আবার ছাড়া হল জল। প্রতীকী ছবি।

এক ‘কিউসেক’ মানে কতটা জল বলুন তো? লাখ লাখ কিউসেক জল ছাড়ছে ডিভিসি!

টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। তার মধ্যে ল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি। সোমবার সন্ধে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১,৪৯,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হওয়ার আশঙ্কা।
টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। তার মধ্যে ল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি। সোমবার সন্ধে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১,৪৯,০০০ কিউসেক জল ছাড়ল ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হওয়ার আশঙ্কা।
জলাধার মাইথন ও পঞ্চায়েত জল ছাড়া শুরু করে ডিভিসি। ফলে একাধিক এলাকা জলমগ্ন। বহু এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
জলাধার মাইথন ও পঞ্চায়েত জল ছাড়া শুরু করে ডিভিসি। ফলে একাধিক এলাকা জলমগ্ন। বহু এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সন্ধে থেকেই জল ছাড়া শুরু হয় মাইথন জলাধার থেকে। ১ লাখ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে বলে খবর।
সোমবার সন্ধে থেকেই জল ছাড়া শুরু হয় মাইথন জলাধার থেকে। ১ লাখ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে বলে খবর।
পাঞ্চেত জলাধার থেকে মঙ্গলবার ৪৯০০০ কিউসেক জল ছাড়ার কথা। এই দুই জলাধারের জল দামোদর নদী বেয়ে দুর্গাপুর ব্যরেজে পৌঁছায়। ফলে সেখান থেকেও জল ছাড়ার পরিমাণ বেড়েছে।
পাঞ্চেত জলাধার থেকে মঙ্গলবার ৪৯০০০ কিউসেক জল ছাড়ার কথা। এই দুই জলাধারের জল দামোদর নদী বেয়ে দুর্গাপুর ব্যরেজে পৌঁছায়। ফলে সেখান থেকেও জল ছাড়ার পরিমাণ বেড়েছে।
গত কয়েকদিনে কিউসেক শব্দটা শোনা গিয়েছে বারবার। এই একটা শব্দ বহু মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বর্ষার এই সময় কিউসেক শব্দটা বেশি শোনা যায়।
গত কয়েকদিনে কিউসেক শব্দটা শোনা গিয়েছে বারবার। এই একটা শব্দ বহু মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বর্ষার এই সময় কিউসেক শব্দটা বেশি শোনা যায়।
কিন্তু জানেন কি, কেউসেক শব্দের অর্থ কী? কীভাবে কিউসেকের মাধ্যমে জলের পরিমাপ করা হয়? এক কিউসেক সমান কত লিটার জল হয় জানেন? বিস্তারিত ভাবে জানিয়েছেন দফতরের এক আধিকারিক।
কিন্তু জানেন কি, কেউসেক শব্দের অর্থ কী? কীভাবে কিউসেকের মাধ্যমে জলের পরিমাপ করা হয়? এক কিউসেক সমান কত লিটার জল হয় জানেন? বিস্তারিত ভাবে জানিয়েছেন দফতরের এক আধিকারিক।
মূলত তরল পদার্থের প্রবাহ পরিমাপ করা হয় কিউসেকের মাধ্যমে। প্রতি সেকেন্ডে এক ঘন ফুটে মধ্যে দিয়ে কতটা জল বা তরল প্রবাহিত হচ্ছে, তা বুঝতে কিউসেকের ব্যবহার করা হয়।
মূলত তরল পদার্থের প্রবাহ পরিমাপ করা হয় কিউসেকের মাধ্যমে। প্রতি সেকেন্ডে এক ঘন ফুটে মধ্যে দিয়ে কতটা জল বা তরল প্রবাহিত হচ্ছে, তা বুঝতে কিউসেকের ব্যবহার করা হয়।
জলধারগুলি থেকে কত জল ছাড়া হল, তা বুঝতে কেউসেক ব্যবহার করা হয়। ওই অধিকারিক জানিয়েছেন, হিসাব বলছে ১ কিউসেক সমান ২৮.৩১৭ লিটার।
জলধারগুলি থেকে কত জল ছাড়া হল, তা বুঝতে কেউসেক ব্যবহার করা হয়। ওই অধিকারিক জানিয়েছেন, হিসেব বলছে ১ কিউসেক সমান ২৮.৩১৭ লিটার।