ফিরহাদ হাকিম (ফাইল ছবি)

Kolkata News: বৌবাজার মেট্রো বিপর্যয়ে ‘নিশ্চিহ্ন’ ২৩টি বাড়ির নকশায় অনুমোদন দিতে চলেছে পুরসভা

কলকাতা: বৌবাজার মেট্রো বিপর্যয়ের নিশ্চিহ্ন হওয়া ২৩টি বাড়ির নকশা অনুমোদন দিতে চলেছে কলকাতা পুরসভা। আগামী শুক্রবার মেয়র পরিষদ বৈঠক করে এই ২৩টি বাড়ির নকশার বিশেষ অনুমতি দেওয়া হবে এ কথা বুধবার জানান মেয়র ফিরহাদ হাকিম।

কেএমআরসিএল একটি সংস্থার মাধ্যমে নকশা তৈরি করে জমা করে। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও অনুমতি মিলছিল না। এদিন অধিবেশনে কাউন্সিলর বিশ্বরূপ দে প্রশ্ন তোলেন, মেট্রো বিপর্যয়ে ঘর হারা পরিবার কবে বাড়ি ফিরে পাবে? এই প্রশ্নের উত্তরেই মেয়র ফিরহাদ হাকিম এই তথ্য জানান।

আরও পড়ুন: ভারতের সবচেয়ে ‘দামি’ মিষ্টি কোনটি বলুন তো…? চমকে দেবে ‘নাম’, ১০০% গ্যারান্টি!

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির ফলে দুর্যোগ একাধিক জেলায়। রাজ্য জুড়ে এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সরকারি হিসেবে। এই অবস্থায় বন্যা দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছে কলকাতা পুরসভাও। দূর্গতদের সাহায্যার্থে এক মাসের বেতন(সাম্মানিক) দেবেন কলকাতা পুরসভার কাউন্সিলাররা। মেয়র, মেয়র পারিষদ-সহ সমস্ত কাউন্সিলররা এই সিদ্ধান্ত নিয়েছেন এক যোগে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তাঁরা এই আর্থিক সাহায্য দান করবেন। পুজোর মুখে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসার।