বন্ধ হওয়া টিকিট ঘর

Rabindranath Tagore and Cinema: দেওয়ালে উঠে গেছে পলেস্তারা, চারদিকে আগাছা, রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন, আজ প্রাণহীন কাঠামো নিয়ে দাঁড়িয়ে সিনেমা হল

আসছে পুজো, সিনেমা দেখার মরশুম। কিন্তু বাঁকুড়ার পাঁচ পেক্ষাগৃহের এক প্রেক্ষাগৃহ চন্ডীদাস চিত্র মন্দির খাঁ খাঁ করছে
আসছে পুজো, সিনেমা দেখার মরশুম। কিন্তু বাঁকুড়ার ৫ প্রেক্ষাগৃহের এক প্রেক্ষাগৃহ চন্ডীদাস চিত্র মন্দির খাঁখা করছে।
প্রায় অর্ধ দশকের বেশি সময় ধরে বন্ধ রয়েছে সিনেমা হলটি। একসময় সপ্তাহের পর সপ্তাহ জুড়ে চলত জনপ্রিয় সিনেমা।
প্রায় অর্ধ দশকের বেশি সময় ধরে বন্ধ রয়েছে সিনেমা হলটি। একসময় সপ্তাহের পর সপ্তাহ জুড়ে চলত জনপ্রিয় সিনেমা।
কিন্তু কোথায় যাবেন সাধারণ মানুষ? পুজোর সময় সিনেমা দেখতে যেতে হবে দুর্গাপুর, কিন্তু নিজের শহর বাঁকুড়াতে সুযোগ নেই সিনেমা দেখার।
কিন্তু কোথায় যাবেন সাধারণ মানুষ? পুজোর সময় সিনেমা দেখতে যেতে হবে দুর্গাপুর, কিন্তু নিজের শহর বাঁকুড়াতে সুযোগ নেই সিনেমা দেখার।
শোনা যায় রবীন্দ্রনাথ এসেছিলেন চন্ডীদাস চিত্র মন্দিরে। এই ঐতিহাসিক প্রেক্ষাগৃহ ঢেকে গেছে আগাছায়। জঞ্জাল সর্বত্র।
শোনা যায় রবীন্দ্রনাথ এসেছিলেন চন্ডীদাস চিত্র মন্দিরে। ঐতিহাসিক প্রেক্ষাগৃহ ঢেকে গেছে আগাছায়। জঞ্জাল সর্বত্র।
চলচ্চিত্র পৃষ্ঠপোষাক এবং প্রাক্তন হল কর্মী হরিহর পাল জানান “সিনেমা এক ধরনের লোকশিক্ষা, সিনেমা বন্ধ হলে সমাজের চিন্তাধারা প্রসারিত হবে না। সেই কারণেই বাঁকুড়ায় সিনেমা হল চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চলচ্চিত্র পৃষ্ঠ পোষাক এবং প্রাক্তন হল কর্মী হরিহর পাল জানান “সিনেমা এক ধরনের লোকশিক্ষা, সিনেমা বন্ধ হলে সমাজের চিন্তাধারা প্রসারিত হবে না। সেই কারণেই বাঁকুড়ায় সিনেমা হল চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
৩০ থেকে ৪০ টাকা মূল্যের টিকিট বিক্রি হত কুসুম এবং চন্ডীদাস সিনেমা হলে। সিনেমা দেখার উৎসাহ কমে যাওয়ায় বন্ধ হয়ে যায় সিনেমা হলগুলি।
৩০ থেকে ৪০ টাকা মূল্যের টিকিট বিক্রি হত কুসুম এবং চন্ডীদাস সিনেমা হলে। সিনেমা দেখার উৎসাহ কমে যাওয়ায় বন্ধ হয়ে যায় সিনেমা হলগুলি।