মুষলধারে ঝড়-বৃষ্টিতে ভাসবে চার জেলা, আগামী ২৪ ঘণ্টায় বাংলায় কী হবে?

বেজায় গরমে পুড়েছে উত্তরবঙ্গ… দক্ষিণে দু-এক পশলা বৃষ্টি… দেখুন ভিডিও

আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ এলাকা তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে। আরও ২৪ ঘণ্টা গরম এবং অস্বস্তি চলবে রাজ্যজুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।