হুগলিতে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়৷

Rachana Banerjee: ‘কুইন্টাল, কুইন্টাল জল ছেড়েছে ডিভিসি’! কিউসেকের সঙ্গে গুলিয়ে ফেলে ফের বেফাঁস রচনা

সোমনাথ ঘোষ, বলাগড়: হুগলির বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে ফের আলটপকা মন্তব্য করে ফেললেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার হুগলির বলাগড়ের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যান স্থানীয় সাংসদ৷ সেখানেই ডিভিসি-কে নিশানা করতে গিয়ে ‘কুইন্টাল কুইন্টাল’ জল ছাড়ার অভিযোগ তোলেন৷ সম্ভবত কিউসকের সঙ্গে কুইন্টালকে গুলিয়ে ফেলেন হুগলির তৃণমূল সাংসদ৷

সোমবার বলাগড়ের চাঁদরা মিলনগড়, চর খয়রামারি সহ ভাঙন কবলিত এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন রচনা বন্দ্যোপাধ্যায়৷ এর পরই তিনি বলেন, ‘যা হয়েছে খুব খারাপ হয়েছে৷ মুখ্যমন্ত্রী যা বলেছেন তার পর আমাদের আর কিছু বলার নেই৷ সাধারণ মানুষ এরকম অবস্থার মধ্যে এসে পড়েছে৷ না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে৷ মানুষের বাড়ি ঘর কিচ্ছু নেই৷ সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন৷ ওনারা বলছেন জানিয়েই জল ছেড়েছে৷ সেটা সত্যি কি না, এই মুহূর্তে বলতে পারব না৷’

আরও পড়ুন: বিকাশরঞ্জন আর নয়, সুপ্রিম কোর্টে এবার নির্যাতিতার বাবা-মায়ের হয়ে সওয়াল করবেন কোন বিখ্যাত আইনজীবী?

তবে এই প্রথম নয়, হুগলিতে ভোট প্রচারের সময়ও রচনার করা একাধিক মন্তব্য সমাজমাধ্যমে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল৷ হুগলিতে শিল্পের অভাব নেই, তা বোঝাতে গিয়ে চারপাশে প্রচুর সংখ্যক চিমনি থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়ার উদাহরণ দিয়েছিলেন তৃণমূল প্রার্থী৷ ফের একবার আলটপকা মন্তব্য করে বসলেন তিনি৷

এ দিন সাংসদকে সামনে পেয়ে ঘিরে ধরে কার্যত বিক্ষোভ দেখান গ্রামবাসীরা৷ তাঁদের অভিযোগ, প্রতিশ্রুতি মিললেও বছরের পর বছর একই দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে তাদের৷ এ দিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ফেরার সময় ওল কচুও কেনেন তৃণমূল সাংসদ৷