iPhone 15 Offers: ব্যাপক সস্তা আইফোন! ১৬ হাজার টাকার মধ্যেই iPhone 15, কীভাবে-কোথায় বিস্তারিত জানুন

iPhone 15 Offers: লঞ্চের পর থেকেই iPhone 15 কেনাকাটায় নানা রকমের ডিসকাউন্টের কথা এসেছে সামনে। তা বলে ১৬ হাজার টাকার মধ্যেই iPhone 15 পাওয়া যাবে, এ কথা শুনলে কেউ তা মানতে চাইবেন না। তবে অ্যামাজনের সাম্প্রতিক সেলে এই ডিলটাই কিন্তু তুরুপের তাস। জেনে নিন কীভাবে ডিলের ফায়দা লুটবেন
iPhone 15 Offers: লঞ্চের পর থেকেই iPhone 15 কেনাকাটায় নানা রকমের ডিসকাউন্টের কথা এসেছে সামনে। তা বলে ১৬ হাজার টাকার মধ্যেই iPhone 15 পাওয়া যাবে, এ কথা শুনলে কেউ তা মানতে চাইবেন না। তবে অ্যামাজনের সাম্প্রতিক সেলে এই ডিলটাই কিন্তু তুরুপের তাস। জেনে নিন কীভাবে ডিলের ফায়দা লুটবেন
অ্যামাজন বর্তমানে iPhone 15 ১৫ (১২৮ জিবি, কালো) অফার করছে মাত্র ১৫,৬৫০ টাকা ছাড় দিচ্ছে। যাঁরা এই মডেলের কিনতে চান তাঁদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ তো বটেই। তবে হ্যাঁ, একেবারে এমন অসামান্য মূল্যে iPhone 15 কিনতে এবং অ্যাপলের অত্যাধুনিক প্রযুক্তির উন্নত ফিচারগুলি উপভোগ করতে হলে অবশ্যই কেনাকাটা করার আগে অফারের শর্তাবলী সাবধানে পর্যালোচনা করতে হবে।
অ্যামাজন বর্তমানে iPhone 15 ১৫ (১২৮ জিবি, কালো) অফার করছে মাত্র ১৫,৬৫০ টাকা ছাড় দিচ্ছে। যাঁরা এই মডেলের কিনতে চান তাঁদের জন্য এটি একটি আকর্ষণীয় সুযোগ তো বটেই। তবে হ্যাঁ, একেবারে এমন অসামান্য মূল্যে iPhone 15 কিনতে এবং অ্যাপলের অত্যাধুনিক প্রযুক্তির উন্নত ফিচারগুলি উপভোগ করতে হলে অবশ্যই কেনাকাটা করার আগে অফারের শর্তাবলী সাবধানে পর্যালোচনা করতে হবে।
iPhone 15 অ্যামাজন সেল: এসবিআই ব্যাঙ্কের অফার এবং এক্সচেঞ্জ ডিল - অ্যাপল iPhone 15 বর্তমানে অ্যামাজনে মাত্র ৭৯,৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। বর্তমানে ১২% ডিসকাউন্টের পরে ৬৯,৯০০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।
iPhone 15 অ্যামাজন সেল: এসবিআই ব্যাঙ্কের অফার এবং এক্সচেঞ্জ ডিল – অ্যাপল iPhone 15 বর্তমানে অ্যামাজনে মাত্র ৭৯,৬০০ টাকায় পাওয়া যাচ্ছে। বর্তমানে ১২% ডিসকাউন্টের পরে ৬৯,৯০০ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা।
এর পর গ্রাহকরা তাঁদের পুরনো মোবাইল ফোন এক্সচেঞ্জ করে ৪৮,৭৫০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন, এই ভাবেই আইফোনের মূল্য প্রায় ২১,১৫০ টাকা পর্যন্ত কমে যাবে। এর সঙ্গে যদি এবার এসবিআই ক্রেডিট কার্ড ইএমআই মারফত কেনাকাটা করা হয়, ৫,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা। এই তিন ছাড় একসঙ্গে যোগ হলেই ১৫,৬৫০ টাকায় iPhone 15 হাতের মুঠোয়।
এর পর গ্রাহকরা তাঁদের পুরনো মোবাইল ফোন এক্সচেঞ্জ করে ৪৮,৭৫০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন, এই ভাবেই আইফোনের মূল্য প্রায় ২১,১৫০ টাকা পর্যন্ত কমে যাবে। এর সঙ্গে যদি এবার এসবিআই ক্রেডিট কার্ড ইএমআই মারফত কেনাকাটা করা হয়, ৫,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা। এই তিন ছাড় একসঙ্গে যোগ হলেই ১৫,৬৫০ টাকায় iPhone 15 হাতের মুঠোয়।
iPhone 15 স্পেসিফিকেশন এবং ফিচার একঝলকে - ডিসপ্লে এবং ডিজাইন: iPhone 15 -এ একটি ৬.১-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি গোলাপি, হলুদ, সবুজ, নীল এবং কালো রঙে পাওয়া যায়। অ্যাপল পূর্ববর্তী মডেলগুলির মতোই ডিজাইন ধরে রেখেছে, তবে ট্রাডিশনাল ডিজাইনের পরিবর্তে একটি ডায়নামিক আইল্যান্ড নচ দিয়েছে এখানে।
iPhone 15 স্পেসিফিকেশন এবং ফিচার একঝলকে – ডিসপ্লে এবং ডিজাইন: iPhone 15 -এ একটি ৬.১-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি গোলাপি, হলুদ, সবুজ, নীল এবং কালো রঙে পাওয়া যায়। অ্যাপল পূর্ববর্তী মডেলগুলির মতোই ডিজাইন ধরে রেখেছে, তবে ট্রাডিশনাল ডিজাইনের পরিবর্তে একটি ডায়নামিক আইল্যান্ড নচ দিয়েছে এখানে।
ক্যামেরা আপগ্রেড: এই মডেলটিতে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে যা দিনের আলোতে বা কম-আলোতে এবং ন্যাচারাল ফটোগ্রাফির ক্ষেত্রে চোখধাঁধানো ছবি তুলতে পারে।
ক্যামেরা আপগ্রেড: এই মডেলটিতে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে যা দিনের আলোতে বা কম-আলোতে এবং ন্যাচারাল ফটোগ্রাফির ক্ষেত্রে চোখধাঁধানো ছবি তুলতে পারে।
ব্যাটারি লাইফ: অ্যাপল দাবি করে যে iPhone 15-এ "অল ডে ব্যাটারি লাইফ"এর সুবিধে রয়েছে, যদিও ব্যবহারকারীদের মতে এটি গড়ে ৯ ঘন্টার কাছাকাছি ব্যাটারি লাইফ দেয়।
ব্যাটারি লাইফ: অ্যাপল দাবি করে যে iPhone 15-এ “অল ডে ব্যাটারি লাইফ”এর সুবিধে রয়েছে, যদিও ব্যবহারকারীদের মতে এটি গড়ে ৯ ঘন্টার কাছাকাছি ব্যাটারি লাইফ দেয়।
প্রসেসর: iPhone 15 A16 বায়োনিক চিপ দ্বারা চালিত, অ্যাপল আইফোন ১৪ এবং অ্যাপেল আইফোন ১৪ প্লাসে ব্যবহৃত A15 চিপের তুলনায় এটি আপগ্রেড করা হয়েছে।
প্রসেসর: iPhone 15 A16 বায়োনিক চিপ দ্বারা চালিত, অ্যাপল আইফোন ১৪ এবং অ্যাপেল আইফোন ১৪ প্লাসে ব্যবহৃত A15 চিপের তুলনায় এটি আপগ্রেড করা হয়েছে।
চার্জিং পোর্ট: উল্লেখযোগ্য ভাবে, iPhone 15-এ একটি USB Type-C চার্জিং পোর্ট রয়েছে। আগের মডেলগুলিতে লাইটনিং পোর্ট ছিল, ফলে এটি ইউজারের সুবিধা বাড়াবে বই কমাবে না।
চার্জিং পোর্ট: উল্লেখযোগ্য ভাবে, iPhone 15-এ একটি USB Type-C চার্জিং পোর্ট রয়েছে। আগের মডেলগুলিতে লাইটনিং পোর্ট ছিল, ফলে এটি ইউজারের সুবিধা বাড়াবে বই কমাবে না।