তৃণমূলের বড় পদক্ষেপ

TMC: বিজয়া সম্মিলনীতে বিরাট ‘সিদ্ধান্ত’ তৃণমূলের! কাদের জন্য আসছে ‘সুখবর’? পুজোর মুখেই বড় নির্দেশ!

কলকাতা: পুজোর মুখেই বড় পরিকল্পনা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। প্রত্যেক পুরসভায় জনপ্রতিনিধিদের সেই মতো নির্দেশ ও দিয়েছে দল। কী এই বিশেষ উদ্যোগ? সূত্রের খবর, এখনও পর্যন্ত যা জানা গিয়েছে আগামী দুর্গোৎসবের শেষে বিজয়া সম্মিলনীতে এবার দলীয় মনোবল ও উতসাহ বাড়াতে আরও উদ্যোগী শাসকদল।

প্রত্যেক অঞ্চলেই এবার বিজয়া সম্মিলনী উদযাপন করে দলের পুরনো কর্মীদের সংবর্ধনা দেবে তৃণমূল। প্রত্যেক পুরসভায় তৃণমূলের জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছে দল। বলা হয়েছে, দশমীর পর ১৭ থেকে ৩০ অক্টোবরের মধ্যে নিজ নিজ ওয়ার্ডে বিজয়া সম্মিলনীর আয়োজন করে দলের পুরনো কর্মীদের প্রাধান্য দিতে হবে।

আরও পড়ুন: আগামী তিনদিন…! ১৭ রাজ্যে ভারী-অতিভারী বৃষ্টি সতর্কতা! কী হতে চলেছে বাংলায়? আইএমডি-র বিরাট আপডেট!

এক্ষেত্রে তালিকায় বিশেষ করে তাঁদের বাছা হবে, যাঁরা প্রথমদিন থেকে দলের (TMC) সঙ্গে আছেন, বিপদে-আপদে দলের হয়ে ঝাঁপিয়ে পড়েছেন। ন্যূনতম ৫-১০ জন পুরনো, একনিষ্ঠ কর্মীদের সংবর্ধনা দেবেন প্রত্যেক পুর এলাকার পুর-প্রতিনিধিরা। এছাড়াও লোকসভা নির্বাচনে যাঁরা ভাল কাজ করেছেন, তাঁদেরও অনুষ্ঠানে সম্মানিত করা হবে।