিক ভাষায় পড়াশুনা করে আসেন এই বড় বড় মেডিক্যাল কলেজে পড়তে৷ ফলে সেসব পড়ুয়াদের কথা মাথায় রেখে এই সুবিধা করা হয়েছে৷

MBBS: ডাক্তারি পড়ুয়াদের জন্য বড় ঘোষণা, এবার মাতৃভাষায় ডাক্তারি পড়ার সুযোগ, MBBS-এর জন্য ভাষার সমস্যা হবে দূর

ডাক্তারি পড়ুয়াদের জন্য অত্যন্ত বড় খবর৷ এবার ডাক্তারি পড়তে গেলে ভাষার সমস্যায় পড়বে হবে না পড়ুয়াদের৷ মূলত ডাক্তারি বা MBBS পড়তে হয় ইংরেজিতে৷ কিন্তু আঞ্চলিক ভাষায় পড়ে আসা অনেক মেধাবী ছাত্র-ছাত্রীর এতে যাতে আর সমস্যা না থাকে, তার জন্য এই বড় ঘোষণা৷
ডাক্তারি পড়ুয়াদের জন্য অত্যন্ত বড় খবর৷ এবার ডাক্তারি পড়তে গেলে ভাষার সমস্যায় পড়বে হবে না পড়ুয়াদের৷ মূলত ডাক্তারি বা MBBS পড়তে হয় ইংরেজিতে৷ কিন্তু আঞ্চলিক ভাষায় পড়ে আসা অনেক মেধাবী ছাত্র-ছাত্রীর এতে যাতে আর সমস্যা না থাকে, তার জন্য এই বড় ঘোষণা৷
এর আগে এই সুবিধা মিলত শুধুমাত্র মধ্যপ্রদেশ, বিহার, উত্তরাখাণ্ডে৷ ইংরেজির পাশাপাশি হিন্দিতে চিকিৎসা বিজ্ঞান পড়তে পারতেন পড়ুয়ারা৷ (প্রতীকী ছবি)
এর আগে এই সুবিধা মিলত শুধুমাত্র মধ্যপ্রদেশ, বিহার, উত্তরাখাণ্ডে৷ ইংরেজির পাশাপাশি হিন্দিতে চিকিৎসা বিজ্ঞান পড়তে পারতেন পড়ুয়ারা৷ (প্রতীকী ছবি)
খুব স্বাভাবিক,সব ছাত্রছাত্রী শুধুমাত্র ইংরেজি মিডিয়াম থেকে পড়াশুনা করে আসেন না৷ অনেকে প্রান্তিক গ্রাম থেকে আঞ্চলিক ভাষায় পড়াশুনা করে আসেন এই বড় বড় মেডিক্যাল কলেজে পড়তে৷ ফলে সেসব পড়ুয়াদের কথা মাথায় রেখে এই সুবিধা করা হয়েছে৷

খুব স্বাভাবিক,সব ছাত্রছাত্রী শুধুমাত্র ইংরেজি মিডিয়াম থেকে পড়াশুনা করে আসেন না৷ অনেকে প্রান্তিক গ্রাম থেকে আঞ্চলিক ভাষায় পড়াশুনা করে আসেন এই বড় বড় মেডিক্যাল কলেজে পড়তে৷ ফলে সেসব পড়ুয়াদের কথা মাথায় রেখে এই সুবিধা করা হয়েছে৷
এবার এই পথে হাঁটল আরও দুই রাজ্য৷
এবার এই পথে হাঁটল আরও দুই রাজ্য৷
হিন্দি দিবসে এমনই ঘোষণা করেছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই৷ আবার রাজস্থানেও MBBS ডিগ্রির জন্য পড়াশুনা হবে হিন্দিতে৷
হিন্দি দিবসে এমনই ঘোষণা করেছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই৷ আবার রাজস্থানেও MBBS ডিগ্রির জন্য পড়াশুনা হবে হিন্দিতে৷
ছত্তিসগড়ে এই সেশন থেকে (2024-25) প্রথম বছরে হিন্দিতে বই দেওয়া শুরু হবে। স্বাস্থ্য বিভাগকে বই ও পড়াশোনার উপকরণের ব্যবস্থা করতে বলা হয়েছে।
ছত্তিসগড়ে এই সেশন থেকে (2024-25) প্রথম বছরে হিন্দিতে বই দেওয়া শুরু হবে। স্বাস্থ্য বিভাগকে বই ও পড়াশোনার উপকরণের ব্যবস্থা করতে বলা হয়েছে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন যে জাতীয় শিক্ষা নীতি (NEP) 2020 সম্পূর্ণরূপে ছত্তিশগড়ে প্রয়োগ করা হয়েছে। এই পদক্ষেপটি গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের উপকৃত করবে কারণ তারা বেশিরভাগ হিন্দি মাধ্যম স্কুল থেকে আসে এবং ইংরেজি ভাষার ব্যবহারের কারণে মেধাবী হওয়া সত্ত্বেও মেডিকেল কোর্সে অসুবিধার সম্মুখীন হয়। হিন্দিতে অধ্যয়ন করা তাদের মৌলিক বিষয়গুলিকে শক্তিশালী করবে, তাদের বিষয়টির গভীর উপলব্ধি বিকাশে সাহায্য করবে এবং তাদের ভাল ডাক্তার হিসাবে গড়ে তুলবে।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন যে জাতীয় শিক্ষা নীতি (NEP) 2020 সম্পূর্ণরূপে ছত্তিশগড়ে প্রয়োগ করা হয়েছে। এই পদক্ষেপটি গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের উপকৃত করবে কারণ তারা বেশিরভাগ হিন্দি মাধ্যম স্কুল থেকে আসে এবং ইংরেজি ভাষার ব্যবহারের কারণে মেধাবী হওয়া সত্ত্বেও মেডিকেল কোর্সে অসুবিধার সম্মুখীন হয়। হিন্দিতে অধ্যয়ন করা তাদের মৌলিক বিষয়গুলিকে শক্তিশালী করবে, তাদের বিষয়টির গভীর উপলব্ধি বিকাশে সাহায্য করবে এবং তাদের ভাল ডাক্তার হিসাবে গড়ে তুলবে।
এখন রাজস্থানে এই সুবিধা মিলবে৷ দুটি কলেজই মিলবে এই সুবিধা যা মারওয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত।
এখন রাজস্থানে এই সুবিধা মিলবে৷ দুটি কলেজই মিলবে এই সুবিধা যা মারওয়ার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত।