Howrah News: কোমর জলে হাবুডুবু জনজীবন! খাবার এবং পানীয় জলের জোগানে টান

আসছে মা, ভাসছে গাঁ। আটাত্তরের পর এতবড় বন্যা দেখল বাংলা। ডিভিসির ছাড়া জলে জলযন্ত্রণা। প্লাবন পরিস্থিতিতে খাবার ও পানীয় জলের জোগানে টান। গৃহবন্দি হাজার হাজার মানুষ। অনেকের ত্রাণ শিবিরে দিনগুজরান। বৃষ্টি কমলেও দুর্ভোগ চরমে।প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। দুর্গম এলাকায় ত্রাণ ও পুনর্বাসনে সমস্যা। প্লাবিত আমতার বিস্তীর্ণ এলাকা। কোমর জলে হাবুডুবু জনজীবন।