Tag Archives: North 24 Parganas news

North 24 Parganas News: বাংলার বাগদা,গলদা রফতানির আগে গুণগত মান পরীক্ষা বসিরহাটে

বসিরহাট: বাংলার বাগদা,গলদা রফতানির আগে গুণগত মান পরীক্ষা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার একটা বড় অংশজুড়ে মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ। এলাকায় কয়েক হাজার হেক্টর জায়গা জুড়ে মাছ চাষ হয়। বসিরহাট মহাকুমার বেশ কিছু অংশ সুন্দরবন এলাকায় মধ্যেও পড়ে। স্বাভাবিকভাবে উন্নত মাছ চাষের কদর বসিরহাটে প্রসিদ্ধ। এবার মাছ চাষের পদ্ধতি পরিদর্শনে ইউরোপ থেকে প্রতিনিধি দল বসিরহাটে।

আরও পড়ুন:  ফুল নয় এই গাছের পাতা থেকে আয় করতে পারবেন লাখ লাখ টাকা!

এলাকায় মূলত বাগদা, গলদা, ভেনামি চিংড়ি সহ একাধিক মাছ চাষে চাষীদের পদ্ধতিতে পরিদর্শনে আসেন ইউরোপ মহাদেশের রুমেনিয়া থেকে প্রতিনিধি দল। বসিরহাটের আন্দুলপোতা, হাড়োয়া সহ বিভিন্ন এলাকায় মাছ চাষের পদ্ধতি, বাস্তুতন্ত্রের ফাইটোপ্লাংটন, জুপ্লাংটন সহ মাছের গুণাগতমান পরখ করেন। পাশাপাশি মাছেদের খাদ্য, গতিবিধি, মাছ ধরার পদ্ধতি, সহ একাধিক বিষয়ে এলাকার মাছ চাষীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন:  গাড়ি ছেড়ে, পরিবেশ বান্ধব ই-সাইকেল চালিয়েই বিধাননগরে টহল দেবে পুলিশ! অভিনব উদ্যোগ

মূলত জেলায় উৎপাদিত মাছ বিদেশে রফতানি হলেও এর আগে চাষীদের বৈদেশিক ব্যবসায়িক প্রতিষ্ঠানদের সঙ্গে তেমন সরাসরি যোগাযোগ ছিল না। এবার রফতানিকৃত মাছের বৈদেশিক কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ মাছ চাষীদের। এর ফলে একদিকে যেমন মাছ চাষীদের চাষের প্রতি আগ্রহ বাড়বে, তেমনি বেশি পরিমাণে মাছের উৎপাদন বৃদ্ধি হবে বলে মনে করছেন এলাকার মাছ চাষিরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জুলফিকার মোল্যা

North 24 Parganas: গাড়ি ছেড়ে, পরিবেশ বান্ধব ই-সাইকেল চালিয়েই বিধাননগরে টহল দেবে পুলিশ! অভিনব উদ্যোগ

বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় এবার পুলিশকে দেখা যাবে ই-সাইকেলে টহল দিতে, অলিগলি হোক বা রাজপথ নজরদারির সুবিধার্থেই এমন উদ্যোগ
বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় এবার পুলিশকে দেখা যাবে ই-সাইকেলে টহল দিতে, অলিগলি হোক বা রাজপথ নজরদারির সুবিধার্থেই এমন উদ্যোগ
শহর ও পরিবেশ উভয়ের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে, বিধাননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় টহলদারির জন্য ব্যবহার করা হবে এই ই-সাইকেল
শহর ও পরিবেশ উভয়ের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে, বিধাননগর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় টহলদারির জন্য ব্যবহার করা হবে এই ই-সাইকেল
তবে এবার তথ্যপ্রযুক্তি নগরীর নানা জায়গায় ই-সাইকেল নিয়ে পেট্রোলিং এ দেখা যাবে বিধাননগর কমিশনারেট এলাকার পুলিশ ও সিভিকদের
তবে এবার তথ্যপ্রযুক্তি নগরীর নানা জায়গায় ই-সাইকেল নিয়ে পেট্রোলিং এ দেখা যাবে বিধাননগর কমিশনারেট এলাকার পুলিশ ও সিভিকদের
শহরের দূষণ কমাতে পরিবেশবান্ধব যানবাহনের ওপর জোর দিচ্ছে সরকার। পুলিশ-সহ বিভিন্ন সরকারি কাজে ব্যবহৃত যানবাহন পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই
শহরের দূষণ কমাতে পরিবেশবান্ধব যানবাহনের ওপর জোর দিচ্ছে সরকার। পুলিশ-সহ বিভিন্ন সরকারি কাজে ব্যবহৃত যানবাহন পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যেই
সাইকেলের সামনে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ লোগো লাগানো থাকবে। যাতে পথ চলতি মানুষ অতি সহজেই চিনে নিতে পারেন এই ই-সাইকেলে পেট্রোলিং করা পুলিশ কর্মীদের
সাইকেলের সামনে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ লোগো লাগানো থাকবে। যাতে পথ চলতি মানুষ অতি সহজেই চিনে নিতে পারেন এই ই-সাইকেলে পেট্রোলিং করা পুলিশ কর্মীদের
দেখতে সাধারণ সাইকেলের মতো হলেও কিন্তু চলবে ব্যাটারিতে। ফলে একদিকে যেমন কমবে খরচ, পাশাপাশি শারীরিক পরিশ্রমও অনেকটাই কম হবে এক্ষেত্রে। দীর্ঘ এলাকা ঘুরে নজরদারি চালানোর ক্ষেত্রেও মিলবে বাড়তি সুবিধা
দেখতে সাধারণ সাইকেলের মতো হলেও কিন্তু চলবে ব্যাটারিতে। ফলে একদিকে যেমন কমবে খরচ, পাশাপাশি শারীরিক পরিশ্রমও অনেকটাই কম হবে এক্ষেত্রে। দীর্ঘ এলাকা ঘুরে নজরদারি চালানোর ক্ষেত্রেও মিলবে বাড়তি সুবিধা
অত্যাধুনিক এই ই-সাইকেল ব্যবহারের ফলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে পুলিশ কর্মীদের। প্রয়োজনে ম্যানুয়ালিও চালানো যাবে এটি। ব্যাটারি একবার চার্জ দিলেই চলবে অনেকক্ষণ
অত্যাধুনিক এই ই-সাইকেল ব্যবহারের ফলে শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে পুলিশ কর্মীদের। প্রয়োজনে ম্যানুয়ালিও চালানো যাবে এটি। ব্যাটারি একবার চার্জ দিলেই চলবে অনেকক্ষণ

North 24 Parganas News: উধাও লক্ষ লক্ষ টাকা! স্মার্ট ক্লাস তহবিল ‘কেলেঙ্কারি’ নিয়ে মুখ খুললেন শান্তনু ঠাকুর

উত্তর ২৪ পরগনা: কোথায় গেল স্কুলের স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য ১০ লক্ষ টাকা! আর তা নিয়েই এখন জোর চর্চা বনগাঁ লোকসভা কেন্দ্রে। ওই কেন্দ্রের এবারের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সাংসদ তহবিল থেকে গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে শান্তনু ঠাকুর তার ইস্তাহারে প্রকাশ করেছেন। তবে সাংসদ তহবিলের কোন অর্থ স্কুলে দেওয়া হয়নি বলে দাবি করেছেন খাটুরা হাইস্কুলে প্রধান শিক্ষক। গোবডাঙায় দলীয় কর্মসূচিতে এসে একই অভিযোগ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত ব্রাত্য বসুও। যা নিয়ে তোলপাড় হয়েছে সামাজিক মাধ্যম।

এদিন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে শান্তনু ঠাকুর গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুলে প্রপোজাল পত্র সর্বসমক্ষে আনেন। তিনি বলেন, “স্কুল আমার কাছে আবেদন করেছিল আবেদনের ভিত্তিতে ডিএম এর কাছে আমার তহবিলের টাকার অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে। এই অনুমোদনে তারা কাজ করবেন না, এমন কোন ক্যান্সেলেশন পত্র আমাকে পাঠানো হয়নি। আমার অধিকার আছে অর্থ অনুমোদন হলে সেটাকে আমি লিখতে পারি।”

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

তৃণমূলের হার্মাদরা চাপ সৃষ্টি করে প্রধান শিক্ষককে দিয়ে এমন বলিয়েছেন বলেও অভিযোগ করেন। একইভাবে গাইঘাটার পাঁচপোতা একটি স্কুলেও এমনই অভিযোগ নিয়েও তৃণমূলের চাপে প্রধান শিক্ষক এমন বলছেন বলে দাবি করেছেন শান্তনু। সাংসদ তহবিলের ২৫ কোটি টাকা লুটপাট করেছেন শান্তনু ঠাকুর বলে দাবি করেন বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। এই অভিযোগ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দাসকে আক্রমণ করে বলেন “বেহায়া বিশ্বজিৎ দাস”।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

স্কুলের প্রধান শিক্ষক তুষার বিশ্বাস বলেছেন, “একটি স্মার্ট ক্লাসরুম নির্মাণের জন্য সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে কিছু মাস আগে এরকম একটি ইমেল বিজ্ঞপ্তি জারি হওয়া সত্ত্বেও, তহবিল এখনও আমাদের বিদ্যালয় পায়নি। ফলস্বরূপ, স্মার্ট ক্লাসরুম প্রকল্পটি অসম্পূর্ণ রয়ে গিয়েছে। “বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, “শান্তনু ঠাকুর সাংসদ থাকাকালীন ২৫ কোটি টাকা পেয়েছিলেন এবং তিনি এই টাকা লুটপাট করেছেন। গোবরডাঙ্গা এবং হরিণঘাটার স্কুলগুলিতে অর্থ দান করার ব্যাপারে তার দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে, এবং পাঁচপোতা নিয়েও একইরকম অসঙ্গতি দেখা দিয়েছে। আমরা এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। সব মিলিয়ে এখন স্কুলের স্মার্ট ক্লাস তৈরীর তহবিল ঠিক কোথায় আটকে তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা।

Rudra Narayan Roy

HS Result 2024: বিরাট কোহলির ভক্ত. উচ্চমাধ্যমিকে পঞ্চম! অঙ্ক নিয়ে গবেষণা করার ইচ্ছা সৌনকের

উত্তর ২৪ পরগনা: বরানগরের বাসিন্দা, বিরাট কোহলির ভক্ত এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করে রীতিমতো তাক লাগিয়ে দিল। আগামী দিনে অঙ্ক নিয়ে গবেষণা করার ইচ্ছে রয়েছে তার। কলকাতার স্কটিজ চার্চ স্কুলের কৃতি এই ছাত্রের নাম সৌনক কর। তার প্রাপ্ত নম্বর ৪৯২। নিজের এই সাফল্যের জন্য স্কুলের পাশাপাশি মা ও দিদির প্রেরণাকেই স্বীকৃতি দিচ্ছে সে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের পর কী বিষয় নিয়ে পড়বেন? আর চিন্তা নেই, রয়েছে ভবিষ্যৎ গড়ার দারুণ সুযোগ 

পড়াশোনার পাশাপাশি কোন বিষয়ে গভীরে জানতে ইন্টারনেটের সাহায্য নিতো সৌনক, জানালো নিজের মুখেই। পাশাপাশি, ক্রিকেট খেলা তার ভালোবাসার অন্য একটি জায়গা। তিনি বিরাট কোহলির ফ্যান। পড়াশুনার ফাঁকে অবসর সময়ে ক্রিকেট খেলা দেখেই আনন্দ নিত কৃতি এই ছাত্র। এলাকার ছেলের সাফল্যের কথা শুনেই বাড়িতে আসেন স্থানীয় জনপ্রতিনিধি বিশ্বজিৎ বর্ধন। মিষ্টি খাইয়ে বিশেষ অভিনন্দন জানান রাজ্যে পঞ্চম স্থান অধিকার করা এই কৃতি ছাত্রকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এলাকার ছেলের এমন সাফল্যে আজ খুশি প্রতিবেশী পরিবার সহ এলাকার মানুষজনও।
Rudra Narayan Roy

Lok Sabha Election 2024: আসবেন প্রধানমন্ত্রী! তার আগেই সৌজন্যের রাজনীতি দেখল ভাটপাড়ার এই মাঠ

উত্তর ২৪ পরগনা: জগদ্দল পেপার মিল ময়দানে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর সভার মাঠ ঘিরেই এখন যত কান্ড। তবে এবার সেই মাঠেই সৌজন্যের রাজনীতি দেখল ভাটপাড়া। ইতিমধ্যেই ভাটপাড়া পুরসভার তরফে মাঠ ট্রাক্টর দিয়ে খুঁড়ে দেবার অভিযোগ তোলে বিজেপি। তারপর তড়িঘড়ি মাঠ ঠিক করার কাজে নামে বিজেপির কর্মী সমর্থকরা। এদিন এসপিজির তরফ থেকেও মাঠ পরিদর্শন করা হয়। দেশের প্রধানমন্ত্রী আসছেন জেলায়, তাই প্রধানমন্ত্রীর সভার মাঠ দেখতে হাজির হয়েছিলেন জগদ্দল এর তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এর মধ্যে দিয়ে যেন সৌজন্যের রাজনীতি দেখল ব্যারাকপুর মহকুমার মানুষজন।

আরও পড়ুন: নজরে সন্দেশখালির রেখা পাত্র! কত সম্পত্তির মালিক তিনি? কতদূর পড়াশোনা? হলফনামার তথ্য

যদিও, জগদ্দলের বিধায়ক মাঠে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। তারা জগদ্দলের বিধায়কের উদ্দেশ্যে জয়শ্রী রাম স্লোগান দিতে থাকেন। সোমনাথ শ্যাম বলেন, মাঠে আসাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে, কারণ উনি আমাদের প্রধানমন্ত্রী। যতক্ষণ তিনি মঞ্চে না উঠছেন ততক্ষণ তিনি প্রধানমন্ত্রী। মঞ্চে উঠে বিজেপির বক্তা, সুতরাং মাঠে আসাটা আমরা কর্তব্যের মধ্যে পড়ে, তাই তিনি এই সভার মাঠ পরিদর্শনে এসেছেন বলেও জানান। পাশাপাশি এদিন মাঠ পরিদর্শন আসেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং ও। তিনি বলেন, খুঁড়ে দেওয়া মাঠটিকে মজদুর লাগিয়ে লেভেল করা হচ্ছে। কিন্তু পুরসভার তরফে কোনও সহযোগিতা করা হয়নি। উল্টে পুরসভা মাঠটি খুঁড়ে দিয়েছে। পেপার মিল কর্তৃপক্ষের মাঠ খুঁড়ে দেওয়া সত্ত্বেও, মিল কর্তৃপক্ষের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হল না।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে। প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে এখন কড়া নিরাপত্তায় মোড়া হচ্ছে গোটা এলাকা।

Rudra Narayan Roy

Summer Heat Fog: আচমকা কুয়াশায় ঢাকল চারিদিক, কী মারাত্মক দৃশ্য! অশোকনগরে অবাক কাণ্ড

উত্তর ২৪ পরগনা: গত কয়েক সপ্তাহ ধরে চলছে তীব্র তাপপ্রবাহ, দহন জ্বালায় জ্বলছে গোটা রাজ্যের পাশাপাশি জেলার মানুষ। তবে তারই মাঝে এক অবাক করা ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনা জেলার হাবরা ও অশোকনগরের মানুষ। ভোরের সকালে ঘুম থেকে উঠেই হতবাক এলাকার মানুষ।

অনেকেই আবার ভাবলেন যেন গরমের কাল কাটিয়ে, ঘুমের ঘোরে স্বপ্নেই পৌঁছে গিয়েছেন শীতের দিনে। কারণ, এদিন এই এলাকাগুলির বিভিন্ন জায়গায় ভরা গরমে ভোরের সকালে দেখা মিলল ঘন কুয়াশার। রাস্তার পাশে, খোলা মাঠে এমনই কুয়াশায় ঢাকা আজব দৃশ্য চোখে পড়ল অনেকের। অনেকেই সেই সময়ের ছবি ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে করলেন পোস্ট। অনেকেই জানালেন তীব্র গরমের দিনেও, এ ধরনের কুয়াশা আগে কখনও দেখেননি এই এলাকার মানুষজন।

আরও পড়ুন: গাড়িতে টানা কতক্ষণ AC চললে ১ লিটার তেল পোড়ে জানেন? উত্তর জানলে মাথা ঘুরে যাবে!

কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে, সামান্য দূরের বস্তুকেও খালি চোখে দেখতে সমস্যা হচ্ছিল বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। মাঠের দিগন্ত রেখাও ঢেকে গিয়েছিল কুয়াশার জেরে। সকালে প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে পথ চলতি বহু মানুষ দেখলেন এমনই আজব দৃশ্য। মূলত শীতকালে এই ধরনের দৃশ্য প্রায় প্রতিদিনই দেখা যায়। তবে তীব্র গরমের মাঝেও, সকালে এমন দৃশ্য দেখে বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ে যথেষ্টই চিন্তার ভাঁজ দেখা গেল স্থানীয় মানুষদের কপালে।

আরও পড়ুন: সন্তানকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে চান? KVS-এ পড়ানোর খরচ কত-কীভাবে আবেদন করবেন জানুন

এদিনের এই বিরল ঘটনার চর্চা ইতিমধ্যেই শুরু হয়েছে চায়ের দোকান থেকে বাজারঘাট এমনকী সোশ্যাল মিডিয়ার সাইটেও। হাবরার বাসিন্দা রোহন দাস বলেন, “গরমকালে এরকম কুয়াশা আমি কখনও দেখিনি। চারদিক কুয়াশায় ঢাকা ছিল, অথচ গরম কাল! একেবারে অবাক করা কাণ্ড”। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে আটটা পর্যন্ত হাবরা অশোকনগরের বিভিন্ন এলাকায় দেখা মিলেছে এই ধরনের কুয়াশার।

কেন এমন কুয়াশা! স্থানীয় পরিবেশবিদ ও বিজ্ঞান মঞ্চের তরফে জানানো হয়, অতিরিক্ত বায়ুদূষণ, তাপমাত্রার তারতম্যের কারণেই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়ে এমন দৃশ্যের সম্মুখীন হয়েছে এই এলাকার স্থানীয় মানুষজন। তবে, ঊর্ধ্বমুখী তাপমাত্রার মাঝেও শীতের সকালের এমন চিত্র দেখে অনেকেই মানসিক ভাবে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বলে দাবি।

Rudra Narayan Roy

Madhyamik Result 2024: মাধ্যমিকে জয়জয়কার! দশম স্থানেই খুশি থাকতে হল জেলাকে, চিনে নিন কারা হলেন সেরা?

উত্তর ২৪ পরগনা: মাধ্যমিকের মেধাতালিকায় দশম স্থানেই খুশি থাকতে হল উত্তর ২৪ পরগনাকে। জেলায় দশম স্থানে নাম রয়েছে এক ছাত্রী ও এক ছাত্র। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা পাওয়ায় খুশি স্বর্নালী ঘোষ ও প্রাঞ্জল গাঙ্গুলীর পরিবার।

পর্ষদের ঘোষণার পর জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলায় মাধ্যমিক পরীক্ষায় দশম স্থানাধিকারী বারাকপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রী স্বর্ণালী ঘোষ। স্বর্ণালীর বাড়ি সোদপুর ঘোলা পি সি রোড এলাকায়। ছোটবেলায় গত হয়েছেন বাবা। মা-ই তাকে মানুষ করেছে। মেয়ে স্বর্ণালী ঘোষের এই সাফল্যে আজ সকলেই যেন একটু অতিরিক্ত খুশি। মিষ্টিমুখ চলছে স্বর্ণালীর বাড়িতে। ভবিষ্যতে ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে স্বর্ণালী ঘোষের।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ও গান শুনতে ভালবাসে কৃতি এই ছাত্রী। আর তার এই সাফল্যের পেছনে রয়েছে মায়ের অবদান, সহজ স্বীকারোক্তি স্বর্ণালীর। জেলার অপর স্থানাধিকারী বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র প্রাঞ্জল গাঙ্গুলী।

দক্ষিণেশ্বর আড়িয়াদহ নিমতলা এলাকার বাসিন্দা প্রমিত গাঙ্গুলীর ছেলে প্রাঞ্জল। বাবা পেশায় রিসার্চ সাইন্টিস্ট, মা সুচরিতা গাঙ্গুলী কেমিস্ট্রি শিক্ষক হাই স্কুলের। প্রাঞ্জল প্রথম থেকেই স্কুলে প্রথম হয় বলেই জানা গিয়েছে। পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চাও রয়েছে প্রাঞ্জলের। নানা জায়গা থেকে প্রচুর পুরস্কার মিলেছে বলেও জানা গিয়েছে। এরপর জেনারেল লাইনেই যাওয়ার ইচ্ছে রয়েছে তার। ফিজিক্স নিয়ে রিসার্চ করার ইচ্ছে রয়েছে মাধ্যমিকের স্থানাধিকারী প্রাঞ্জলের। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৮৪ যা শতাংশের হিসাবে ৯৭.৭১।

Rudra Narayan Roy

অবাক কাণ্ড! পালিয়ে বিয়ে করে ডিজে বাজিয়ে বাইকে বউকে নিয়ে ঘরে ফিরলেন ‌যুবক

বাইকে করেই নতুন বউকে নিয়ে বাড়ি গেলেন বর। পালিয়ে বিয়ে করে সিনেমার কায়দায় ঘরে ফেরা। এভাবে বাইকে করে রাস্তা দিয়ে যেতে দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন স্থানীয়রাও।

Temple: অক্ষত অবস্থায় রাস্তা থেকে সরে গেল গোটা মন্দির, এ কী কাণ্ড জিরাটে! দেখুন

উত্তর ২৪ পরগনা: রাস্তা সংস্কারের পরই গ্রহরাজের মন্দিরে বেশ কিছুটা অংশ নিচে বসে যায়। ফলে একটু বৃষ্টি হলেই মন্দিরে ঢুকে যাচ্ছিল জল। পাশাপাশি, মন্দিরের বেশ কিছুটা অংশ বিপজ্জনক ভাবে রাস্তার পাশে থাকায় যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটারও আশঙ্কা তৈরি হয়।

কিন্তু, স্বয়ং গ্রহরাজের এই মন্দিরে কার ক্ষমতা হাত দেওয়ার! প্রায় ৪০ থেকে ৪৫ বছর আগে প্রতিষ্ঠিত ছোট্ট গ্রহরাজ মন্দিরটি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের উদ্যোগে বড় মন্দিরের রূপ পায়। নিয়ম করে সেখানেই চলে পুজো-পাঠ। কিন্তু গত কয়েক বছর মন্দিরের সামনে দিয়ে যাওয়া জিরাট রোড সংস্কার হতেই, মন্দিরের থেকে বেশ কিছুটা উঁচুতে উঠে গিয়েছে রাস্তা।

আরও পড়ুন: শিক্ষিকা থেকে হঠাৎ বেকার! EMI-লোন-সংসার…বর্তমান বাংলার মুখ যেন এই দুই মহিলা!

প্রতিদিন এই ব্যস্ত রাস্তায় যান চলাচলের ক্ষেত্রেও, মন্দিরের দেওয়ালের কিছুটা অংশ রাস্তার উপরে উঠে যায়। পাশাপাশি, একটু বৃষ্টি হলেই মন্দিরে জল ঢুকে যাওয়ার সমস্যা তৈরি হয়। অবশেষে হাবড়ার এই গ্রহরাজ মন্দির বাঁচাতে স্থানীয়রাই এক অভিনব উদ্যোগ নেয়। সেই মতো হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে গোটা মন্দিরটি অক্ষত রেখেই স্থানান্তকরণের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই অভিনব কাজ দেখতেই এখন রীতিমতো ভিড় জমেছে মন্দিরের সামনে।

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি গেল! মালদহ থেকে এক বাক্যেই মোদি বোঝালেন, আসল অস্ত্র এবার হাতে!

জানা গিয়েছে, প্রায় ২৫টি জগ ব্যবহার করে, বিশেষ উপায়ে কয়েকজন দক্ষ কর্মী এই কাজ করছেন। ইতিমধ্যেই মন্দিরটিকে দু’ফুট পিছনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয়, গোটা মন্দিরটিকে এক ফুট উপরেও তোলা হচ্ছে এই পদ্ধতিতে। ফলে জিরাট রোড থেকে এখন মন্দিরটিকে অনেকটাই নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হল বিশেষ এই পদ্ধতিতে।

এই কাজ করার জন্য যে পারিশ্রমিক নেওয়ার কথা সংস্থার, তাও প্রায় নিচ্ছেন না তাঁরা বলেই জানা গিয়েছে মন্দির কমিটির তরফে। মন্দির না ভেঙে শিফটিং এবং লিফটিং পদ্ধতিতে এভাবে সরানো সম্ভব হওয়ায় খুশি ব্যবসায়ী থেকে এলাকার স্থানীয় বাসিন্দারা সকলেই।

Rudra Narayan Roy

North 24 Parganas News: সিনেমাকেও হার মানায়! পালিয়ে বিয়ে করে ডিজে বাজিয়ে বাইকে বউ নিয়ে ঘরে ফিরলেন ‌যুবক

বসিরহাট: পালিয়ে গিয়ে বিয়ে। বাইকে ডিজে বাজিয়ে নতুন বৌকে নিয়ে ঘরে ফিরলেন সুন্দরবনের সুমন। বসিরহাটে এ যেন সিনেমার কায়দায় প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে! তার পর বন্ধুদের সঙ্গে বাইকে রাজপথ দাপিয়ে ফিরলেন যুবক-যুবতীর। সম্পর্কও দীর্ঘদিনের। কিন্তু পরিবারের কেউ তা মেনে নেননি। তাই স্বেচ্ছায় নিজেদের প্রেমকে পরিণয়ে রূপ দিলেন সুমন এবং অর্চনা। বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সঙ্গে নিয়ে বিয়ে করলেন হিঙ্গলগঞ্জে যুবক-যুবতী। বসিরহাটের এক মন্দিরে বিয়ে করে শুক্রবার সকালে বাইকে বাড়ি ফিরলেন নবদম্পতি। তবে বরের সাজে ডিজে বাজিয়ে নাচও পথচারীদের বেশ আকর্ষণ করে।

বাইকে করেই নতুন বউকে নিয়ে বাড়িতে নিয়ে এলেন বর। দু’জনেই সেজে বিয়ের সাজে। তাঁদের দেখে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন স্থানীয়রাও। স্থানীয় অনেকের এই ধরনের ঘটনা সুন্দরবনে প্রথম। যুবকের নাম সুমন মণ্ডল। হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালি পঞ্চায়েতের বাসিন্দা। যুবতীর বাড়ি হেমনগর থানার যোগেশগঞ্জে। সুমন বলেন, “সবাই তো গাড়িতে করে বিয়ে করতে যায়। আমার ইচ্ছা ছিল নিজের কেনা বাইকে করে বিয়ে করে বউকে নিয়ে বাড়িতে যাব। তবে দু’বাড়িতে কেউ মেনে নিচ্ছিল না বিয়ে। আশা করি, এবার সকলে বিয়ে মেনে নেবেন। আমরা ভাল থাকব।”

আরও পড়ুন: দিলীপ ঘোষকে ‘গো ব্যাক’ স্লোগান! প্রচার শুরু করতেই বড় গোলমাল.. নেতা বললেন, ‘যব হাতি চলে বাজার..’

আরও পড়ুন: শিক্ষক ভাই দাদার সঙ্গে এমন কাজ করলেন! লুকিয়ে পালাতে গিয়ে পড়ল ধরা

যুবতীর নাম অর্চনা কয়াল। প্রেম পরিণতি পেলেও বাবা-মায়ের কথা ভেবে দুঃখ প্রকাশও করলেন। তাঁর কথায়, “আমাদের কয়েক বছর ধরে সম্পর্ক। কিন্তু বাড়ি থেকে আমাদের সম্পর্ক মেনে নেয়নি। তাই পালিয়ে বিয়ে করলাম। বাবা-মায়ের কথা ভেবে খারাপ লাগছে। বাইকে করে বিয়ে করে বাড়ি ফেরার সিদ্ধান্ত স্বামীর।”

তবে বসিরহাট মহাকুমার সুন্দরবন এলাকায় এমন অভিনব পদ্ধতিতে বিয়ে নজর কাড়ল এলাকাবাসীর। নব দম্পতির দাবি দুই পরিবারের সম্মতিতে বিয়ের মাধ্যমে ভালোবাসা পূর্ণতা লাভ করলে আরও ভাল লাগত।

জুলফিকার মোল্যা