এ হেন রিয়া এবার কোমর বাঁধছেন মিস ইউনিভার্স ২০২৪-এর খেতাব জয়ের জন্য, যা মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে। টেডএক্স-এ তাঁর বক্তব্য অনেকেরই মন কেড়েছে, মিস ইউনিভার্স ২০২৪-এও তিনি নজর কাড়ুন এই সকলের আশা! বাকিটা এবার নিয়তি আর রিয়ার লড়াইয়ের হাতে!

Miss Universe India 2024: মাত্র ১৯ বছর বয়সেই হারিয়েছেন ৫১ জন প্রতিযোগিনীকে, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর মুকুট মাথায় রিয়া সিঙ্ঘার নাম এখন মুখে মুখে

"ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে"? অন্তত তেমনটাই দাবি খ্যাতনামা অভিনেত্রী এবং ডাকসাইটে সৌন্দর্য প্রতিযোগিতা বিজয়িনী ঊর্বশী রাউতেলার। হবে না-ই বা কেন! যে মেয়ে মাত্র ১৯ বছর বয়সে ৫১ জন প্রতিযোগিনীকে হারানোর ক্ষমতা ধরেন, তাঁর উপরে বাজি তো ফেলাই যায়! সাফ বলছেন রাউতেলা, তাঁর আশা রিয়া সিঙ্ঘা মিস ইউনিভার্স ২০২৪-এর মুকুট মেক্সিকো থেকে ছিনিয়ে আনবেন।
“ভারত আবার জগত-সভায় শ্রেষ্ঠ আসন লবে”? অন্তত তেমনটাই দাবি খ্যাতনামা অভিনেত্রী এবং ডাকসাইটে সৌন্দর্য প্রতিযোগিতা বিজয়িনী ঊর্বশী রাউতেলার। হবে না-ই বা কেন! যে মেয়ে মাত্র ১৯ বছর বয়সে ৫১ জন প্রতিযোগিনীকে হারানোর ক্ষমতা ধরেন, তাঁর উপরে বাজি তো ফেলাই যায়! সাফ বলছেন রাউতেলা, তাঁর আশা রিয়া সিঙ্ঘা মিস ইউনিভার্স ২০২৪-এর মুকুট মেক্সিকো থেকে ছিনিয়ে আনবেন।
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪। সেখানেই বিজয়িনীর শিরোপা পেয়েছেন গুজরাতের রিয়া সিঙ্ঘা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রানার-আপ হিসেবে নাম রয়েছে যথাক্রমে প্রাঞ্জল প্রিয়া, ছবি বর্গ, সুস্মিতা রায় এবং রাফুজানো হুইসোর।
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪। সেখানেই বিজয়িনীর শিরোপা পেয়েছেন গুজরাতের রিয়া সিঙ্ঘা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রানার-আপ হিসেবে নাম রয়েছে যথাক্রমে প্রাঞ্জল প্রিয়া, ছবি বর্গ, সুস্মিতা রায় এবং রাফুজানো হুইসোর।
৩৬ নম্বর প্রতিযোগিনী থেকে পয়লা নম্বরের বিজয়িনীর পথ পাড়ি দিয়ে বেশ আত্মবিশ্বাসী রিয়া। বলছেন, এই মুকুট জেতার জন্য কম মেহনত তিনি করেননি। ফলে, নিজেকে এর যোগ্য তিনি বলতেই পারেন।
৩৬ নম্বর প্রতিযোগিনী থেকে পয়লা নম্বরের বিজয়িনীর পথ পাড়ি দিয়ে বেশ আত্মবিশ্বাসী রিয়া। বলছেন, এই মুকুট জেতার জন্য কম মেহনত তিনি করেননি। ফলে, নিজেকে এর যোগ্য তিনি বলতেই পারেন।
প্রাক্তন বিজয়িনীদের অনুপ্রেরণার উৎস হিসেবে ধন্যবাদ জানিয়েছেন রিয়া। একই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিচারকমণ্ডলীর প্রতিও। সেখানে ঊর্বশী রাউতেলা ছাড়াও ছিলেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের ন্যাশনাল ডিরেক্টর নিখিল আনন্দ, ভিয়েতনামি তারকা গুয়েন কিন, ফ্যাশন ফটোগ্রাফার রিয়ান ফার্নান্ডেজ এবং উদ্যোগপতি রাজীব শ্রীবাস্তব।
প্রাক্তন বিজয়িনীদের অনুপ্রেরণার উৎস হিসেবে ধন্যবাদ জানিয়েছেন রিয়া। একই সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিচারকমণ্ডলীর প্রতিও। সেখানে ঊর্বশী রাউতেলা ছাড়াও ছিলেন মিস ইউনিভার্স অর্গানাইজেশনের ন্যাশনাল ডিরেক্টর নিখিল আনন্দ, ভিয়েতনামি তারকা গুয়েন কিন, ফ্যাশন ফটোগ্রাফার রিয়ান ফার্নান্ডেজ এবং উদ্যোগপতি রাজীব শ্রীবাস্তব।
বিজয়িনীর মুকুট জেতার লক্ষ্যে ১৬ বছর বয়স থেকেই ঘাম ঝরিয়েছেন রিয়া। নিজের জায়গা করেছেন মডেলিংয়ের জগতে। কলেজের অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে ফ্যাশন সরণিতে হাঁটতে। শিখেছেন অভিনয়, লাভ স্টোরিজ অফ ৯০জ নামের এক ছবির ক্ল্যাপবোর্ডও দেখা গিয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
বিজয়িনীর মুকুট জেতার লক্ষ্যে ১৬ বছর বয়স থেকেই ঘাম ঝরিয়েছেন রিয়া। নিজের জায়গা করেছেন মডেলিংয়ের জগতে। কলেজের অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে ফ্যাশন সরণিতে হাঁটতে। শিখেছেন অভিনয়, লাভ স্টোরিজ অফ ৯০জ নামের এক ছবির ক্ল্যাপবোর্ডও দেখা গিয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
এ হেন রিয়া এবার কোমর বাঁধছেন মিস ইউনিভার্স ২০২৪-এর খেতাব জয়ের জন্য, যা মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে। টেডএক্স-এ তাঁর বক্তব্য অনেকেরই মন কেড়েছে, মিস ইউনিভার্স ২০২৪-এও তিনি নজর কাড়ুন এই সকলের আশা! বাকিটা এবার নিয়তি আর রিয়ার লড়াইয়ের হাতে!
এ হেন রিয়া এবার কোমর বাঁধছেন মিস ইউনিভার্স ২০২৪-এর খেতাব জয়ের জন্য, যা মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে। টেডএক্স-এ তাঁর বক্তব্য অনেকেরই মন কেড়েছে, মিস ইউনিভার্স ২০২৪-এও তিনি নজর কাড়ুন এই সকলের আশা! বাকিটা এবার নিয়তি আর রিয়ার লড়াইয়ের হাতে!