Digha: পুজোর ছুটিতে দিঘা যাওয়ার প্ল্যান! হোটেলে হোটেলে বুকিং চলছে কত টাকায়? নচেৎ হুড়মুড়িয়ে আরও বাড়বে দাম

*বিশ্বকর্মা পুজো দিয়ে বাঙালির উৎসবের শুরু। বিশ্বকর্মা পুজো তথা বাঙালি মননশীলতায় শারদীয়ার প্রারম্ভিক পদধ্বনি পরিবেশে তার আন্দোলন শুরু করে দিয়েছে। প্রকৃতি সেজে উঠেছে শারদীয়া আগমনে। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো দোড়গড়ায়। আর পুজোর ছুটিতে ঘরে মন বসে না ভ্রমণ প্রিয় বাঙালির। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। 
*বিশ্বকর্মা পুজো দিয়ে বাঙালির উৎসবের শুরু। বিশ্বকর্মা পুজো তথা বাঙালি মননশীলতায় শারদীয়ার প্রারম্ভিক পদধ্বনি পরিবেশে তার আন্দোলন শুরু করে দিয়েছে। প্রকৃতি সেজে উঠেছে শারদীয়া আগমনে। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো দোড়গড়ায়। আর পুজোর ছুটিতে ঘরে মন বসে না ভ্রমণ প্রিয় বাঙালির। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি।
*পুজোর ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতেও বাঙালির উন্মাদনা চোখে পড়ে। পুজোর ছুটিতে সমুদ্রের মজা চুটিয়ে উপভোগ করতে দিঘায় আসেন বহু সংখ্যক পর্যটকেরা। এখন থেকেই শুরু হয়েছে হোটেল বুকিং। আর তাতেই খুশির হওয়া দিঘা জুড়ে। ফাইল ছবি। 
*পুজোর ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতেও বাঙালির উন্মাদনা চোখে পড়ে। পুজোর ছুটিতে সমুদ্রের মজা চুটিয়ে উপভোগ করতে দিঘায় আসেন বহু সংখ্যক পর্যটকেরা। এখন থেকেই শুরু হয়েছে হোটেল বুকিং। আর তাতেই খুশির হওয়া দিঘা জুড়ে। ফাইল ছবি।
*একটা সময় দিঘায় সারা বছরে পর্যটকের ভিড় থাকলেও পুজোর সময়। সেই রেশ বজায় থাকত না। কিন্তু এই চিত্রটা বদলেছে শেষ কয়েক বছরে। বিশেষ করে করণা অতি মারির লকডাউন পিরিয়ড উঠে যাওয়ার থেকেই। দিঘা পর্যটকের জনজোয়ার সারা বছরই। ফাইল ছবি। 
*একটা সময় দিঘায় সারা বছরে পর্যটকের ভিড় থাকলেও পুজোর সময়। সেই রেশ বজায় থাকত না। কিন্তু এই চিত্রটা বদলেছে শেষ কয়েক বছরে। বিশেষ করে করণা অতি মারির লকডাউন পিরিয়ড উঠে যাওয়ার থেকেই। দিঘা পর্যটকের জনজোয়ার সারা বছরই। ফাইল ছবি।
*বিভিন্ন উৎসব ও ছুটির দিনগুলিতে দিঘা সমুদ্র সৈকত পর্যটকের ভিড় তিল ধারনের স্থান থাকে না। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো, পুজোয় টানা ছুটি। শেষ কয়েক বছর পুজোর ছুটিতে দিঘা সমুদ্র সৈকত কার্যত পর্যটক প্লাবনে উপচে পড়ে। চলতি বছরও সেই রেশ বজায় থাকবে এমনটাই জানা যায় হোটেল বুকিংয়ের চিত্র সামনে আসতেই। ফাইল ছবি। 
*বিভিন্ন উৎসব ও ছুটির দিনগুলিতে দিঘা সমুদ্র সৈকত পর্যটকের ভিড় তিল ধারনের স্থান থাকে না। বাঙালির বড় উৎসব দুর্গাপুজো, পুজোয় টানা ছুটি। শেষ কয়েক বছর পুজোর ছুটিতে দিঘা সমুদ্র সৈকত কার্যত পর্যটক প্লাবনে উপচে পড়ে। চলতি বছরও সেই রেশ বজায় থাকবে এমনটাই জানা যায় হোটেল বুকিংয়ের চিত্র সামনে আসতেই। ফাইল ছবি। 
*দিঘায় হোটেল বুকিং নিয়ে, দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, "ইতিমধ্যেই দিঘায় পুজোর ছুটি উপলক্ষে হোটেল বুকিং শুরু হয়েছে। পর্যটকেরা একসঙ্গে তিন চার দিনের বুকিং করছেন। ভাল পরিমান হোটেল বুকিং চলছে। আগামী এক সপ্তাহে এই বুকিং এর পরিমাণ আরো বাড়বে। ২৫ সেপ্টেম্বর পর থেকে দিঘার সমস্ত হোটেলেই একশ শতাংশ বুকিং পরিপূর্ণ হয়ে যাবে বলে আশা করা যায়। একসময় সারা বছর দিঘায় পর্যটক এলেও পুজোর ছুটিতে সেই রেস বজায় থাকত না। কিন্তু বিগত দু-তিন বছর সেই চিত্র বদলেছে। পুজোর সময় বহু সংখ্যক পর্যটক দিঘায় আসছেন। এবারও তার অন্যথা হবে না।'' ফাইল ছবি। 
*দিঘায় হোটেল বুকিং নিয়ে, দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, “ইতিমধ্যেই দিঘায় পুজোর ছুটি উপলক্ষে হোটেল বুকিং শুরু হয়েছে। পর্যটকেরা একসঙ্গে তিন চার দিনের বুকিং করছেন। ভাল পরিমান হোটেল বুকিং চলছে। আগামী এক সপ্তাহে এই বুকিং এর পরিমাণ আরো বাড়বে। ২৫ সেপ্টেম্বর পর থেকে দিঘার সমস্ত হোটেলেই একশ শতাংশ বুকিং পরিপূর্ণ হয়ে যাবে বলে আশা করা যায়। একসময় সারা বছর দিঘায় পর্যটক এলেও পুজোর ছুটিতে সেই রেস বজায় থাকত না। কিন্তু বিগত দু-তিন বছর সেই চিত্র বদলেছে। পুজোর সময় বহু সংখ্যক পর্যটক দিঘায় আসছেন। এবারও তার অন্যথা হবে না।” ফাইল ছবি। 
*বর্তমানে বঙ্গোপসাগরের উপকূলে দিঘা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে না, এর পাশাপাশি সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞে বিনোদনের পসরা সাজিয়ে পর্যটকদের আকর্ষিত করছে। ফাইল ছবি। 
*বর্তমানে বঙ্গোপসাগরের উপকূলে দিঘা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে না, এর পাশাপাশি সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মযজ্ঞে বিনোদনের পসরা সাজিয়ে পর্যটকদের আকর্ষিত করছে। ফাইল ছবি। 
*বর্তমানে দিঘার ব্র্যান্ড ভ্যালু আন্তর্জাতিক মানের। বছরের পর বছর দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। উইকেন্ড থেকে ছুটি বা উৎসবের দিনগুলিতে পর্যটকের ভিড় কার্যত মুখের হাসি চাওড়া করেছে হোটেল ব্যবসায়ী থেকে দিঘার সাধারণ ব্যবসায়ীদের মনে। দুর্গাপুজোর সময় যাতে দিঘার বাড়তি ভিড়ে বিপত্তি এড়ানো যায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। ফাইল ছবি।
*বর্তমানে দিঘার ব্র্যান্ড ভ্যালু আন্তর্জাতিক মানের। বছরের পর বছর দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। উইকেন্ড থেকে ছুটি বা উৎসবের দিনগুলিতে পর্যটকের ভিড় কার্যত মুখের হাসি চাওড়া করেছে হোটেল ব্যবসায়ী থেকে দিঘার সাধারণ ব্যবসায়ীদের মনে। দুর্গাপুজোর সময় যাতে দিঘার বাড়তি ভিড়ে বিপত্তি এড়ানো যায় তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসন প্রস্তুতি শুরু করেছে। ফাইল ছবি।