৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের প্রতিটি দলকে জমা দিতে হবে রিটেনশন তালিকা। কলকাতা নাইট রাইডার্স কাদের ধরে রাখবে তা নিয়ে চলছে জোর জল্পনা।

KKR News: কেকেআরের সব হিসেব ওলট-পালট! রিটেনশনে বেশি খরচ নয়? তাহলে কাদের রাখবে নাইটরা!

আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে বিসিসিআই। মোট ৫ জনকে পুরোনো দল থেকে ধরে রাখা যাবে। আরও একজনকে নিলামে নেওয়া যাবে আরটিএম কার্ড ব্যবহার করে।
আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে বিসিসিআই। মোট ৫ জনকে পুরোনো দল থেকে ধরে রাখা যাবে। আরও একজনকে নিলামে নেওয়া যাবে আরটিএম কার্ড ব্যবহার করে।
রিটেনশন ও আরটিএম মিলিয়ে ৬ জনের মধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া সর্বাধিক পাঁচজন থাকতে পারবেন এবং জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া সর্বাধিক দু’জন থাকতে পারবেন।
রিটেনশন ও আরটিএম মিলিয়ে ৬ জনের মধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া সর্বাধিক পাঁচজন থাকতে পারবেন এবং জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া সর্বাধিক দু’জন থাকতে পারবেন।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ ১২০ কোটির পার্স ধার্য করা হয়েছে। এর মধ্যেই টিম সাজাতে হবে। কোনও টিম যদি ৫ জন প্লেয়ার রিটেন করে, ৭৫ কোটি টাকা এই পাঁচ জনের জন্যই চলে যাবে।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য এবারের আইপিএল নিলামে সর্বোচ্চ ১২০ কোটির পার্স ধার্য করা হয়েছে। এর মধ্যেই টিম সাজাতে হবে। কোনও টিম যদি ৫ জন প্লেয়ার রিটেন করে, ৭৫ কোটি টাকা এই পাঁচ জনের জন্যই চলে যাবে।
রিটেনশনের নিয়ম অনুযায়ী প্রথম তিন প্লেয়ারের জন্য খরচ হবে যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি এবং ১১ কোটি। বাকি দু-জনের জন্য ১৮ এবং ১৪ কোটি। আর একজনকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে নেওয়া যাবে।
রিটেনশনের নিয়ম অনুযায়ী প্রথম তিন প্লেয়ারের জন্য খরচ হবে যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি এবং ১১ কোটি। বাকি দু-জনের জন্য ১৮ এবং ১৪ কোটি। আর একজনকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে নেওয়া যাবে।
তবে নিলামের আগেই কেকেআর ৭৫ কোটি টাকা খরচ করে দিতে রাজি হবে কিনা তা নিয়ে একটি প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। কারণ নিলামের টেবিলে বসে তখন ৪৫ কোটি টাকা দিয়ে গোটা দল সাজাতে হবে।
তবে নিলামের আগেই কেকেআর ৭৫ কোটি টাকা খরচ করে দিতে রাজি হবে কিনা তা নিয়ে একটি প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। কারণ নিলামের টেবিলে বসে তখন ৪৫ কোটি টাকা দিয়ে গোটা দল সাজাতে হবে।
সেক্ষেত্রে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছে কেকেআর রিটেনশনে বড় চমকও দিতে পারে। তারকা ক্রিকেটার ও ভবিষ্যতের কথা ঙেবে ২ জন আনক্যাপড প্লেয়ারকেও রিটেন করতে পারে কেকেআর।
সেক্ষেত্রে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছে কেকেআর রিটেনশনে বড় চমকও দিতে পারে। তারকা ক্রিকেটার ও ভবিষ্যতের কথা ঙেবে ২ জন আনক্যাপড প্লেয়ারকেও রিটেন করতে পারে কেকেআর।
সেক্ষেত্রে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, আংক্রিশ রঘুবংশী ও হর্ষিত রানাকে রিটেন করতে পারে কেকেআর। রঘুবংশী ও রানাকে নিলে খরচ অনেকটাই কম হবে। পার্সে থাকবে টাকা। আর নিবামে আরটিএম ব্যবহার করতে পারেন শ্রেয়স আইয়ার অথবা ফিল সল্টের জন্য।
সেক্ষেত্রে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, আংক্রিশ রঘুবংশী ও হর্ষিত রানাকে রিটেন করতে পারে কেকেআর। রঘুবংশী ও রানাকে নিলে খরচ অনেকটাই কম হবে। পার্সে থাকবে টাকা। আর নিবামে আরটিএম ব্যবহার করতে পারেন শ্রেয়স আইয়ার অথবা ফিল সল্টের জন্য।
আর যদি টাকার কথা না ভেবে নর্ম্যাল রিটেনশন করে কেকেআর তাহলে শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, ফিল সল্টকে ধরে রাখতে পারে। আর আরটিএম কার্ড ব্যবহার করা হতে পারে বরুণ চক্রবর্তী/ নীতিশ রানা/ ভেঙ্কটেশ আইয়ার/ হর্ষিত রানার মধ্যে একজনের জন্য। ফলে সামনে কঠিন কাজ নাইটদের।
আর যদি টাকার কথা না ভেবে নর্ম্যাল রিটেনশন করে কেকেআর তাহলে শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, ফিল সল্টকে ধরে রাখতে পারে। আর আরটিএম কার্ড ব্যবহার করা হতে পারে বরুণ চক্রবর্তী/ নীতিশ রানা/ ভেঙ্কটেশ আইয়ার/ হর্ষিত রানার মধ্যে একজনের জন্য। ফলে সামনে কঠিন কাজ নাইটদের।