Durga Puja 2024: বারাসতের পুজোয় এবার রহস্য-রোমাঞ্চে ভরা রোমান সাম্রাজ্য, দেখুন ভিডিও

থিম পুজোয় কলকাতাকে টেক্কা দিতে কোমর বেঁধে  নেমেছে দক্ষিণ বারাসতের বালক সংঘ। প্রতিবছরের মত এবারও থিমের অভিনবত্ব এনে কলকাতাকে টেক্কা দিতে তৈরি এই পুজোর উদ্যোক্তারা। এ’বছরে তাদের থিম রহস্য রোমাঞ্চে ভরা রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। রোমান স্থাপত্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মণ্ডপে। এক ফ্রেমে থাকবে কলোসিয়াম থেকে অ্যাম্ফিথিয়েটার। আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ’বছর বালক সংঘের ৮১ বছরের পুজো। দেবী দুর্গার মূর্তি বানানো হয়েছে ১৬ ফুটের। পুজোর বাজেট প্রায় ১০ লক্ষ টাকা ছুঁইছুই। পুজো কমিটির কথায়, ” দুর্গাপুজো বাঙালির আবেগ। আনন্দ- হইহুল্লোড় করে কাটানো ক’টা দিন। এখন কলকাতার সঙ্গে জেলার পুজোগুলি-ও থিম-এ টেক্কা  দিচ্ছে।  দক্ষিণ বারাসতের বালক সংঘের পুজো এ’বছর ৮১ বছরে পড়ল।  রোমান স্থাপত্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মণ্ডপে। প্রায় তিন মাস ধরে অক্লান্ত পরিশ্রমের ফসল এই মণ্ডপের শিল্পকর্ম। ”