জোয়ার কমতেই ট্রলার থেকে উদ্ধার একে একে ৮ মৎস্যজীবীর দেহ! নিখোঁজ এখনও ১

Missing Trawler: জোয়ার কমতেই ট্রলার থেকে উদ্ধার একে একে ৮ মৎস্যজীবীর দেহ! নিখোঁজ এখনও ১

কাকদ্বীপ: এফ বি গোবিন্দ ট্রলারটি থেকে উদ্ধার হল ৮ মৎস্যজীবীর দেহ! এখনও নিখোঁজ রয়েছেন ১ মৎস্যজীবী। চলছে তল্লাশি অভিযান। ঘটনা স্থলে উপস্থিত সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন- মা উড়ালপুলে ‘ঘুড়ির সুতো’র শিকার পুলিশ অফিসার! রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে

বঙ্গোপসাগরে টর্নেডোর রোষে উল্টে গিয়েছিল ট্রলার। কাকদ্বীপের কাছে ভয়াবহ সেই দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিলেন ৯ মৎস্যজীবী। সেই ট্রলারটির হদিশ মিলল রবিবার। উদ্ধার হওয়া ট্রলার টিকে নিয়ে আসা হয়েছিল লুথিয়ান দ্বীপের চড়ায়। ট্রলারে উপরের কেবিন থেকে দুই জনের দেহ উদ্ধার হয়েছিল আগেই। পড়ে পাওয়া গেল আরও ৬জনের দেহ।

আরও পড়ুন- জোড়া ঘূর্ণাবর্ত সক্রিয়! সোমবার থেকেই আবহাওয়ার ‘খেল’ শুরু! বুধবারের মধ্যে কী কী হবে দেখুন

সূত্রের খবর, কাকদ্বীপ থেকে ছেড়ে যাওয়া এফবি বাবা গোবিন্দ নামের ট্রলারটিতে ১৭ জন মৎস্যজীবী ছিলেন। এদের মধ্যে ৮ জন পাটাতনে ছিলেন। দুর্ঘটনার সময় সমুদ্রে ছিটকে পড়ে তাঁরা ভাসতে থাকেন। তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু মাঝি-সহ আরও ৯ মৎস্যজীবী কেবিনের মধ্যে ছিলেন। তাঁদের মধ্যেই খোঁজ মিলল ৮ জনের।

 অন্য দিকে, নদীর ঘাটে কান্নার রোল নিখোঁজ মৎস্যজীবীদের স্বজনদের। আজ সকাল থেকে নতুন করে উদ্ধার কার্য শুরু হয়েছে।

বিশ্বজিৎ হালদার