Tag Archives: iPhone 15

iPhone: বিপুল সস্তায় এবার পেয়ে যাবেন iPhone 15, কবে, কোথায় মিলবে দেখুন !

আইফোন প্রেমীদের জন্য সুখবর। সস্তায় মিলতে চলেছে iPhone 15। ফ্লিপকার্টে ২ মে থেকে শুরু হচ্ছে বিগ সেভিং ডে সেল। সেখানেই বিশাল ডিসকাউন্টে মিলবে অ্যাপলের iPhone 15। বেস ভ্যারিয়ান্ট পাওয়া যাবে মাত্র ৬৩,৯৯৯ টাকায়। শুধু তাই নয়, iPhone 14 Plus এবং iPhone 15 Plus মডেলেও মিলবে বিপুল ছাড়। ব্যাঙ্ক অফার এবং অতিরিক্ত ডিসকাউন্ট সহ এই দামে একমাত্র ফ্লিপকার্টের সেলেই মিলবে iPhone 15।
আইফোন প্রেমীদের জন্য সুখবর। সস্তায় মিলতে চলেছে iPhone 15। ফ্লিপকার্টে ২ মে থেকে শুরু হচ্ছে বিগ সেভিং ডে সেল। সেখানেই বিশাল ডিসকাউন্টে মিলবে অ্যাপলের iPhone 15। বেস ভ্যারিয়ান্ট পাওয়া যাবে মাত্র ৬৩,৯৯৯ টাকায়। শুধু তাই নয়, iPhone 14 Plus এবং iPhone 15 Plus মডেলেও মিলবে বিপুল ছাড়। ব্যাঙ্ক অফার এবং অতিরিক্ত ডিসকাউন্ট সহ এই দামে একমাত্র ফ্লিপকার্টের সেলেই মিলবে iPhone 15।
২০২৩ সালে বেসলাইন আইফোন হিসেবে বাজারে আসে iPhone 15। এতে রয়েছে USB-C পোর্ট, ডায়নামিক আইল্যান্ড, এবং A16 বায়োনিক প্রসেসর। দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। গত কয়েক মাসে iPhone 15-এর দাম কমেছে। আর ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে সর্বকালের কম দামে মিলবে iPhone 15। যাদের অতিরিক্ত স্টোরেজ স্পেস প্রয়োজন তাদের জন্য iPhone 15 256 GB এবং 512 GB ইন্টারনাল স্টোরেজও রয়েছে।
২০২৩ সালে বেসলাইন আইফোন হিসেবে বাজারে আসে iPhone 15। এতে রয়েছে USB-C পোর্ট, ডায়নামিক আইল্যান্ড, এবং A16 বায়োনিক প্রসেসর। দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। গত কয়েক মাসে iPhone 15-এর দাম কমেছে। আর ফ্লিপকার্টের বিগ সেভিং ডে সেলে সর্বকালের কম দামে মিলবে iPhone 15। যাদের অতিরিক্ত স্টোরেজ স্পেস প্রয়োজন তাদের জন্য iPhone 15 256 GB এবং 512 GB ইন্টারনাল স্টোরেজও রয়েছে।
iPhone 15 বর্তমানে অ্যামাজনে ৭০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে লঞ্চের সময়কার দামই দেখাচ্ছে। অন্যান্য প্ল্যাটফর্মে যে সব অফার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার তুলনায় ফ্লিপকার্টের দামই সবচেয়ে সস্তা। iPhone 15 বর্তমানে iOS 17-এ চলে। তবে কমপক্ষে আরও চারটি বড় iOS আপডেট করা যাবে।
iPhone 15 বর্তমানে অ্যামাজনে ৭০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে লঞ্চের সময়কার দামই দেখাচ্ছে। অন্যান্য প্ল্যাটফর্মে যে সব অফার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার তুলনায় ফ্লিপকার্টের দামই সবচেয়ে সস্তা। iPhone 15 বর্তমানে iOS 17-এ চলে। তবে কমপক্ষে আরও চারটি বড় iOS আপডেট করা যাবে।
iPhone 15-এ অন্যান্য অফার: ক্রোমা-তে iPhone 15 বর্তমানে ৭১,২৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক্সচেঞ্জ অফার হিসেবে ৬০,৫৯৬ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এই প্ল্যাটফর্মে। এছাড়া নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ফ্ল্যাট ৪ হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। বিজয় সেলসে iPhone 15 বিক্রি হচ্ছে ৭১,৪৯০ টাকায়। নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের প্রি-পেইড পেমেন্টে মিলছে ৪ হাজার টাকার ছাড়।
iPhone 15-এ অন্যান্য অফার: ক্রোমা-তে iPhone 15 বর্তমানে ৭১,২৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক্সচেঞ্জ অফার হিসেবে ৬০,৫৯৬ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে এই প্ল্যাটফর্মে। এছাড়া নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ফ্ল্যাট ৪ হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে। বিজয় সেলসে iPhone 15 বিক্রি হচ্ছে ৭১,৪৯০ টাকায়। নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের প্রি-পেইড পেমেন্টে মিলছে ৪ হাজার টাকার ছাড়।
নতুন আইফোন কিনতে চাইলে iPhone 15 ভাল বিকল্প। এর অনেকগুলো কারণ রয়েছে। বর্তমানে এটাই ইউএসবি-সি পোর্ট, ডায়নামিক আইল্যান্ড এবং 48 মেগা পিক্সলের ক্যামেরা-সহ সবচেয়ে সাশ্রয়ী আইফোন। শোনা যাচ্ছে, iPhone 16-এও iPhone 15-এর মতোই স্পেসিফিকেশন থাকবে। সেই দিক থেকে বিচার করলে iPhone 15 কেনাই লাভজনক।
নতুন আইফোন কিনতে চাইলে iPhone 15 ভাল বিকল্প। এর অনেকগুলো কারণ রয়েছে। বর্তমানে এটাই ইউএসবি-সি পোর্ট, ডায়নামিক আইল্যান্ড এবং 48 মেগা পিক্সলের ক্যামেরা-সহ সবচেয়ে সাশ্রয়ী আইফোন। শোনা যাচ্ছে, iPhone 16-এও iPhone 15-এর মতোই স্পেসিফিকেশন থাকবে। সেই দিক থেকে বিচার করলে iPhone 15 কেনাই লাভজনক।

ভ্যালেন্টাইনস ডে-র আগে iPhone 15-এ বড় ছাড়! বিরাট সস্তা! কীভাবে কিনবেন জানুন

iPhone 15: এই বছরের জানুয়ারিতে, Flipkart-এ বিভিন্ন ডিলের মাধ্যমে ৬৫,০০০ টাকার নিচে iPhone 15 ক্রয় একটি সেরা অফার ছিল। দুর্ভাগ্যবশত সেই স্কিম স্বল্পস্থায়ী ছিল, কারণ সেই দাম দ্রুত ৭০,০০০ টাকা হয়ে যায়, যা অনেককে হতাশ করেছিল। যাই হোক, ভ্যালেন্টাইনস ডে ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে Flipkart আবার সেই ডিভাইসটিকে ছাড়ের সঙ্গে উপলব্ধ করছে। মোবাইল বোনানজা সেলের অংশ হিসেবে, iPhone 15 মাত্র ৬৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এটির প্রাথমিক লঞ্চ ৭৯,৯০০ টাকার এমআরপি মূল্যের তুলনায়, এটি প্রায় ১৫,০০০ টাকার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে।

এক নজরে দেখে নেওয়া যাক Flipkart এর সেই সেরা ডিল –

ভ্যালেন্টাইনস ডে-র জন্য iPhone 15 ডিভাইসটি বর্তমানে কোনও অফার ছাড়াই ৬৫,৯৯৯ টাকার ফ্ল্যাট রেটে পাওয়া যাচ্ছে। iPhone 15-এর মডেলের ক্ষেত্রে বিবেচনা করলে, এটি একটি ভাল দাম। এখন বেশিরভাগ অনলাইন ডিলের মতোই, iPhone 15-এর ক্ষেত্রে গ্রাহকরা আরও সুবিধা গ্রহণ করতে পারবে। Flipkart-এ iPhone 15-এর উপরে ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ বিভিন্ন ক্রেডিট কার্ডের সুবিধাও পাওয়া যাবে। সুতরাং ভ্যালেন্টাইনস ডে-র জন্য সেরা উপহার হতে পারে iPhone 15। কারণ iPhone 15 এখন Flipkart-এ ৭৯,৯০০ টাকার বদলে পাওয়া যাবে ৬৩,৯৯৯ টাকায়।

আরও পড়ুন: ১০০ বছর পর বিরল যোগ! দোলের দিন চন্দ্র-গ্রহণ! এই তিন রাশির ভাগ্যে সোনা ফলবে!

কারও যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তাহলে তিনি নন-ইএমআই লেনদেনে ২,০০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারেন। উপরন্তু, কারও যদি একটি BOB কার্ড থাকে, তাহলে তিনি ১০% ছাড়ের সুবিধাও পেতে পারেন এবং একই অফার Citi ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। এই অফারগুলি প্রয়োগ করার পরে, iPhone 15-এর ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৬৩,৯৯৯ টাকা হতে পারে। সহজ কথায়, এটি ডিভাইসের জন্য একটি ন্যায্য মূল্য। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রে একই ডিভাইসের দামের চেয়েও সস্তা। সুতরাং iPhone 15 একটি সেরা ডিল হতে পারে।

কেউ যদি ৭০,০০০ টাকার নিচে একটি আইফোন চান, তাহলে সত্যি কথা বলতে iPhone 15 ছাড়া অন্য কোনও মডেল নেই। ফলে এটা সেরা অফার। এটি তার পূর্বসূরীদের তুলনায় কম দামে সেরা অফার হতে পারে। অন্য দিকে, আইফোন ১৪ প্লাসের মতো একটি বড় ডিভাইস পছন্দ না করলে, আইফোন ১৫ আগামী বছরের জন্য একটি দুর্দান্ত বিকল্প হওয়া উচিত।

সবচেয়ে সস্তায় মিলবে iPhone 15, দাম পড়বে মাত্র ৬৮,৯৯৯ টাকা, কীভাবে কিনবেন দেখুন

iPhone 15 কেনার ইচ্ছে? কিন্তু পকেটে অত রেস্ত নেই। তাতে কী হয়েছে! iPhone 15 কেনার এটাই সেরা সময়। ফ্লিপকার্ট নিয়ে এসেছে বিশাল ডিসকাউন্ট। সবচেয়ে সস্তায় মিলছে আইফোনের সর্বশেষ সংস্করণ। ফ্লিপকার্ট প্লাস ইউজাররা এখন iPhone 15 পেয়ে যাবেন মাত্র ৬৮,৯৯৯ টাকায়। অর্থাৎ প্রায় ১০,৯০১ টাকা ছাড়।
iPhone 15 কেনার ইচ্ছে? কিন্তু পকেটে অত রেস্ত নেই। তাতে কী হয়েছে! iPhone 15 কেনার এটাই সেরা সময়। ফ্লিপকার্ট নিয়ে এসেছে বিশাল ডিসকাউন্ট। সবচেয়ে সস্তায় মিলছে আইফোনের সর্বশেষ সংস্করণ। ফ্লিপকার্ট প্লাস ইউজাররা এখন iPhone 15 পেয়ে যাবেন মাত্র ৬৮,৯৯৯ টাকায়। অর্থাৎ প্রায় ১০,৯০১ টাকা ছাড়।
কীভাবে ৬৮,৯৯৯ টাকায় মিলবে iPhone 15? সে কথায় যাওয়ার আগে বলে রাখা ভাল, iPhone 15-এর মূল দাম ৭৯,৯০০ টাকা। ফ্লিপকার্টে এর দাম রাখা হয়েছে ৭২,৯৯৯ টাকা।
কীভাবে ৬৮,৯৯৯ টাকায় মিলবে iPhone 15? সে কথায় যাওয়ার আগে বলে রাখা ভাল, iPhone 15-এর মূল দাম ৭৯,৯০০ টাকা। ফ্লিপকার্টে এর দাম রাখা হয়েছে ৭২,৯৯৯ টাকা।
এখন ৪ হাজার ডিসকাউন্ট পেতে চাইলে এইচডিএফসি-র ক্রেডিট কার্ড দিয়ে চেক আউট করতে হবে। তাহলেই iPhone 15 পাওয়া যাবে ৬৮,৯৯৯ টাকায়। বলাবাহুল্য, গত সেপ্টেম্বরে iPhone 15 আসার পর এটাই সবচেয়ে সস্তা ডিল। ডায়নামিক আইল্যান্ড ফিচারের আইফোন কিনতে চাইলে এর থেকে ভাল বিকল্প আর কিছু নেই।
এখন ৪ হাজার ডিসকাউন্ট পেতে চাইলে এইচডিএফসি-র ক্রেডিট কার্ড দিয়ে চেক আউট করতে হবে। তাহলেই iPhone 15 পাওয়া যাবে ৬৮,৯৯৯ টাকায়। বলাবাহুল্য, গত সেপ্টেম্বরে iPhone 15 আসার পর এটাই সবচেয়ে সস্তা ডিল। ডায়নামিক আইল্যান্ড ফিচারের আইফোন কিনতে চাইলে এর থেকে ভাল বিকল্প আর কিছু নেই।
তবে হ্যাঁ, একটা সতর্কতা রয়েছে। এইচডিএফসি-র ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ৬৮,৯৯৯ টাকায় iPhone 15 কিনতে পারবেন শুধুমাত্র ফ্লিপকার্ট প্লাসের ইউজাররাই। নন-প্লাস ইউজারদের জন্য এর দাম ৭৪,৯৯৯ টাকা।
তবে হ্যাঁ, একটা সতর্কতা রয়েছে। এইচডিএফসি-র ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ৬৮,৯৯৯ টাকায় iPhone 15 কিনতে পারবেন শুধুমাত্র ফ্লিপকার্ট প্লাসের ইউজাররাই। নন-প্লাস ইউজারদের জন্য এর দাম ৭৪,৯৯৯ টাকা।
আগামী বছরগুলোতে বাজার কাঁপাবে iPhone 15। এমনটাই মনে করছেন টেক বিশেষজ্ঞরা। বিশেষ করে লেটেস্ট ভ্যানিলা আইফোন মডেল। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার মতো ফিচার। ২৪ মেগাপিক্সেলের স্টিল ফটো উঠবে। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরায় শ্যুট করা যাবে হাই কোয়ালিটির ৪কে ভিডিও। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একেবারে আদর্শ।
আগামী বছরগুলোতে বাজার কাঁপাবে iPhone 15। এমনটাই মনে করছেন টেক বিশেষজ্ঞরা। বিশেষ করে লেটেস্ট ভ্যানিলা আইফোন মডেল। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার মতো ফিচার। ২৪ মেগাপিক্সেলের স্টিল ফটো উঠবে। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরায় শ্যুট করা যাবে হাই কোয়ালিটির ৪কে ভিডিও। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একেবারে আদর্শ।
বলে রাখা ভাল, এই ডিসকাউন্ট iPhone 15-এর ১২৮ জিবি মডেলের জন্য। আরও স্টোরেজ চাইলে ২৫৬ জিবি মডেল কিনতে হবে। কিন্তু তাতে এই ছাড় মিলবে না। অবশ্য ফ্লিপকার্ট প্রজাতন্ত্র দিবসের সেল নিয়ে আসছে। সেল শুরু হবে ১৩ জানুয়ারি থেকে। এতে আরও সস্তায় আইফোন মিলতে পারে বলে আশা করছেন অনেকেই।
বলে রাখা ভাল, এই ডিসকাউন্ট iPhone 15-এর ১২৮ জিবি মডেলের জন্য। আরও স্টোরেজ চাইলে ২৫৬ জিবি মডেল কিনতে হবে। কিন্তু তাতে এই ছাড় মিলবে না। অবশ্য ফ্লিপকার্ট প্রজাতন্ত্র দিবসের সেল নিয়ে আসছে। সেল শুরু হবে ১৩ জানুয়ারি থেকে। এতে আরও সস্তায় আইফোন মিলতে পারে বলে আশা করছেন অনেকেই।
প্রসঙ্গত, ভারতেই iPhone 15-এর উৎপাদন শুরু হয়েছে। তামিলনাড়ুর শ্রীপেদামবুদুরের ফক্সকন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে iPhone 15। অ্যাপল সদস্যই আইফোন সিরিজের বেস মডেল তৈরি শুরু করেছে। তবে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন শুধু ভারতেই বিক্রি হবে না কি বিদেশেও রফতানি হবে, তা জানা যায়নি।
প্রসঙ্গত, ভারতেই iPhone 15-এর উৎপাদন শুরু হয়েছে। তামিলনাড়ুর শ্রীপেদামবুদুরের ফক্সকন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে iPhone 15। অ্যাপল সদস্যই আইফোন সিরিজের বেস মডেল তৈরি শুরু করেছে। তবে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন শুধু ভারতেই বিক্রি হবে না কি বিদেশেও রফতানি হবে, তা জানা যায়নি।