সিবিআইয়ের কাছে সুশান্ত রায়

RG Kar Case-CBI: এবার আরজি কর কাণ্ডে আরও ‘গভীরে’ তদন্ত! সিবিআই-এর কাছে সুশান্ত রায়! কে এই চিকিৎসক?

কলকাতা: আরজি কর কাণ্ডের জেরে বারবার উঠে এসেছে তাঁর নাম। স্বাস্থ্য দফতরের নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এরইমধ্যে চর্চায় এসেছে ‘উত্তরবঙ্গ লবি’। সেই লবি কীভাবে স্বাস্থ্য ভবনের উপর ছড়ি ঘোরাচ্ছে? এ নিয়ে মুখ খুলছেন একের পর এক চিকিৎসক। আর সেই ‘উত্তরবঙ্গ লবির’ অন্যতম নিয়ন্ত্রক হিসেবে উঠে এসেছে চিকিৎসক সুশান্ত রায়ের নাম। সেই সূত্রেই এবার আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক সুশান্ত রায়কে তলব করল সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। অভিযোগ, আরজি করের ঘটনার দিন যে মেডিক্যাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল, তাতে সুশান্ত রায়ও ছিলেন।

সিবিআইয়ের ডাক পেয়ে বুধবারই সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছেন সুশান্ত রায়। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, আইএমএ-র শিলিগুড়ি শাখার বরখাস্ত সম্পাদকের বিরুদ্ধে থ্রেট কালচার-সহ তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় প্রমাণ লোপাটের চেষ্টার মতো একাধিক অভিযোগও রয়েছে। যদিও এর আগে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

আরও পড়ুন: দু’বছর ‘জেলের ভাত’, বাড়ি ফিরেই অনুব্রত মণ্ডলের পাতে পড়ল ‘সেই’ প্রিয় খাবার! কী খাবার জানেন?

আবার, এদিকে ফের সিবিআই দফতরে হাজিরা দিলেন আরজি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের অধ্যাপক চিকিৎসক অপূর্ব সরকার৷ আরজি কর হাসপাতালে নিহত মহিলা চিকিৎসকের ময়নাতদন্তকারী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি৷

প্রসঙ্গত, গত শনিবার সিবিআই দফতরে প্রথমবার হাজিরা দিয়ে বেরনোর সময়ই ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন অপূর্ব বিশ্বাস৷ তিনি দাবি করেছিলেন, ঘটনার দিন দ্রুত ময়নাতদন্তের জন্য চাপ দিয়ে রীতিমতো হুমকি দিয়েছিলেন নিহত চিকিৎসকের বাড়ির লোক হিসেবে পরিচয় দেওয়া কয়েকজন৷ এমন কি, ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়৷ এক প্রাক্তন কাউন্সিলরের কথাও উল্লেখ করেছিলেন ময়নাতদন্তকারী ওই চিকিৎসক৷