প্রতীকী ছবি

Viral: বাবা গো…! চা বাগানে ১০ ফুট লম্বা ওটা কী? পিলে চমকে গেল সবার…

রকি চৌধুরী, মেটেলি: শিশু শিক্ষা কেন্দ্রের পাশ থেকে উদ্ধার প্রায় ১০ ফুট লম্বা কিং কোবরা সাপ। ঘটবার পরেই তুমুল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি  সামসিং চা-বাগানের।

স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দারা এই কিং কোবরা সাপটিকে স্কুলের পাশে দেখতে পান। যা দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় বনদফতর ও পরিবেশ প্রেমীদের। পরিবেশপ্রেমীরা গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর সেই কিং কোবরা সাপটিকে উদ্ধার করে। সাপটি সুস্থ থাকায় তাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ভারতে ৩৫০টিরও বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় এবং এই সংখ্যাটি প্রতি বছর বাড়ছে। Pugdundeesafaris-এর একটি রিপোর্ট অনুসারে, ভারতে পাওয়া সাপের মধ্যে মাত্র ১৭% বিষাক্ত। সাপের কামড়ে প্রতিবছর বহু মানুষের মৃত্যু হয়। কালাচ, চন্দ্রবোড়া, কেউটে, গোখরো নানা ধরণের সাপের কামড়ে প্রভূত সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে থাকে এই দেশে। গ্রীষ্ম ও বর্ষায় এই মহা-চারের ভয়ে কাঁটা হয়ে থাকে গ্রামবাংলা।