পৃথিবীতে অনেক প্রাণীই আছে যারা তাদের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। তেমনি একটি প্রাণী হল এক বিশেষ প্রজাতি পিঁপড়ে।

General Knowledge: ৯৯% মানুষই জানেন না, কোন প্রাণী খাবার রঙের সঙ্গে নিজের রঙ বদলে ফেলে?

পৃথিবীতে অনেক প্রাণীই আছে যারা তাদের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। তেমনি একটি প্রাণী হল এক বিশেষ প্রজাতি পিঁপড়ে।
পৃথিবীতে অনেক প্রাণীই আছে যারা তাদের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। তেমনি একটি প্রাণী হল এক বিশেষ প্রজাতি পিঁপড়ে।
এই পিঁপড়ে খাবারের রঙের সঙ্গে নিজের রংও বদলে ফেলতে পারে। অর্থাৎ লাল রঙের কিছু খেলে এই পিঁপড়ের রং লাল হয়, নীল রঙের কিছু খেলে নীল হয়। Image: X/Next Step
এই পিঁপড়ে খাবারের রঙের সঙ্গে নিজের রংও বদলে ফেলতে পারে। অর্থাৎ লাল রঙের কিছু খেলে এই পিঁপড়ের রং লাল হয়, নীল রঙের কিছু খেলে নীল হয়। Image: X/Next Step
এই প্রজাতির পিঁপড়ের নাম ঘোস্ট এন্ট, বিজ্ঞানসম্মত নাম ট্যাপিনোমা মেলানোসেফালাম। পিপড়িটির গায়ের কিছুটা অংশ কালো, পেটের দিকটা এবং পা হালকা হলদে রংয়ের স্বচ্ছ হয়। X/The cosmic guardians
এই প্রজাতির পিঁপড়ের নাম ঘোস্ট এন্ট, বিজ্ঞানসম্মত নাম ট্যাপিনোমা মেলানোসেফালাম। পিপড়িটির গায়ের কিছুটা অংশ কালো, পেটের দিকটা এবং পা হালকা হলদে রংয়ের স্বচ্ছ হয়। X/The cosmic guardians
পিঁপড়ে সাধারণত মিষ্টি খেতে ভালোবাসে তাই এই ঘোস্ট অ্যান্ট যদি কোনও রঙিন দ্রবণ খেয়ে নেয় তাহলে এদের গায়ের অংশের রংও সেই দ্রবণের রঙের মতো হয়ে যায়। ঘোস্ট এন্টের কামড় দেওয়ার ঘটনা খুবই বিরল আর এদের হুল না থাকায় এই পিঁপড়ে কামড়ে তেমন ব্যথা বা জ্বালাও হয় না। X/Holder Paste Control

পিঁপড়ে সাধারণত মিষ্টি খেতে ভালোবাসে তাই এই ঘোস্ট অ্যান্ট যদি কোনও রঙিন দ্রবণ খেয়ে নেয় তাহলে এদের গায়ের অংশের রংও সেই দ্রবণের রঙের মতো হয়ে যায়। ঘোস্ট এন্টের কামড় দেওয়ার ঘটনা খুবই বিরল আর এদের হুল না থাকায় এই পিঁপড়ে কামড়ে তেমন ব্যথা বা জ্বালাও হয় না। X/Holder Paste Control
কিন্তু বিভিন্ন রংয়ের খাবারের সঙ্গে নিজের রং বদলে যাওয়ার ঘটনাটি বেশ আকর্ষণীয়। এই ধরনের পিঁপড়ের আদি বাসস্থান কোথায় তা নিয়ে বিভিন্ন মত রয়েছে তবে উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এই ধরনের পিঁপড়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। Image: X (Mohamed Babu)
কিন্তু বিভিন্ন রংয়ের খাবারের সঙ্গে নিজের রং বদলে যাওয়ার ঘটনাটি বেশ আকর্ষণীয়। এই ধরনের পিঁপড়ের আদি বাসস্থান কোথায় তা নিয়ে বিভিন্ন মত রয়েছে তবে উত্তর আমেরিকার বিভিন্ন দেশে এই ধরনের পিঁপড়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। Image: X (Mohamed Babu)