হাসপাতালে আগুন

South Dinajpur News: মাতৃসদন হাসপাতালে আগুন! অল্পের জন্য রক্ষা ২০ জন প্রসূতিসহ সদ্যোজাতর

দক্ষিণ দিনাজপুর: মাতৃসদন হাসপাতালে আগুন লাগতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বালুরঘাট পুরসভার মাতৃসদন হাসপাতালে। এদিন দুপুরে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে আসা চিকিৎসাধীন রোগী থেকে তাদের আত্মীয় পরিজনরা।

এদিন দুপুরে হঠাৎই মাতৃসদন হাসপাতালের তিন তলার মিটিং হলে আগুন লাগে। ধোঁয়া দেখতে পান কর্মীরা। ফলস সিলিংয়ের উপর আগুন লাগায় তা প্রথমে দেখা যায়নি। এদিকে বিষয়টি জানতে পেরে পুরসভার ইলেকট্রিশিয়ানরা কাজ করতে শুরু করেন। তাঁরা নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করেন।

আরও পড়ুনOld Rituals: দেওয়া হয় বাতাসা ভোগ, দেড়শো বছরের প্রাচীন মহাকালধামের পুজোয় পুণ্যার্থী সমাগম

আগুন লাগার পর ওয়ার্ডে ভর্তি থাকা রোগীরা ভয়ে কান্নাকাটি শুরু করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলেরএকটি ইঞ্জিন। দমকল কর্মীরা উপরে উঠে আগুন নেভান। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটেনি।

আরও পড়ুনChandra Mangal Navam Pancham Yog: ভাগ্যের চমক, মঙ্গল-চাঁদের বিরাট খেল, চন্দ্র মঙ্গল নবম পঞ্চম যোগে ৫ রাশির উপচে পড়বে টাকা

হাসপাতালে প্রায় ২০ জন রোগী সহ বেশ কয়েকটি সদ্যোজাত শিশু ছিল। হওয়ার কথা ছিল অস্ত্রোপচার। বিদ্যুৎ পরিষেবা চলে যাওয়ায় সেগুলো বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে৷ শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকল বিভাগের।

সুস্মিতা গোস্বামী