হাতে আর মাত্র একটা সপ্তাহ। তারপর দুর্গোৎসবে মেতে উঠবেন সকলে। চারিদিকে উৎসবের মেজাজ, আলোর রোশনাই, কেনাকাটার ভিড় ইতিমধ্যেই চোখে পড়ছে। আর পুজোয় পেটপুজো না হলে কি চলে! তাই এলাহি আয়োজনে খানাপিনার ডালি সাজিয়েছে Tall Tales।

Durga Puja Maha Bhoj: দুর্গাপুজোয় জমিয়ে হোক পেটপুজো, শহরের এই রেস্তোরাঁয় কলকাতার মনোরম দৃশ্যের সাক্ষী থাকতে থাকতে খাঁটি বাঙালি খাবারের স্বাদ উপভোগ করুন

হাতে আর মাত্র একটা সপ্তাহ। তারপর দুর্গোৎসবে মেতে উঠবেন সকলে। চারিদিকে উৎসবের মেজাজ, আলোর রোশনাই, কেনাকাটার ভিড় ইতিমধ্যেই চোখে পড়ছে। আর পুজোয় পেটপুজো না হলে কি চলে! তাই এলাহি আয়োজনে খানাপিনার ডালি সাজিয়েছে Tall Tales।
হাতে আর মাত্র একটা সপ্তাহ। তারপর দুর্গোৎসবে মেতে উঠবেন সকলে। চারিদিকে উৎসবের মেজাজ, আলোর রোশনাই, কেনাকাটার ভিড় ইতিমধ্যেই চোখে পড়ছে। আর পুজোয় পেটপুজো না হলে কি চলে! তাই এলাহি আয়োজনে খানাপিনার ডালি সাজিয়েছে Tall Tales।
আসলে এই পুজোতেই এক বছর পার করছে Tall Tales। সেই কারণেই আরও জমজমাট এই আয়োজন। পুজোর পাঁচটা দিন দারুণ গানবাজনা-সহ অতিথিরা উপভোগ করতে পারবেন খাঁটি ভোজের স্বাদ। কী নেই তাতে!
আসলে এই পুজোতেই এক বছর পার করছে Tall Tales। সেই কারণেই আরও জমজমাট এই আয়োজন। পুজোর পাঁচটা দিন দারুণ গানবাজনা-সহ অতিথিরা উপভোগ করতে পারবেন খাঁটি ভোজের স্বাদ। কী নেই তাতে!
থাকতে চলেছে মুখরোচক চপ-কাটলেট কিংবা কবিরাজি থেকে শুরু করে জিভে জল আনা লুচি, মাংস, মাছ, চিংড়ি পোলাও আরও কত কী! আর শেষ পাতে কি মিষ্টি না হলে চলে। তাই সেখানেও থাকছে চমক। থাকবে দই, রাজভোগ, পাটিসাপটা এবং ভাপা সন্দেশ! এছাড়া এলাহি ককটেলের আয়োজনও থাকবে।
থাকতে চলেছে মুখরোচক চপ-কাটলেট কিংবা কবিরাজি থেকে শুরু করে জিভে জল আনা লুচি, মাংস, মাছ, চিংড়ি পোলাও আরও কত কী! আর শেষ পাতে কি মিষ্টি না হলে চলে। তাই সেখানেও থাকছে চমক। থাকবে দই, রাজভোগ, পাটিসাপটা এবং ভাপা সন্দেশ! এছাড়া এলাহি ককটেলের আয়োজনও থাকবে।
তবে এখানেই শেষ নয়, Tall Tales-এর এই ভূরিভোজের ডালিতে রাখা হয়েছে মজাদার পুজোর স্পেশাল থালি অফার। দু’জনের পেটপুজোর খরচ পড়বে মাত্র ১৯৯৯ টাকা। এমনকী আ লা কার্টেও এখানকার খাঁটি খাবারের স্বাদ আস্বাদন করতে পারবেন অতিথিরা। যা খরচেও হবে সাশ্রয়ী। এমনটাই জানালেন Tall Tales-এর কর্ণধার স্বাতী আগরওয়াল (Swati Agarwalla)।
তবে এখানেই শেষ নয়, Tall Tales-এর এই ভূরিভোজের ডালিতে রাখা হয়েছে মজাদার পুজোর স্পেশাল থালি অফার। দু’জনের পেটপুজোর খরচ পড়বে মাত্র ১৯৯৯ টাকা। এমনকী আ লা কার্টেও এখানকার খাঁটি খাবারের স্বাদ আস্বাদন করতে পারবেন অতিথিরা। যা খরচেও হবে সাশ্রয়ী। এমনটাই জানালেন Tall Tales-এর কর্ণধার স্বাতী আগরওয়াল (Swati Agarwalla)।
এখানে আরও এক অনন্য আকর্ষণ রয়েছে। কারণ Tall Tales-এ পেটপুজোর পাশাপাশি আট তলার সুবিশাল সুবিস্তৃত কাঁচের জানলা দিয়ে মহানগর কলকাতা এবং ভিক্টোরিয়ার স্কাইলাইনের মনোরম সৌন্দর্যও উপভোগ করতে পারবেন অতিথিরা। এত কিছু একসঙ্গে উপভোগ করতে গেলে চলে আসতেই হবে ৬, ক্যামাক স্ট্রিটের ফোর্ট নক্স বিল্ডিংয়ের আটতলায় Tall Tales-এ।
এখানে আরও এক অনন্য আকর্ষণ রয়েছে। কারণ Tall Tales-এ পেটপুজোর পাশাপাশি আট তলার সুবিশাল সুবিস্তৃত কাঁচের জানলা দিয়ে মহানগর কলকাতা এবং ভিক্টোরিয়ার স্কাইলাইনের মনোরম সৌন্দর্যও উপভোগ করতে পারবেন অতিথিরা। এত কিছু একসঙ্গে উপভোগ করতে গেলে চলে আসতেই হবে ৬, ক্যামাক স্ট্রিটের ফোর্ট নক্স বিল্ডিংয়ের আটতলায় Tall Tales-এ।
জনপ্রিয় শ্যেফ সৌমিক দাসের অসাধারণ রন্ধন শিল্পের দৌলতে পাতে আর কী কী থাকবে, সেটাই আরও একবার দেখে নেওয়া যাক। আ লা কার্ট মেন্যুতে থাকবে কলকাতা ভেজিটেবল চপ, মোচার কাটলেট, ফিশ কবিরাজি, গন্ধরাজ চিকেন, আলু পোস্ত, নারকেল দিয়ে ছোলার ডাল, মিক্সড ভেজিটেবল মুগ ডাল, ঝুরঝুরি আলু ভাজা, বেগুনি, ছানার মালাই কোফতা, বাসন্তী পোলাও, ভেজিটেবল পোলাও, মাংসের ডাকবাংলো, কলকাতার মাটন রেজালা, ডাব চিংড়ি মালাই কারি, দই কাতলা, ফুলকো লুচি, মিষ্টি দই, রাজভোগ এবং সন্দেশ।
জনপ্রিয় শ্যেফ সৌমিক দাসের অসাধারণ রন্ধন শিল্পের দৌলতে পাতে আর কী কী থাকবে, সেটাই আরও একবার দেখে নেওয়া যাক। আ লা কার্ট মেন্যুতে থাকবে কলকাতা ভেজিটেবল চপ, মোচার কাটলেট, ফিশ কবিরাজি, গন্ধরাজ চিকেন, আলু পোস্ত, নারকেল দিয়ে ছোলার ডাল, মিক্সড ভেজিটেবল মুগ ডাল, ঝুরঝুরি আলু ভাজা, বেগুনি, ছানার মালাই কোফতা, বাসন্তী পোলাও, ভেজিটেবল পোলাও, মাংসের ডাকবাংলো, কলকাতার মাটন রেজালা, ডাব চিংড়ি মালাই কারি, দই কাতলা, ফুলকো লুচি, মিষ্টি দই, রাজভোগ এবং সন্দেশ।
আর থালি মেন্যুও বেশ আকর্ষণীয়! ১৯৯৯ টাকার থালিতে রাখা হয়েছে ৩ ধরনের ভাজা, সোনামুগের ডাল, আলু পোস্ত, বেগুনি, ছানার মালাই কোফতা, ঘি সবজি ভাত অথবা বাসন্তী পোলাও, ডাব মালাই চিংড়ি, কষা মাংস, দই পোনা মাছ, ঠাকুরবাড়ির মুরগি, আমসত্ত্বের চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি দই, ভাপা সন্দেশ, কেশর রসগোল্লা, পাটিসাপটা।
আর থালি মেন্যুও বেশ আকর্ষণীয়! ১৯৯৯ টাকার থালিতে রাখা হয়েছে ৩ ধরনের ভাজা, সোনামুগের ডাল, আলু পোস্ত, বেগুনি, ছানার মালাই কোফতা, ঘি সবজি ভাত অথবা বাসন্তী পোলাও, ডাব মালাই চিংড়ি, কষা মাংস, দই পোনা মাছ, ঠাকুরবাড়ির মুরগি, আমসত্ত্বের চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি দই, ভাপা সন্দেশ, কেশর রসগোল্লা, পাটিসাপটা।
পুজোর মহাভোজ
পুজোর মহাভোজ