হাতি 

শৌচকর্ম করতে গিয়েছিলেন! চা শ্রমিক সামনে যা দেখলেন, হাড়হিম ঘটনা

আলিপুরদুয়ার: মাদারিহাটের ধুমচিপাড়া চা বাগানে হাতির আক্রমণে জখম হলেন এক শ্রমিক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় হাতির হানা চলছেই। সোমবার ভোর চারটে নাগাদ ধুমচিপাড়া চা বাগানের ২২ নম্বর সেকশন এলাকায় হাতির হানায় আহত হন ইলেরিয়া টোপ্পো নামের এক শ্রমিক। তাঁর বয়স চল্লিশ বছর।

আরও পড়ুন- তালপাতায় লেখা মনসামঙ্গলের মনসামঙ্গল, বৈষ্ণব পদাবলীর পাণ্ডুলিপি…!

গুরুতর আহত অবস্থায় তাঁকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বন দফতরের মাদারিহাট রেঞ্জ সূত্রে জানানো হয়েছে, আহতের চিকিৎসার ব্যয়ভার করবে বন দফতর।

আরও পড়ুন- ২৭০০ রোগীর চাপ! কর্মবিরতির মাঝেও হাসপাতালে অক্লান্ত পরিষেবা সিনিয়র ডাক্তারদের!

জানা যায়, ভোর বেলায় ওই শ্রমিক বেরিয়েছিলেন শৌচ কর্ম করতে, সেই সময় হাতি তাঁর সামনে চলে আসে। এর পর তাঁর ওপর আক্রমণ চালায় হাতি।

তাঁর চিৎকার শুনেই তাঁর পরিবারের সদস্যরা দেখতে পান হাতিটিকে। এর পর বাজি পুড়িয়ে তাড়ানো হয় হাতিটিকে। উদ্ধার করা হয় শ্রমিককে।

Annanya Dey