এ আই ইমেজ

Siliguri News: বেড়ানোর পরিকল্পনা? আন্তঃসীমান্ত পর্যটন বাড়ানোর লক্ষ্যে বিশেষ উৎসবের আয়োজন

শিলিগুড়ি: উত্তরবঙ্গ, নেপাল, ভুটান ,বাংলাদেশের আন্তঃসীমান্ত পর্যটনকে গুরুত্ব দিতে তিন দিনের ফেস্টিভ্যালের আয়োজন। আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর আয়োজিত হবে ‘কাঞ্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভাল ২০২৪। চলতি বছর এই উৎসবের ২৩তম বর্ষ। উৎসবে উত্তরবঙ্গ, ভুটান, সিকিম, নেপাল, বাংলাদেশের পর্যটনের নানা বিষয় তুলে ধরা হবে। পর্যটন ব্যবসায়ী রাজ বসু বলেন, “কাঞ্চনজঙ্ঘার রেঞ্জজুড়ে পর্যটনের বিরাট বিস্তার। বিশ্ব পর্যটন দিবসে আয়োজিত ওই ফেস্টিভ্যালে সেই বিষয়গুলি তুলে-
ধরা হবে।”

মাটিগাড়ার সিটি সেন্টারে তিনদিনব্যাপী এই উৎসব হবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। থাকবে ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। কাঞ্চনজঙ্ঘা ট্যুরিজম ফেস্টিভালে প্রথম দিনে সম্মানিত অতিথি হিসাবে থাকবেন রিকি কেজ, সঙ্গীত সুরকার এবং তিনবারের গ্র্যামি বিজয়ী। অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম (এসিটি) এর আহ্বায়ক রাজ বসু বলেন, “২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। উত্তরবঙ্গের সঙ্গে সীমান্তবর্তী দু’টি দেশের পর্যটন গন্তব্যগুলিকে তুলে ধরার জন্য আমরা ২৮ সেপ্টেম্বর নেপাল দিবস এবং ২৯ সেপ্টেম্বর ভুটান দিবস হিসেবে পালন করব।’

তিনি আরও বলেন, উৎসবের থিম  প্রদর্শনী, প্যানেল আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা-সহ ‘শান্তির জন্য পর্যটন’। সংস্থার ওয়েবসাইট ,www.acttribe.comচালু করতে রাজ বসুর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার পদ্মশ্রী বাইচুং ভুটিয়া । কী ভাবে স্পোর্টস ট্যুরিজমকে আরও জনপ্রিয় করে তোলা যায়, সেই বিষয়ে বক্তব্য রাখেন তিনি।

বাইচুং বলেন, উৎসবটি এই অঞ্চলের উন্নয়নে সাহায্য করবে। এটি ভুটান, নেপাল এবং বাংলাদেশের সঙ্গে সিকিম, দার্জিলিং এবং এর আশেপাশে পর্যটন গন্তব্য, স্থানীয় সংস্কৃতি, রন্ধনপ্রণালী এবং অন্যান্য আকর্ষণগুলিকে সকলের সামনে তুলে ধরতে সাহায্য করবে।

অনির্বাণ রায়