শুনানি পিছোলেন না প্রধান বিচারপতি

RG Kar Case: বিকেল হয়ে গিয়েছে, শুনানি পিছিয়ে দেওয়ার অনুরোধ কেন্দ্রের সলিসিটর জেনারেলের, আবেদন উড়িয়ে আজই শুনানি প্রধান বিচারপতির

নয়াদিল্লি: সকলের নজর ছিল সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার দিকে। কিন্তু সকালেই জানা যায়, বেলা দুটোর পর সুপ্রিম কোর্টে শুরু হবে আরজি কর মামলার শুনানি৷ সেই পিছোতে পিছোতে সময় হয়ে দাঁড়াল বিকেল ৪.২৫। আর আরজি কর মামলা শুরু হওয়ার আগেই কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, আজকে সময় অপ্রতুল। তাই মঙ্গলবার বা আগামী বৃহস্পতিবার শুনানির আবেদন রাখেন।

সেই সময় জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন, দুটো গুরুত্বপূর্ণ বিষয় এখন জড়িয়ে। সেই সময়ই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসছি, আজই শুনানি হবে। অনেক মানুষ এই মামলার দিকে তাকিয়ে আছেন। এরপর কিছুক্ষণের বিরতির পরই শুরু হয়ে আরজি কর মামলার শুনানি।

আরও পড়ুন: মোবাইল থেকে মিলে গেল বড় কিছু? ফের সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলকে হেফাজতে চায় সিবিআই! বিস্ফোরক তথ্য সামনে এল

এর আগে যে কদিন আরজি কর মামলার শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে, প্রত্যেকবারই সকালের দিকে মামলাটি শুনেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ গত ২৭ অগাস্ট মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল৷ কিন্তু রাজ্য সরকারের আবেদনে মামলাটি সোমবার শোনা হবে বলে জানিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷

সুপ্রিম কোর্টে আজকের শুনানিতেই নির্যাতিতার পরিবারের হয়ে সওয়াল করছেন আইনজীবী বৃন্দা গ্রোভার৷ এতদিন নির্যাতিতার পরিবারের হয়ে এই মামলায় সওয়াল করছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ কিন্তু কয়েকদিন আগেই বিকাশরঞ্জনকে সরিয়ে বৃন্দা গ্রোভারকে নিজেদের আইনজীবী হিসেবে নিযুক্ত করেছে নির্যাতিতার পরিবার৷

অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, আজকের শুনানিতে সুপ্রিম কোর্টে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে সদর্থক কোনও আশ্বাস বা নির্দেশ না পেলে তারা ফের কর্মবিরতি শুরু করবেন৷ সবমিলিয়ে সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছে সবপক্ষই৷