Tag Archives: Miss Universe

মরুভূমিতে বসন্তের হাওয়া! প্রথা ভেঙে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার অংশ নেবেন সৌদির সুন্দরী, চিনে নিন রুমি আলকাহতানিকে

মরুভূমির বুকে বসন্তের হাওয়া! ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সৌদি আরবের সুন্দরী। ‘রক্ষণশীল দেশ’-এর ভাবমূর্তি ভাঙতে যুবরাজ মহম্মদ বিন সলমান আল সৌদের এই পদক্ষেপ। জানা গিয়েছে, সৌদি থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন ২৭ বছর বয়সী মডেল এবং ইনফ্লুয়েন্সার রুমি আলকাহতানি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি নিজেই জানিয়েছেন এই খবর। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৌদি থেকে তিনিই প্রথম অংশ নিচ্ছেন। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
মরুভূমির বুকে বসন্তের হাওয়া! ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সৌদি আরবের সুন্দরী। ‘রক্ষণশীল দেশ’-এর ভাবমূর্তি ভাঙতে যুবরাজ মহম্মদ বিন সলমান আল সৌদের এই পদক্ষেপ। জানা গিয়েছে, সৌদি থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন ২৭ বছর বয়সী মডেল এবং ইনফ্লুয়েন্সার রুমি আলকাহতানি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি নিজেই জানিয়েছেন এই খবর। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৌদি থেকে তিনিই প্রথম অংশ নিচ্ছেন। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
প্রসঙ্গত রুমি আলকাহতানি সৌদি আরবের রাজধানী রিয়াধের বাসিন্দা। যুবরাজ মহম্মদ বিন সলমনের শাসনে চিরাচরিত প্রথা ভেঙে আধুনিকতাকে বরণ করে নিচ্ছে সৌদি আরব। ইতিমধ্যেই বেশ কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে ঐতিহ্যগতভাবে এখনও কঠোর ধর্মীয় ও সামাজিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে আরব উপদ্বীপের বৃহত্তম দেশ। গত কয়েক বছরে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তনের সাক্ষীও হয়েছেন সৌদির মানুষ। মহিলাদের গাড়ি চালানোয় অনুমতি দেওয়া হয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া পাসপোর্টের জন্যও এখন আবেদন করতে পারেন তাঁরা। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
প্রসঙ্গত রুমি আলকাহতানি সৌদি আরবের রাজধানী রিয়াধের বাসিন্দা। যুবরাজ মহম্মদ বিন সলমনের শাসনে চিরাচরিত প্রথা ভেঙে আধুনিকতাকে বরণ করে নিচ্ছে সৌদি আরব। ইতিমধ্যেই বেশ কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে ঐতিহ্যগতভাবে এখনও কঠোর ধর্মীয় ও সামাজিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে আরব উপদ্বীপের বৃহত্তম দেশ। গত কয়েক বছরে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তনের সাক্ষীও হয়েছেন সৌদির মানুষ। মহিলাদের গাড়ি চালানোয় অনুমতি দেওয়া হয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া পাসপোর্টের জন্যও এখন আবেদন করতে পারেন তাঁরা। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
যুবরাজ মহম্মদ বিন সলমনের শাসনে চিরাচরিত প্রথা ভেঙে আধুনিকতাকে বরণ করে নিচ্ছে সৌদি আরব। ইতিমধ্যেই বেশ কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে ঐতিহ্যগতভাবে এখনও কঠোর ধর্মীয় ও সামাজিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে আরব উপদ্বীপের বৃহত্তম দেশ। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
যুবরাজ মহম্মদ বিন সলমনের শাসনে চিরাচরিত প্রথা ভেঙে আধুনিকতাকে বরণ করে নিচ্ছে সৌদি আরব। ইতিমধ্যেই বেশ কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে ঐতিহ্যগতভাবে এখনও কঠোর ধর্মীয় ও সামাজিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে আরব উপদ্বীপের বৃহত্তম দেশ। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
গত কয়েক বছরে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তনের সাক্ষীও হয়েছেন সৌদির মানুষ। মহিলাদের গাড়ি চালানোয় অনুমতি দেওয়া হয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া পাসপোর্টের জন্যও এখন আবেদন করতে পারেন তাঁরা। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
গত কয়েক বছরে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তনের সাক্ষীও হয়েছেন সৌদির মানুষ। মহিলাদের গাড়ি চালানোয় অনুমতি দেওয়া হয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া পাসপোর্টের জন্যও এখন আবেদন করতে পারেন তাঁরা। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
ভিশন ২০৩০-এর লক্ষ্যে এগোচ্ছে সৌদি আরব। ১৫০ মিলিয়নের বেশি পর্যটক টানার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তেল এবং সংশ্লিষ্ট ব্যবসা ছাড়াও রিয়েল এস্টেটেও ব্যাপক বিনিয়োগ করছে সে দেশের সরকার। ২০৩০ সালের মধ্যে ‘কিদ্দিয়া’ নামের একটি বিনোদন শহর গড়ে তোলার কাজও শুরু হয়েছে। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
ভিশন ২০৩০-এর লক্ষ্যে এগোচ্ছে সৌদি আরব। ১৫০ মিলিয়নের বেশি পর্যটক টানার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তেল এবং সংশ্লিষ্ট ব্যবসা ছাড়াও রিয়েল এস্টেটেও ব্যাপক বিনিয়োগ করছে সে দেশের সরকার। ২০৩০ সালের মধ্যে ‘কিদ্দিয়া’ নামের একটি বিনোদন শহর গড়ে তোলার কাজও শুরু হয়েছে। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
শুধু তাই নয়, সম্প্রতি বিশাল সঙ্গীত কনসার্টের আয়োজনও করেছিল সৌদি আরব। ২০৩৪ পুরুষদের ফিফা বিশ্বকাপ সৌদিতে আয়োজনের চেষ্টাও চালাচ্ছে তারা। রীতি পাল্টে অমুসলিম কূটনীতিকদের মদ বিক্রির অনুমতিও দেওয়া হয়েছে। তবে সৌদিতে এখনও পর্যন্ত খোলা বাজারে অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হয়নি। তবে কালোবাজারে রমরমিয়ে ব্যবসা চলে। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
শুধু তাই নয়, সম্প্রতি বিশাল সঙ্গীত কনসার্টের আয়োজনও করেছিল সৌদি আরব। ২০৩৪ পুরুষদের ফিফা বিশ্বকাপ সৌদিতে আয়োজনের চেষ্টাও চালাচ্ছে তারা। রীতি পাল্টে অমুসলিম কূটনীতিকদের মদ বিক্রির অনুমতিও দেওয়া হয়েছে। তবে সৌদিতে এখনও পর্যন্ত খোলা বাজারে অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হয়নি। তবে কালোবাজারে রমরমিয়ে ব্যবসা চলে। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
ভিশন ২০৩০-এর লক্ষ্যে এগোচ্ছে সৌদি আরব। ১৫০ মিলিয়নের বেশি পর্যটক টানার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তেল এবং সংশ্লিষ্ট ব্যবসা ছাড়াও রিয়েল এস্টেটেও ব্যাপক বিনিয়োগ করছে সে দেশের সরকার। ২০৩০ সালের মধ্যে ‘কিদ্দিয়া’ নামের একটি বিনোদন শহর গড়ে তোলার কাজও শুরু হয়েছে। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
ভিশন ২০৩০-এর লক্ষ্যে এগোচ্ছে সৌদি আরব। ১৫০ মিলিয়নের বেশি পর্যটক টানার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তেল এবং সংশ্লিষ্ট ব্যবসা ছাড়াও রিয়েল এস্টেটেও ব্যাপক বিনিয়োগ করছে সে দেশের সরকার। ২০৩০ সালের মধ্যে ‘কিদ্দিয়া’ নামের একটি বিনোদন শহর গড়ে তোলার কাজও শুরু হয়েছে। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
রিয়াধের দক্ষিণ-পশ্চিম অংশেই অধিকাংশ কূটনীতিক থাকেন। বিদেশি কর্মকর্তারা ঘাঁটি গাড়েন এই অঞ্চলে। সেখানেই অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। তবে এর জন্য কূটনীতিকদের ছাড়প্ত্র থাকতে হবে। পাশাপাশি অ্যালকোহল সেবনের সীমাও বেঁধে দিয়েছে সৌদি সরকার। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
রিয়াধের দক্ষিণ-পশ্চিম অংশেই অধিকাংশ কূটনীতিক থাকেন। বিদেশি কর্মকর্তারা ঘাঁটি গাড়েন এই অঞ্চলে। সেখানেই অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। তবে এর জন্য কূটনীতিকদের ছাড়প্ত্র থাকতে হবে। পাশাপাশি অ্যালকোহল সেবনের সীমাও বেঁধে দিয়েছে সৌদি সরকার। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram

Miss Universe 2021: ‘সব ভারতীয়র গর্ব হারনাজ…তোমার জন্য গর্বিত ’, ট্যুইট সুস্মিতা সেনের

মুম্বই: দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান। এই দীর্ঘ সময় পর আবার মিস ইউনিভার্সের মুকুট উঠল এক ভারতীয় কন্যার মাথায়। মিস ইউনিভার্সের খেতাব জিতলেন পঞ্জাবের হারনাজ সান্ধু (Harnaaz Sandhu)। প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন দক্ষিণ আফ্রিকার লালেলা সোয়ানে । ট্যুইট করে হারনাজকে অভিনন্দন জানান ভারতের প্রথম মিস ইউনিভার্স, বঙ্গতনয়া সুস্মিতা সেন ৷ তিনি লেখেন, ‘‘ হর হিন্দুস্তানি কী নাজ, হারনাজ…সো প্রাউড অফ ইউ ৷’’ অর্থাৎ সব ভারতীয়র গর্ব তুমি হারনাজ কউর সান্ধু… তোমার জন্য গর্বিত (Sushmita Sen Tweets for Harnaaz Sandhu) ৷’’

আরও পড়ুন-জিন্সে এই ছোট পকেটটি থাকে কেন ? কারণ জানেন না অনেকেই

২০০০ সালে লারা দত্তের মিস ইউনিভার্স খেতাব জয়ের ২১ বছর পরে আর এক ভারতীয় কন্যা পঞ্জাবের হারনাজ সান্ধু জয় করে নিয়েছেন মিস ইউনিভার্সের খেতাব। নিঃসন্দেহে আজ সমস্ত ভারতবাসীর কাছে এক বিশাল গর্বের দিন। ২১ বছর পরে আবার ব্রক্ষাণ্ড সুন্দরীর মঞ্চে দেশের মাথা উঁচু করে দিলেন এক ভারতীয় মেয়ে।

ইজরায়েলে এবার অনুষ্ঠিত হয়েছে ৭০-তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। সেখানেই পঞ্জাবের চণ্ডীগড়ের বাসিন্দা ২১ বছরের তরুণী হারনাজ সান্ধু উজ্জ্বল করেছেন ভারতের মুখ। সুস্মিতা সেন এবং লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসেবে সেরা বিশ্বসুন্দরীর মুকুট জয় করেছেন তিনি। মিস ইউনিভার্সের প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে সেই বিশেষ মুহূর্তের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে যে, ২০২১ সালের মিস ইউনিভার্সের নাম ঘোষণা করা হচ্ছে। সেই ভিডিও-র ক্যাপশনে লেখা রয়েছে, ‘মিস ইউনিভার্স ২০২১’-এর মুকুট উঠল ইন্ডিয়ার মাথায়।

ভারতীয় সুন্দরী হারনাজ সান্ধুর মাথায় মিস ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন হারনাজ। হিরে খচিত মিস ইউনিভার্সের মুকুট হরনাজ সান্ধুর সৌন্দর্যের মাত্রা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন-মেহেন্দি, মেক-আপ সব টিপটপ, প্রতি সপ্তাহে নববধূর সাজে দেখা যায় এই পাক মহিলাকে ! এর পিছনে কারণ কী ?

১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বসুন্দরীর খেতাব জিতে নিয়েছিলেন সুস্মিতা সেন। এর ৬ বছর পর লারা দত্তের মাথায় আবার উঠেছিল মিস ইউনিভার্সের মুকুট। এর পর থেকে ২১ বছর ধরে মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় খালি থেকেছে ভারতের ঝুলি। দীর্ঘ ২১ বছর পর আবার পঞ্জাবের মেয়ে হারনাজ সান্ধু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে দেশকে আবার বিশ্বের দরবারে স্থান করে দিল। ৭৯টি দেশের প্রতিযোগীকে পিছনে ফেলে দিয়ে ২০২১ সালের মিস ইউনিভার্সের মুকুট জয় করে নিলেন তিনি। মিস ইউনিভার্সের মঞ্চে আরও এক বার বিজয়ীর নাম ঘোষণা করার সময় উচ্চারিত হল ভারতবর্ষের নাম। আর মিস ইউনিভার্সের মঞ্চে বিজয়ী হিসেবে ভারতের নাম ঘোষণা হতেই মাতৃভাষাতেই চিৎকার করে ওঠেন হরনাজ– ‘ চক দে ফাট্টে ইন্ডিয়া’।