সবেদা গাছের জটা

New Business Idea: ‘এই’ জিনিসের জটা বিক্রি করে লাভ করুন হাজার হাজার টাকা !

বাড়িতে সবেদা গাছ রয়েছে আপনার। তাহলে আর চিন্তা নেই। এই সবেদা গাছের সবেদার সঙ্গে এবার বিক্রি করতে পারেন গাছের জটা। লাভ হবে আপনার।
বাড়িতে সবেদা গাছ রয়েছে আপনার। তাহলে আর চিন্তা নেই। এই সবেদা গাছের সবেদার সঙ্গে এবার বিক্রি করতে পারেন গাছের জটা। লাভ হবে আপনার।
এই জটা বিক্রির জন্য আপনাকে গাছে উঠতেও হবেনা। বাইরে থেকে ক্রেতা এসে এই জটা কিনে নিয়ে যাবে। আপনি বাড়িতে বসে বসেই টাকা পাবেন। সবেদা গাছের ডালের শেষ প্রান্তে এই জটা হয়। সেগুলি নিয়ে শুকিয়ে ব্যবহার করা হয় ডেকরেশনের কাজে, মন্ডপ সজ্জা থেকে শুরু করে বিয়েবাড়ি সর্বত্র এই এই জটার চাহিদা বাড়ছে। একথা জানিয়েছেন এই জটা সংগ্রহকারী এক ব্যক্তি মঙ্গল নস্কর।
এই জটা বিক্রির জন্য আপনাকে গাছে উঠতেও হবেনা। বাইরে থেকে ক্রেতা এসে এই জটা কিনে নিয়ে যাবে। আপনি বাড়িতে বসে বসেই টাকা পাবেন। সবেদা গাছের ডালের শেষ প্রান্তে এই জটা হয়। সেগুলি নিয়ে শুকিয়ে ব্যবহার করা হয় ডেকরেশনের কাজে, মন্ডপ সজ্জা থেকে শুরু করে বিয়েবাড়ি সর্বত্র এই এই জটার চাহিদা বাড়ছে। একথা জানিয়েছেন এই জটা সংগ্রহকারী এক ব্যক্তি মঙ্গল নস্কর।
এই জটা সংগ্রহের পর সেগুলিকে প্রথমে শুকনো করা হয়। পরে তাতে পছন্দমত রঙ করে বাজারজাত করা হয়। এক একটি জটার পিছনে ২ টাকা থেকে শুরু করে ৪ টাকা পর্যন্ত খরচ পড়ে।
এই জটা সংগ্রহের পর সেগুলিকে প্রথমে শুকনো করা হয়। পরে তাতে পছন্দমত রঙ করে বাজারজাত করা হয়। এক একটি জটার পিছনে ২ টাকা থেকে শুরু করে ৪ টাকা পর্যন্ত খরচ পড়ে।
কিন্তু এগুলি তৈরি হয়ে গেলে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করা যায়। সুন্দরবন এলাকায় সবেদা গাছ রয়েছে প্রচুর। সবেদা ফল হিসাবে খাওয়া হয়।
কিন্তু এগুলি তৈরি হয়ে গেলে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করা যায়। সুন্দরবন এলাকায় সবেদা গাছ রয়েছে প্রচুর। সবেদা ফল হিসাবে খাওয়া হয়।
ফলে এই ফল বিক্রি করে ভালই লাভ হয়।এবার সেই ফলের সঙ্গে জটা বিক্রি করে আরও উপরিলাভ করতে পারেন আপনি। এরজন্য আপনার কোনওখরচ হবেনা। শুধু বসাতে হবে একটি সবেদা গাছ।
ফলে এই ফল বিক্রি করে ভালই লাভ হয়।এবার সেই ফলের সঙ্গে জটা বিক্রি করে আরও উপরিলাভ করতে পারেন আপনি। এরজন্য আপনার কোনওখরচ হবেনা। শুধু বসাতে হবে একটি সবেদা গাছ।