প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব আছে৷ ভাদ্রমাসের পূর্ণিমাও বিশেষ উল্লেখযোগ্য৷ পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব এবং মা লক্ষ্মীর পুজো করা হয়৷

Bhadra Purnima 2024 Time: রাত পোহালেই ভাদ্র পূর্ণিমা! কখন শুরু পুণ্যতিথি? কোন শুভ যোগে কাটবে দুঃসময়? চাঁদ ওঠার সময়ই কখন? জানুন পঞ্জিকা কী বলছে

প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব আছে৷ ভাদ্রমাসের পূর্ণিমাও বিশেষ উল্লেখযোগ্য৷ পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব এবং মা লক্ষ্মীর পুজো করা হয়৷
প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব আছে৷ ভাদ্রমাসের পূর্ণিমাও বিশেষ উল্লেখযোগ্য৷ পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব এবং মা লক্ষ্মীর পুজো করা হয়৷

 

পঞ্জিকা মতে ভাদ্র পূর্ণিমা শুরু হচ্ছে মঙ্গলবার সকাল ১১.৪৬ মিনিট থেকে৷ উদয় তিথি অনুসারে ভাদ্রের পূর্ণিমা তিথি পালিত হবে বুধবার৷
পঞ্জিকা মতে ভাদ্র পূর্ণিমা শুরু হচ্ছে মঙ্গলবার সকাল ১১.৪৬ মিনিট থেকে৷ উদয় তিথি অনুসারে ভাদ্রের পূর্ণিমা তিথি পালিত হবে বুধবার৷

 

এই শুভ তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্যনদীতে স্নান করা শুভ বলে মনে করা হয়৷ একাধিক পবিত্র যোগের কারণে এ বছরের ভাদ্রপূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ৷
এই শুভ তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্যনদীতে স্নান করা শুভ বলে মনে করা হয়৷ একাধিক পবিত্র যোগের কারণে এ বছরের ভাদ্রপূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ৷

 

এ বারে ভাদ্রপূর্ণিমায় রয়েছে ধৃতি যোগ, রবি যোগ, নিগ্রহী যোগ এবং শুক্রাদিত্য যোগ৷
এ বারে ভাদ্রপূর্ণিমায় রয়েছে ধৃতি যোগ, রবি যোগ, নিগ্রহী যোগ এবং শুক্রাদিত্য যোগ৷

 

বুধবার ভাদ্র পূর্ণিমা তিথিতে চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা ৬.৩৭ মিনিট৷
বুধবার ভাদ্র পূর্ণিমা তিথিতে চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা ৬.৩৭ মিনিট৷