মমতার গড়ে দাঁড়িয়ে কী বলবেন সুকান্ত-শুভেন্দুরা?

West Bengal BJP: বিজেপির ‘কালীঘাট চলো’ কর্মসূচি, মমতার গড়ে দাঁড়িয়ে কী বলবেন সুকান্ত-শুভেন্দুরা? নজর রাজনৈতিক মহলের

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আরজি কর কাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। কলকাতা হাইকোর্টের অনুমতিতে আজ, বুধবার বিজেপির ‘কালীঘাট চলো’ কর্মসূচি। আরজি কর ইস্যুতে প্রকৃত অপরাধীদের শাস্তি চাই এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ, বুধবার হাজরাতে বঙ্গ পদ্ম শিবিরের সভা রয়েছে। ‌বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য নেতৃত্ব আজ, বুধবার হাজরা মোড়ের‌ সভায় উপস্থিত থাকবেন।‌ এছাড়াও লকেট চট্টোপাধ্যায়, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী-সহ অন্যান্য সাংগঠনিক নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরাও এদিনের কর্মসূচিতে অংশ নেবেন বলে বিজেপি সূত্রের খবর।

আরও পড়ুন– স্ব-মহিমায় ফিরবেন অনুব্রত মণ্ডল? ঘুরপাক খাচ্ছে একাধিক প্রশ্ন

আরজি করের তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুন কাণ্ডে বিচার চাই , এই দাবিতে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের ধরনা অবস্থান কর্মসূচির শেষ দিনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একগুচ্ছ আন্দোলন কর্মসূচির ঘোষণা করেন। ‌ সেই কর্মসূচির মধ্যে অন্যতম ছিল ‘কালীঘাট চলো’। কিন্তু বিজেপি নেতৃত্বের অভিযোগ, পুলিশের কাছে অনেক আগেই এ ব্যাপারে প্রয়োজনীয় অনুমতির আবেদন জানানো হলেও কলকাতা পুলিশ সেই আবেদনে সাড়া দেয়নি।‌’

আরও পড়ুন– তিরুপতি মন্দিরের লাড্ডু এবার থেকে তৈরি হবে নন্দিনী ঘি দিয়ে, বিতর্কের মাঝেই এই সিদ্ধান্ত

এরপরেই হাজরা মোড়ে রাজনৈতিক কর্মসূচি পালন করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বঙ্গ পদ্ম শিবির। শেষমেষ আদালত শর্তসাপেক্ষে হাজরা মোড়ে সভা করার অনুমতি দেয়। এরপর থেকেই জোর প্রস্তুতি শুরু করে দেয় রাজ্য বিজেপি। ‌ শাসক দল তৃণমূল কংগ্রেসের আঁতুড়ঘর তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির‌ অদূরে হাজরা মোড়ে‌ এর আগেও একাধিক রাজনৈতিক কর্মসূচি পালন করেছে রাজ্য বিজেপি।

মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলকে নিশানা করে হুংকার দিয়েছেন সুকান্ত- শুভেন্দুরা। আজ, বুধবার ফের সেই হাজরা মোড়ের সভা থেকে পদ্ম নেতাদের সুর যে সপ্তমে থাকবে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। আরজি করের ঘটনার পর থেকেই বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে চলেছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতারা।‌ স্বাস্থ্য দফতরের একাধিক দুর্নীতির অভিযোগে সুকান্ত, শুভেন্দু থেকে দিলীপ ঘোষরা ফাটিয়ে চলেছেন একের পর এক বোমাও।‌ ডাক দিয়েছেন আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার। ‌এই প্রেক্ষাপটে সোমবার হাজরার প্রতিবাদ সভা থেকে পদ্ম শিবিরের নেতারা কী বলেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ‌