সারানো হচ্ছে বাঁধ

South 24 Parganas News: ঘূর্ণীঝড়-কোটাল বা নিম্নচাপ, বিপর্যয় এলেই আতঙ্ক সুন্দরবনের নদীপাড়ে!

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে প্রায় প্রতি বছর প্রাকৃতিক বিপর্যয় আসে, ক্ষতি হয় বিস্তীর্ণ এলাকার। কিন্তু এই বিপর্যয় এড়াতে সারাবছর কিছু না কিছু কাজ হয়। তারপরেও বিপর্যয় আসলেই আতঙ্কে থাকতে হবে কেন? প্রশ্ন তুলছেন সুন্দরবনের মানুষজন। নিম্নচাপের জেরে সম্প্রতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। তাতেই কিছু এলাকায় বাঁধে ক্ষতি হয়েছে। এ নিয়ে নামখানার বন্দনা মন্ডল জানিয়েছেন, “বাড়ির লোক বলছে ঝড় বৃষ্টির কয়েকটা দিন অন্য কোথাও চলে যেতে। কিন্তু বাঁধ সারানোর কথা তো সারা বছর বলা হয়। কী হয় কী জানি।” বাঁধ যদি সঠিক উপায়ে সারানো হয় তাহলে ভয়ের কিছু থাকে না বলে জানিয়েছেন আরও এক স্থানীয় বাসিন্দা উত্তম মন্ডল, তিনি জানিয়েছেন, “বাঁধ সারানোর কথাটা এখন শুধু প্রতিশ্রুতিই থাকছে। বলা হচ্ছে করে দেওয়া হবে। কিন্তু বিপর্যয় আসলেই, আসল ছবি চোখে পড়ে।”

আরও পড়ুন:  ভাদ্র সংক্রান্তিতে ‘রান্না পুজো’! কারা, কেন এই পুজো করেন? কী কী পদ রান্না হয়? জানুন

বাঁধ যে সারানো হয় না তা কিন্তু একেবারেই নয়। প্রশাসনের পক্ষ থেকে সারাবছর কাজ হয়। প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভবনা দেখা দিলে তড়িঘড়ি জেসিবি দিয়েও কাজ হয়। কিন্তু এত কিছুর পরও বাঁধ ভাঙে জল ঢুকে যায় গ্রামে‌। এই সবকিছু রোধ করার জন্য চাই সুনির্দিষ্ট পরিকল্পনা। না হলে এমনটা হতেই থাকবে, সমস্যার আর সমাধান হবে না বলে মত সুন্দরবনের বাসিন্দাদের। যতদিন সেই কাজ না হয় ততদিন এই দুর্বল বাঁধের দিকে তাকিয়ে আতঙ্কে থাকতে হবে বলেও জানিয়েছেন তাঁরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক