সুন্দরবনের স্কুলে  বিজ্ঞান ও অভিক্ষা 

North 24 Parganas News: পড়ুয়াদের বিজ্ঞানমনস্কতা বাড়াতে অভীক্ষা! বিশেষ উদ্যোগ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের

উত্তর ২৪ পরগনা: সুন্দরবন এলাকায় কিশোরদের বিজ্ঞান চেতনা, বিজ্ঞানমনস্কতা প্রসারের পাশাপাশি কুসংস্কার দূর করতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে সুন্দরবনের বিভিন্ন স্কুলে আয়োজিত হল বিজ্ঞান অভীক্ষা। উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকায় বিজ্ঞান মঞ্চের বিভিন্ন শাখার উদ্যোগে বসিরহাট মহকুমা জুড়ে কয়েক হাজার পরীক্ষার্থী বিজ্ঞান অভীক্ষায় অংশগ্রহণ করে।

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, মিনাখা-সহ বিভিন্ন এলাকার প্রায় ৩০ টি কেন্দ্রে বিজ্ঞান অভীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়। যার মধ্যে ইছামতি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে প্রায় ১৫টি বিজ্ঞান অভীক্ষা কেন্দ্রের আয়োজন করা হয়। মূলত সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকায় ছাত্র-ছাত্রীদের মধ্যে একদিকে যেমন বিজ্ঞানমনস্কতার অভাব, ঠিক তেমনই কুসংস্কারে জর্জরিত সমাজ জীবনও। সেই সমস্ত এলাকার কিশোর-কিশোরীদের মধ্যে বিজ্ঞান চেতনাকে জাগ্রত করতে এবং কুসংস্কারকে দূর করতে বিজ্ঞান মঞ্চের এই প্রয়াস বলে জানান উদ্যোক্তারা।

ছাত্র-ছাত্রীদের মনে বিজ্ঞান চেতনার উন্মেষ ঘটানো এবং কুসংস্কার দূরীকরণ করে তুলতে এই কর্মসূচি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের।

জুলফিকার মোল্লা