স্বল্প মূল্যে সিল্ক থেকে সিফন 

Durga Puja 2024: সিল্ক থেকে শিফন, হ্যান্ডলুম! যা চাইবেন, পেয়ে যাবেন! শাড়ি দাম শুনলে অবাক হবেন

দক্ষিণ দিনাজপুর: বাঙালির উৎসব এলেই শাড়ির কদর বাড়ে কয়েক গুণ। সারা বছর যেমন খুশি পোশাক পরলেও এই সময় ১২ হাতের শাড়িতেই নিজেদের সাজিয়ে তুলতে চান মহিলারা। পুজোর পাঁচদিন সকাল-বিকেল পরতে পারেন সিল্ক, শিফন, কটন, হ্যান্ডলুম। তবে তা যে দামি হতেই হবে, তার কোনও মানে নেই। পকেটের দিকেও খেয়াল রাখতে হয়। কিন্তু যদি কম দামে মনের মতো শাড়ি মেলে? তা হলে তো সোনায় সোহাগা!

সাধারণ মানুষদের কথা চিন্তা ভাবনা করেই বালুরঘাটে পসরা সাজিয়েছে দোকানি। দাম মাত্র ২৫০ টাকা থেকে ৪৫০ টাকার মধ্যেই। শুধু তাই নয়, জানা গিয়েছে পুজো উপলক্ষে চলছে ২০ শতাংশ ছাড়।এখনও বহু মানুষের কাছে নামীদামি কোম্পানির জামাকাপড় কেনা  সাধ্যের বাইরে। তবে কি তাঁরা পুজোতে নতুন জামাকাপড় পরা হবে না?

তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই বিক্রেতা শৈলেন্দ্র শর্মা তাঁর সাধ্যের মধ্যে বিভিন্ন ডিজাইনের নজরকাড়া শাড়ি নিয়ে মধ্যপ্রদেশ থেকে হাজির হয়েছেন বালুরঘাটে। ইতিমধ্যেই বালুরঘাট শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দোকানটিতে বালুরঘাট শহরসহ বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেছে।

সুস্মিতা গোস্বামী