IMD rain alert: ভ্যাপসা গরম থেকে মিলবে রেহাই? কলকাতা সহ দুই জেলার জন্য বড় খবর দিল হাওয়া অফিস

কলকাতা: গত সপ্তাহে বৃষ্টি কমার পর থেকেই ফের ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা৷ রোদের তাপে ছাতা ছাড়া বাইরে বেরনোও দায়৷

এই পরিস্থিতিতে কলবকাতা সহ সংলগ্ন দুই জেলার জন্য কিছুটা ভাল খবর দিল আলিপুর আবহাওয়া দফতর৷ আগামী এক থেকে দু ঘণ্টার মধ্যেই কলকাতায় শুরু হতে পারে বৃষ্টি৷ শুধু কলকাতা নয়, শহর লাগোয়া দুই জেলা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণাতেও এক থেকে দুই ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস৷

আরও পড়ুন: হোটেলে গিয়ে শারীরিক সম্পর্ক, হঠাৎ রক্তে ভিজল বিছানা! পুুরুষ সঙ্গীর ভুলে শেষ তরুণী

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা এবং লাগোয়া দুই জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হলে গরমের হাত থেকে কতটা স্বস্তি মেলে, সেটাই দেখার৷

আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, দুর্গাপুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ফলে ঘুরে ঘুরে ঠাকুর দেখার আনন্দে অসুর হয়ে দেখা দিতে পারে বৃষ্টি৷

একটানা কয়েকদিন বৃষ্টির পর আবহাওয়ার উন্নতি হওয়ায় দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি অনেকটাই সামলে ওঠা সম্ভব হয়েছিল৷ জলও নেমে গিয়েছে অধিকাংশ প্লাবিত এলাকা থেকে৷ যদিও টানা বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল৷