কেমন আছেন অনুব্রত?

Anubrata Mondal News: একেবারে যেন ‘অন্য’ অনুব্রত! জেলে কী এমন ঘটেছে, অনুব্রত মণ্ডলের এই খবর শুনে চমকে যাবেন

দু’বছর আগে অগাস্ট মাসেই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বোলপুরের নিচুপট্টির বাসিন্দার এরপর ঠিকানা হয় আসানসোল জেল। সেখান থেকে ইডি তৃণমূল নেতাকে হেফাজতে নেয়। তারপর তিহাড় জেলে বন্দি ছিলেন বীরভূমের বেতাজ বাদশা।
দু’বছর আগে অগাস্ট মাসেই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বোলপুরের নিচুপট্টির বাসিন্দার এরপর ঠিকানা হয় আসানসোল জেল। সেখান থেকে ইডি তৃণমূল নেতাকে হেফাজতে নেয়। তারপর তিহাড় জেলে বন্দি ছিলেন বীরভূমের বেতাজ বাদশা।
অবশেষে জামিনে মুক্ত হয়ে নিজের জায়গায় ফিরতে চলেছেন অনুব্রত। কিন্তু এই অনুব্রত যেন আগের অনুব্রত নন। তিহাড়ে তিনি পাল্টে গিয়েছেন অনেকটাই।
অবশেষে জামিনে মুক্ত হয়ে নিজের জায়গায় ফিরতে চলেছেন অনুব্রত। কিন্তু এই অনুব্রত যেন আগের অনুব্রত নন। তিহাড়ে তিনি পাল্টে গিয়েছেন অনেকটাই।
আসলে ওজন কমিয়ে, রোগ সারিয়ে ফিরছেন তৃণমূলের 'বাঘ'। তিহাড় জেলে ৩০ কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের। প্রায় নির্মূল হয়েছে পুরনো রোগগুলিও। জেলের হাসপাতাল এবং দিল্লির নামী বেশ কয়েকটি হাসপাতালে নিয়মিত চিকিৎসা চলেছে অনুব্রতর।
আসলে ওজন কমিয়ে, রোগ সারিয়ে ফিরছেন তৃণমূলের ‘বাঘ’। তিহাড় জেলে ৩০ কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের। প্রায় নির্মূল হয়েছে পুরনো রোগগুলিও। জেলের হাসপাতাল এবং দিল্লির নামী বেশ কয়েকটি হাসপাতালে নিয়মিত চিকিৎসা চলেছে অনুব্রতর।
গত ১৮ মাস ধরে তিহাড় জেলে বন্দী রয়েছেন অনুব্রত। গতবছর ৮ মার্চ,‌ দোল উৎসবের দিন অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়েছিল ইডি। এরপর দেশের রাজধানীতে মাঝরাতে বিচারকের বাড়িতেই বিচারের আসর বসেছিল।
গত ১৮ মাস ধরে তিহাড় জেলে বন্দী রয়েছেন অনুব্রত। গতবছর ৮ মার্চ,‌ দোল উৎসবের দিন অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়েছিল ইডি। এরপর দেশের রাজধানীতে মাঝরাতে বিচারকের বাড়িতেই বিচারের আসর বসেছিল।
তারপর তিহাড় জেল যাত্রা। সেখানে ক্রমশ শারীরিক অসুস্থতায় ভুগেছেন তিনি। আদালতে হাজিরা দেওয়ার সময় তাঁকে আনতে হয়েছে হুইলচেয়ারে। কয়েক মাস আগেও আদালত চত্বরে দৃশ্যত অশক্ত, অক্ষম সেই অনুব্রত মণ্ডল এখন অনেকটাই সুস্থ বলে জানাচ্ছেন তাঁর আইনজীবীরা।
তারপর তিহাড় জেল যাত্রা। সেখানে ক্রমশ শারীরিক অসুস্থতায় ভুগেছেন তিনি। আদালতে হাজিরা দেওয়ার সময় তাঁকে আনতে হয়েছে হুইলচেয়ারে। কয়েক মাস আগেও আদালত চত্বরে দৃশ্যত অশক্ত, অক্ষম সেই অনুব্রত মণ্ডল এখন অনেকটাই সুস্থ বলে জানাচ্ছেন তাঁর আইনজীবীরা।
তিহাড় জেল সূত্রের খবর, এই ১৮ মাসে প্রায় ৩০ কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের। নিয়মমাফিক চিকিৎসার কারণে বেশ কয়েকটি ছোটখাটো অসুখ থেকে মুক্তি পেয়েছেন তিনি।
তিহাড় জেল সূত্রের খবর, এই ১৮ মাসে প্রায় ৩০ কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের। নিয়মমাফিক চিকিৎসার কারণে বেশ কয়েকটি ছোটখাটো অসুখ থেকে মুক্তি পেয়েছেন তিনি।
তৃণমূলের হাইকমান্ড যাকে 'বাঘ' বলে থাকে, বীরভূমের সেই দাপুটে তৃণমূল নেতা প্রায় সব রোগ সারিয়ে সুস্থ হয়ে বীরভূমে ফিরতে চলেছেন। নিজের আইনজীবীদের অনুব্রত জানিয়েছেন, "জামিন যখন হয়ে গিয়েছে তখন আর এক মুহূর্ত জেলে থাকতে চাই না।"
তৃণমূলের হাইকমান্ড যাকে ‘বাঘ’ বলে থাকে, বীরভূমের সেই দাপুটে তৃণমূল নেতা প্রায় সব রোগ সারিয়ে সুস্থ হয়ে বীরভূমে ফিরতে চলেছেন। নিজের আইনজীবীদের অনুব্রত জানিয়েছেন, “জামিন যখন হয়ে গিয়েছে তখন আর এক মুহূর্ত জেলে থাকতে চাই না।”