পটের জিনিস তৈরি করছেন শিল্পীরা

Money Making Tips: পুজো এলেই লক্ষ্মীলাভ হয়, দিন রাত এক করে চলে কাজ, কী তৈরি করছেন ?

পুজো আসে। উৎসবে লক্ষ্মী লাভ হয়। সেই লক্ষী লাভের আশায় বেশ কয়েক মাস ধরেই ব্যস্ত থাকেন শিল্পীরা। কোথাও প্যান্ডেল, কোথাও মেলায় পসরা, কোথাও আবার কর্মশালা, সবকিছু নিয়ে পুজোর আগে বেশ ব্যস্ততায় দিন কাটে পটশিল্পীদের। ইতিমধ্যে কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় চলছে পটের প্যান্ডেল তৈরি। যে প্যান্ডেলে বিভিন্ন ধরনের পট আঁকছেন শিল্পীরা। কার্যত সারাদিন নাওয়া খাওয়া ভুলেই কাজ করতে ব্যস্ত পিংলার নয়া গ্রামের পটুয়ারা।
পুজো আসে। উৎসবে লক্ষ্মী লাভ হয়। সেই লক্ষী লাভের আশায় বেশ কয়েক মাস ধরেই ব্যস্ত থাকেন শিল্পীরা। কোথাও প্যান্ডেল, কোথাও মেলায় পসরা, কোথাও আবার কর্মশালা, সবকিছু নিয়ে পুজোর আগে বেশ ব্যস্ততায় দিন কাটে পটশিল্পীদের। ইতিমধ্যে কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় চলছে পটের প্যান্ডেল তৈরি। যে প্যান্ডেলে বিভিন্ন ধরনের পট আঁকছেন শিল্পীরা। কার্যত সারাদিন নাওয়া খাওয়া ভুলেই কাজ করতে ব্যস্ত পিংলার নয়া গ্রামের পটুয়ারা।
উৎসব এলেই হাসি ফুটে ওদের মুখে। সারা বছরের পরিশ্রম কিছুটা অর্থ যোগায় সংসারে। দুর্গা পুজো এলেই বিভিন্ন পুজো মন্ডপে সাজানোর জন্য ডাক পড়ে এদের। সেখানে বিভিন্ন ধরনের ধর্মীয়, সামাজিক এবং সচেতনতামূলক পট দিয়ে সাজিয়ে তোলে মন্ডপ। ইতিমধ্যে তার জোর প্রস্তুতি চলছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রামে পট শিল্পীদের এখন চূড়ান্ত ব্যস্ততা।
উৎসব এলেই হাসি ফুটে ওদের মুখে। সারা বছরের পরিশ্রম কিছুটা অর্থ যোগায় সংসারে। দুর্গা পুজো এলেই বিভিন্ন পুজো মন্ডপে সাজানোর জন্য ডাক পড়ে এদের। সেখানে বিভিন্ন ধরনের ধর্মীয়, সামাজিক এবং সচেতনতামূলক পট দিয়ে সাজিয়ে তোলে মন্ডপ। ইতিমধ্যে তার জোর প্রস্তুতি চলছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রামে পট শিল্পীদের এখন চূড়ান্ত ব্যস্ততা।
প্রসঙ্গত উৎসবের আবহে শুধু প্যান্ডেল তৈরি নয় বিভিন্ন ধরনের পট বিক্রি হয় বিভিন্ন মেলায়। এছাড়াও, চায়ের ট্রে, কাপ, শাড়ি, টি শার্ট সহ একাধিক জিনিসে পটের আদল ফুটিয়ে তুলছেন পট শিল্পীরা। স্বাভাবিকভাবে শুধু পট নয়, পটের পাশাপাশি আনুষঙ্গিক ব্যবহার্য সামগ্রীও বিক্রি হয় বেশ। এছাড়াও রয়েছে একাধিক কর্মশালা বিভিন্ন মেলায় পসরা সাজানোর কাজ। তাই জোর প্রস্তুতি চলছে পিংলার পট গ্রামে।
প্রসঙ্গত উৎসবের আবহে শুধু প্যান্ডেল তৈরি নয় বিভিন্ন ধরনের পট বিক্রি হয় বিভিন্ন মেলায়। এছাড়াও, চায়ের ট্রে, কাপ, শাড়ি, টি শার্ট সহ একাধিক জিনিসে পটের আদল ফুটিয়ে তুলছেন পট শিল্পীরা। স্বাভাবিকভাবে শুধু পট নয়, পটের পাশাপাশি আনুষঙ্গিক ব্যবহার্য সামগ্রীও বিক্রি হয় বেশ। এছাড়াও রয়েছে একাধিক কর্মশালা বিভিন্ন মেলায় পসরা সাজানোর কাজ। তাই জোর প্রস্তুতি চলছে পিংলার পট গ্রামে।
পট শিল্পীদের মূলত জীবিকা নির্বাহের প্রধান উৎস পটে ছবি আঁকা। তবে শুধু জেলা কিংবা রাজ্যে সীমাবদ্ধ নেই, পটের প্রসার ঘটেছে রাজ্যের বাইরেও। ইতিমধ্যে একাধিক পট শিল্পী পাড়ি দিয়েছে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদের বিভিন্ন কর্মশালা ও পুজো মণ্ডপ সাজিয়ে তোলার জন্য।
পট শিল্পীদের মূলত জীবিকা নির্বাহের প্রধান উৎস পটে ছবি আঁকা। তবে শুধু জেলা কিংবা রাজ্যে সীমাবদ্ধ নেই, পটের প্রসার ঘটেছে রাজ্যের বাইরেও। ইতিমধ্যে একাধিক পট শিল্পী পাড়ি দিয়েছে দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদের বিভিন্ন কর্মশালা ও পুজো মণ্ডপ সাজিয়ে তোলার জন্য।
স্বাভাবিকভাবে সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তার আগেই চূড়ান্ত ব্যস্ততা পট গ্রামে। সকল শিল্পীরাই ব্যস্ত এখন পট তৈরিতে, পুজোতে যাতে কিছু লক্ষ্মী লাভ হয়।
স্বাভাবিকভাবে সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তার আগেই চূড়ান্ত ব্যস্ততা পট গ্রামে। সকল শিল্পীরাই ব্যস্ত এখন পট তৈরিতে, পুজোতে যাতে কিছু লক্ষ্মী লাভ হয়।