হাইকোর্টের বড় নির্দেশ

Calcutta High Court: জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ, হাইকোর্টের নির্দেশে তুমুল শোরগোল

সেবক দেবশর্মা, মালদহ: মালদহ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতিকে গ্রেফতারের নির্দেশ। গ্রেফতার করে উচ্চ আদালতের হাজির করার নির্দেশ মালদহ থানার পুলিশকে। সংসদ সভাপতি বাসন্তী বর্মনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কলকাতা হাইকোর্টের।

আগামী ২৬ সেপ্টেম্বর সংসদ সভাপতিকে উচ্চ আদালতে হাজির করানোর নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আদালত অবমাননার ঘটনায় গ্রেফতারের নির্দেশ। নির্দেশ আসার পরেই হইচই প্রশাসনিক মহলে। যদিও টেলিফোনে সংসদ সভাপতি জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করার জন্য আজই কলকাতায় গিয়েছেন। এখনই উচ্চ আদালতের নির্দেশ সংক্রান্ত বিষয়ে কিছু বলতে চাননি তিনি।

আরও পড়ুন: সন্দীপের মোবাইলে এমন কী লুকোনো আছে! সিবিআইয়ের বিস্ফোরক দাবি, আরজি কর কাণ্ডে নয়া মোড়

উচ্চ আদালতের নির্দেশিকা মিলেছে। গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ জানিয়েছেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। জানা গিয়েছে, এক প্রাথমিক স্কুল শিক্ষিকা বকেয়া প্রাপ্তির বিষয়ে মামলা করেন। সেই মামলায় এর আগে একাধিকবার মালদহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে স্বশরীরে অথবা ভার্চুয়াল ব্যবস্থায় হাজিরা দিতে নির্দেশ দেয় উচ্চ আদালত। কিন্তু, সেই আদেশ অমান্য করেন তিনি। এরপরেই কড়া নির্দেশ বিচারপতির।