Women Safety: পুজোর কেনাকাটার সময় ইভটিজিং, ছিনতাই! নারী সুরক্ষার জন্য চালু বিশেষ ‘পিঙ্ক ভ্যান’

বারাসাত: নারীদের সুরক্ষা আরও জোরদার করতে বারাসাত জেলা পুলিশ পথে নামাল পিঙ্ক ভ্যান। ইভটিজিং রুখতে এবং মহিলাদের নিরাপত্তাকে গুরুত্ব দিয়েই এই বিশেষ পদক্ষেপ।

রাজ্যে নারী সুরক্ষা নিয়ে যে প্রতিবাদের ঝড় উঠেছে, সেই ঘটনার ঘটনার পর পুলিশ আরও বেশি সক্রিয় হয়েছে। মহিলাদের নিরাপত্তার উদ্দেশ্যে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পিঙ্ক মোবাইল ভ্যানের উদ্বোধন করলেন পুলিশ সুপার। পুজোর সময় মহিলারা কেনাকাটার ইভটিজিং এবং ছিনতাইয়ের মতো ঘটনার শিকার হন। এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়, সেই কারণেই এই পিঙ্ক মোবাইল ভ্যানের ব্যবস্থা চালু করলেন বলে জানিয়েছেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া।

আরও পড়ুন: পুজোর উচ্ছ্বাস নয়! জলযন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার দিন গুনছে খানাকুলের মানুষ

আরও পড়ুন: বন্যা দুর্গত এলাকায় বাড়ছে সাপের উপদ্রব, উৎকণ্ঠায় সাধারন মানুষ

মূলত বারাসাত, হাবরা এবং দেগঙ্গা, তিনটি সাবডিভিশনেই এই পিঙ্ক মোবাইল ভ্যান থাকবে। মহিলা উইনার্সরা ই বাইক নিয়ে মহিলাদের নিরাপত্তার জন্য সদা জাগ্রত থাকবে। প্রাথমিক ভাবে পুজোর আগে পর্যন্ত সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই পিঙ্ক মোবাইল ভ্যানের মহিলারা কর্মরত থাকবেন।

জিয়াউল আলম