নতুন তৈরি মেশিনের পাশে ইঞ্জিনিয়ার ম্যান

Bangla Video: বাঁশ কাটার এক অদ্ভুত মেশিন তৈরি করলেন ইঞ্জিনিয়ার ম্যান, দেখুন

কোচবিহার: গ্রাম্য এলাকার এক ব্যক্তির দীর্ঘ সময় ধরে এই ব্যক্তির কারিগরী বিদ্যার প্রতি নেশা। আর এই নেশাই এই ব্যক্তিকে সকলের কাছে পরিচিত করেছে ইঞ্জিনিয়ারিং ম্যান নামে। বর্তমান সময়ে এই ব্যক্তির তৈরি বিভিন্ন আকর্ষণীয় যন্ত্রপাতি সকলের মনে আকর্ষণ করে। এবার তিনি এক নতুন যন্ত্র তৈরি করেছেন সকলের সুবিধার জন্য। গ্রাম্য এলাকায় আজও বাঁশের তৈরি বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়। এর জন্য বাঁশকে বিভিন্নভাবে কাটার প্রয়োজন পড়ে। আর বাঁশকে পাতলা করে কাটার জন্য এই যন্ত্র তৈরি করেছেন তিনি।

আরও পড়ুন: সম্প্রীতি উড়ালপুলে স্পিড বার, গতিতে রাশ টানতে ব্যবস্থা প্রশাসনের

ইঞ্জিনিয়ারম্যান আহম্মেদ হোসেন জানান, গ্রাম এবং শহরে বিভিন্ন বাড়িতে বাঁশের বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়। এই জিনিসগুলি তৈরি করতে বাঁশ কাটতে হয় অনেকটা সময় ধরে। সময় লাগে অনেকটাই বেশি। এবং কিছু ক্ষেত্রে শ্রমিকও পাওয়া যায় না। তাই তিনি এই নতুন মেশিন তৈরি করেছেন। এই মেশিনের মধ্যে খুব সহজেই বাঁশ কেটে পাতলা ফালি তৈরি করা যাবে। যেখানে শ্রমিকের মাধ্যমে অনেকটা বেশি সময় স্বল্প কাজ করা সম্ভবত। সেখানে এই মেশিনের মাধ্যমে আরেকটা বেশি কাজ স্বল্প সময় করা যাবে।

তিনি আরও জানান, এই মেশিনটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে একটি ইলেকট্রিক মোটর, একটি চেন, একটি পুলি বেল্ট, আর কিছু ছোট ছোট যন্ত্রাংশ। মেশিনের বডি বানানো হয়েছে লোহার পাত দিয়ে। সব মিলিয়ে এই মেশিনটি তৈরি করতে খরচ পড়েছে চল্লিশ হাজারের মতন। তবে এই মেশিনটি বেশ অনেকটাই কার্যকর বলে জানাচ্ছেন তিনি। এই মেশিন তৈরি করার পরেই বেশ কিছু অর্ডার আসতে শুরু করেছে তাঁর কাছে। তবে এই মেশিনের মধ্যে আরও কিছু উন্নত করা সম্ভব কিনা সেই বিষয়ে ইতিমধ্যেই চিন্তা শুরু করেছেন তিনি।

দিনের পর দিন যেভাবে দক্ষ শ্রমিকের সংখ্যা কমে আসছে বাজার থেকে। সেই পরিস্থিতি মোকাবেলা করতে এই যন্ত্র অনেকটাই সহায়তা করবে বহু মানুষের। যে সমস্ত মানুষেরা বাঁশের বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রি করেন। তাঁদের ক্ষেত্রে কাজ অনেকটাই সহজ করে দেবে এই যন্ত্র।

সার্থক পন্ডিত