Tag Archives: Weather Alert

Monsoon in India: রবিবার থেকেই আসছে বর্ষা! নির্ধারিত সময়ের তিনদিন আগেই দেশে ঢুকছে বর্ষা

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই হাজির হবে বর্ষা! এমনটাই অনুমান মৌসম ভবনের। ১৯ মে রবিবার দক্ষিণ পশ্চিমি মৌসুমী বায়ু নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করবে। আন্দামানে এলেও ভারতে কবে বর্ষা আসবে তা নিশ্চিত করে বলেনি মৌসম ভবনের। গত বছরের তুলনায় দ্বীপপুঞ্জে তিন দিন আগে বর্ষা এলেও ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা এসেছিল ৭ দিন বাদে। আর কলকাতায় বর্ষা প্রবেশ করেছিল ৯ দিন পরে।

আবহাওয়া দপ্তর ২৫ বছরের গড় করে একটি নির্ধারিত দিন ঠিক করে বিভিন্ন জায়গায় মৌসুমী বায়ু পৌঁছনোর। সেই হিসেব অনুযায়ী আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডারে আন্দামানে মৌসুমী বায়ু প্রবেশের দ্বারা নির্ধারিত দিন ২২শে মে। এর পর ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ু পৌঁছনোর নির্ধারিত দিন ১ জুন। সারা ভারতে ৮ জুলাইয়ের মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার কথা।

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি এলে আদিবাসীদের জঙ্গলের অধিকার চলে যাবে, পুরুলিয়ায় বললেন অভিষেক

বাংলায় উত্তরবঙ্গে আগে বর্ষা প্রবেশ করবে। ৭ জুন প্রথমে জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করার কথা। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িতে ৮ জুনের মধ্যে বর্ষা প্রবেশের কথা। মৌসুমী বায়ু সাধারণত দ্বিতীয় সপ্তাহেই প্রবেশ করার কথা দক্ষিণবঙ্গে। কলকাতায় বর্ষা প্রবেশের নির্ধারিত দিনক্ষণ ১১ জুন। তবে অনেক মরসুমেই একই সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করে মৌসুমী বায়ু। আন্দামানে আগে এলে ও এবার ঠিক কবে বঙ্গে প্রবেশ করবে বর্ষা সে দিকেই নজর আবহাওয়াবিদদের।

আরও পড়ুন: এনজেপি থেকে ছাড়বে ট্রেন, এক ট্রেনেই ঘোরা যাবে বৈষ্ণো দেবী, হরিদ্বার থেকে মথুরা, বৃন্দাবন, অযোধ্যা- খরচ কত?

এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পূর্বাভাস গত পাঁচ বছরে কতটা মিলেছে। অন্তত কেরলে বর্ষা আসার ক্ষেত্রে। আবহাওয়া দফতর যে পূর্বাভাস দেয় সেই দিনের চার দিন আগে বা পরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকলে সেটাকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কেরলে বর্ষা প্রবেশের নির্ধারিত তারিখ ১ জুন। ২০১৭ সালে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল ৩০শে মে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরলে প্রবেশ করবে। সেবছর একেবারে ৩০শে মে-ই বর্ষা ঢুকেছিল কেরলে। ২০১৮ সালেও আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে ২৯ শে মে কেরলে প্রবেশ করে বর্ষা। কিন্তু ২০১৯ সালে আবহাওয়া দফতর ৮ই জুন বর্ষা ঢুকবে বলে জানালেও মৌসুমী বায়ু তার দু’দিন আগে ৬ জুন ঢুকে পড়ে কেরলে। একই ভাবে ২০২০ সালে আবহাওয়া দফতর ভবিষ্যদ্বাণী করেছিল ১ জুন নির্ধারিত সময়ে বর্ষা ঢুকবে; কিন্তু বর্ষা অনেকটা দেরি করে ৫ জুন কেরলে ঢোকে। ২০২১ সালেও ভবিষ্যদ্বাণী মেলেনি আবহাওয়া দপ্তরের। সেই বার ৩ জুন ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢুকবে বলে জানিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগেভাগেই ৩১ মে ঢুকে পড়ে কেরলে।

Weather update: দু’ঘণ্টার মধ্যেই রাজ্যের ছ’জেলায় বৃষ্টি-সহ ঝড়ের সতর্কবার্তা, সঙ্গে চার জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী

কলকাতা: আগামী দু’তিন ঘণ্টার মধ্যে আসতে চলেছে ঝড়, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের সাত জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে সাত জেলায়। রয়েছে কালবৈশাখীর সতর্কবার্তাও।

আরও খবর: দু’ঘণ্টার মধ্যেই রাজ্যের ছ’জেলায় বৃষ্টি-সহ ঝড়ের সতর্কবার্তা, সঙ্গে চার জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী

রাজ্যের পাঁচ জেলা- পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব বর্ধমান আগামী দুই-তিন ঘণ্টার মধ্যেই আসতে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। এই পাঁচ জেলার জন্য কমলা সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়ের সঙ্গেই আসতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তাই এই পাঁচ জেলার বাসিন্দাদের সতর্ক করেছে হাওয়া অফিস।

আরও খবর: সাসপেন্ড ঋষভ পন্থ! প্লে-অফের জন্য ‘বিরাট’ ম্যাচে শাস্তি পন্থের, কী করেছেন?

আগামী দুই-তিন ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদেও। বৃষ্টির সঙ্গেই ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আপাতত মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদে।

রাজ্যের চার জেলায় কালবৈশাখীর সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আগামী দুই ঘণ্টার মধ্যেই রাজ্যের চার জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় ধেয়ে আসতে পারে কালবৈশাখী। ৬০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঝড়, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে এই চার জেলা।

IMD Thunderstorm Alert: বিহার-ওড়িশা হয়ে অসম পর্যন্ত ঘূর্ণাবর্তের জাল, ফের একবার প্রবল ঝড়-বৃষ্টির তাণ্ডব, ৫০-৬০ কিমি গতিতে বইবে হাওয়া

বিহারের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ থ্রু বিস্তৃত রয়েছে ওড়িশার সাইক্লোনিক সার্কুলেশন ক্ষেত্রের উপর দিয়ে৷ অন্যদিকে এটি যুক্ত রয়েছে অসম ও তার পার্শ্ববর্তী এলাকার ঘূর্ণাবর্তের সঙ্গে৷ এর ফলে বাংলার ভাগ্যে ফের একবার ঝড়-বৃষ্টির তাণ্ডব৷ 
বিহারের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ থ্রু বিস্তৃত রয়েছে ওড়িশার সাইক্লোনিক সার্কুলেশন ক্ষেত্রের উপর দিয়ে৷ অন্যদিকে এটি যুক্ত রয়েছে অসম ও তার পার্শ্ববর্তী এলাকার ঘূর্ণাবর্তের সঙ্গে৷ এর ফলে বাংলার ভাগ্যে ফের একবার ঝড়-বৃষ্টির তাণ্ডব৷
আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে ১২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি এবং ইতঃস্তত বিক্ষিপ্ত  বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আইএমডি-র লেটেস্ট ওয়েদার আপডেটে জানা গেছে ১২ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি এবং ইতঃস্তত বিক্ষিপ্ত  বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
কলকাতার হাওয়া অফিসের জারি করা সাম্প্রতিক ওয়েদার আপডেট অনুসারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১১ তারিখ ফের একবার তোলপাড় করা ঝড় বৃষ্টির প্রকোপ  হবে৷
কলকাতার হাওয়া অফিসের জারি করা সাম্প্রতিক ওয়েদার আপডেট অনুসারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১১ তারিখ ফের একবার তোলপাড় করা ঝড় বৃষ্টির প্রকোপ  হবে৷
জারি হয়েছে বৃষ্টির প্রাবল্যের জন্য অরেঞ্জ অ্যালার্ট৷ ঘণ্টায় ৫০- ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বইবে ঝোড়ো হাওয়া৷ তার সঙ্গী হবে বজ্র-বিদ্যুৎ সব বৃষ্টি৷ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা,  পূর্ব মেদিনীপুর, হাওড়া,  কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সর্বত্রই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে৷
জারি হয়েছে বৃষ্টির প্রাবল্যের জন্য অরেঞ্জ অ্যালার্ট৷ ঘণ্টায় ৫০- ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বইবে ঝোড়ো হাওয়া৷ তার সঙ্গী হবে বজ্র-বিদ্যুৎ সব বৃষ্টি৷ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা,  পূর্ব মেদিনীপুর, হাওড়া,  কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সর্বত্রই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে৷
বিগত দিনের তুলনায় তাপমাত্রার পারদ অনেকখানি কমেছে জেলায়। টানা ঝড় বৃষ্টির কারণে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। ঝড় রীতিমত তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গে। আরও বাড়বে দুর্যোগ। ভয়ঙ্কর হবে পরিস্থিতি। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বিগত দিনের তুলনায় তাপমাত্রার পারদ অনেকখানি কমেছে জেলায়। টানা ঝড় বৃষ্টির কারণে হুড়মুড়িয়ে তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গে। ঝড় রীতিমত তাণ্ডব চালিয়েছে দক্ষিণবঙ্গে। আরও বাড়বে দুর্যোগ। ভয়ঙ্কর হবে পরিস্থিতি। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।‌ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বইবে। সঙ্গেবজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।‌ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বইবে। সঙ্গেবজ্র-বিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে বহাল থাকছে ঝড় বৃষ্টি। উত্তরের একাধিক জেলাতে বৃষ্টির তান্ডব চলবে। বিশেষ করে দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়িতে এইদিন বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গে সব জেলাতেই  হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে মালদহে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে বহাল থাকছে ঝড় বৃষ্টি। উত্তরের একাধিক জেলাতে বৃষ্টির তান্ডব চলবে। বিশেষ করে দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়িতে এইদিন বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গে সব জেলাতেই  হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে মালদহে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিগত বেশ কিছুদিন দিনে তাপমাত্রার অনেকখানি পরিবর্তন হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে । বিক্ষিপ্তভাবে চলেছে ঝড় বৃষ্টির তান্ডব। আপাতত বৃষ্টি বহাল থাকছে দক্ষিণের জেলাগুলিতে এমনটাই পূর্বাভাস মিলেছে।
পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিগত বেশ কিছুদিন দিনে তাপমাত্রার অনেকখানি পরিবর্তন হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে । বিক্ষিপ্তভাবে চলেছে ঝড় বৃষ্টির তান্ডব। আপাতত বৃষ্টি বহাল থাকছে দক্ষিণের জেলাগুলিতে এমনটাই পূর্বাভাস মিলেছে।
টানা গরমের হাত থেকে বিগত দু চার দিন অনেকখানি স্বস্তি মিলেছে। ‌ বৃষ্টিতে ভিজেছে দক্ষিণের একাধিক জেলার পাশাপাশি জেলা পুরুলিয়া। বিক্ষিপ্তভাবে এই কয়েকদিনের বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। রোদের দাপটও অনেকখানি কম রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রার পারদ। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে গোটা জেলার মানুষেরা।
টানা গরমের হাত থেকে বিগত দু চার দিন অনেকখানি স্বস্তি মিলেছে। ‌ বৃষ্টিতে ভিজেছে দক্ষিণের একাধিক জেলার পাশাপাশি জেলা পুরুলিয়া। বিক্ষিপ্তভাবে এই কয়েকদিনের বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। রোদের দাপটও অনেকখানি কম রয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রার পারদ। যার ফলে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে গোটা জেলার মানুষেরা।
এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। Input- Sharmistha Banerjee
এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। Input- Sharmistha Banerjee

IMD Rain Alert: ধেয়ে আসছে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া, ৭ দিনে মেগা খেলা, রইল ওয়েদার আপডেট

: বাংলার  দুইদিকে দুটি ঘূর্ণাবর্ত৷ আর তার জোড়া দাপটে বাংলার কপালে ঝমঝম বৃষ্টি৷  চাঁদিফাটা গরমে নাজেহাল দশা হয়েছিল বঙ্গবাসীর। কোনওভাবেই মিলছিল না স্বস্তি। বৃষ্টির আশায় চাতক পাখির মত বসেছিল গোটা বঙ্গবাসী। তবে এবার ধীরে , ধীরে স্বস্তি মিলতে শুরু করেছে।
: বাংলার  দুইদিকে দুটি ঘূর্ণাবর্ত৷ আর তার জোড়া দাপটে বাংলার কপালে ঝমঝম বৃষ্টি৷  চাঁদিফাটা গরমে নাজেহাল দশা হয়েছিল বঙ্গবাসীর। কোনওভাবেই মিলছিল না স্বস্তি। বৃষ্টির আশায় চাতক পাখির মত বসেছিল গোটা বঙ্গবাসী। তবে এবার ধীরে , ধীরে স্বস্তি মিলতে শুরু করেছে।
একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে উত্তরপূর্ব অসমের উপর দিয়ে৷ অন্যদিকে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে বাংলাদেশের উপর দিয়ে৷
একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে উত্তরপূর্ব অসমের উপর দিয়ে৷ অন্যদিকে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে বাংলাদেশের উপর দিয়ে৷
এর ফলে এখনও ১১ তারিখ পর্যন্ত রোজই এখন দক্ষিণবঙ্গের জেলাতে প্রবল বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে৷ ঘণ্টায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে৷
এর ফলে এখনও ১১ তারিখ পর্যন্ত রোজই এখন দক্ষিণবঙ্গের জেলাতে প্রবল বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে৷ ঘণ্টায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে৷
মালদহ: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি। যে কোন মুহূর্তে গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনভর মেঘলা আকাশ থাকবে। কালবৈশাখীর সম্ভাবনা জেলা গুলিতে আগামী সপ্তাহব্যাপী।
মালদহ: ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি। যে কোন মুহূর্তে গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনভর মেঘলা আকাশ থাকবে। কালবৈশাখীর সম্ভাবনা জেলাগুলিতে আগামী সপ্তাহব্যাপী।
সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার দমকা হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
সপ্তাহব্যাপী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার দমকা হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারেও ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
মঙ্গলবার গভীর রাতে মালদহ জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। অনেকটাই শীতল হয়েছে আবহাওয়া। তীব্র গরমের দাপট থেকে স্বস্তি মিলেছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাত না হলেও তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে মেঘলা আবহাওয়ার জন্য।
মঙ্গলবার গভীর রাতে মালদহ জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। অনেকটাই শীতল হয়েছে আবহাওয়া। তীব্র গরমের দাপট থেকে স্বস্তি মিলেছে গৌড়বঙ্গের জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাত না হলেও তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে মেঘলা আবহাওয়ার জন্য।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটাই কম থাকবে, চলতি সপ্তাহে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটাই কম থাকবে, চলতি সপ্তাহে।
গত কয়েকদিন ধরেই গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন বৃষ্টিপাত হয়নি। আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৪ মে পর্যন্ত গৌড়বঙ্গের জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইবে।
গত কয়েকদিন ধরেই গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন বৃষ্টিপাত হয়নি। আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৪ মে পর্যন্ত গৌড়বঙ্গের জেলাগুলিতে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইবে।
দক্ষিণের অন্যান্য জেলার মতই জেলা পুরুলিয়াতেও বৃষ্টি দেখা দিয়েছে। ‌ তীব্র গরমের হাত থেকে অনেকটাই রেহাই পেয়েছে জেলার মানুষ। টানা গরমের দাপটে নাজেহাল দশা হয়েছিল জেলার মানুষের। বিগত দুদিনের বৃষ্টিতে অনেকটাই স্বস্তিতে রয়েছে তারা। ‌
দক্ষিণের অন্যান্য জেলার মতই জেলা পুরুলিয়াতেও বৃষ্টি দেখা দিয়েছে। ‌ তীব্র গরমের হাত থেকে অনেকটাই রেহাই পেয়েছে জেলার মানুষ। টানা গরমের দাপটে নাজেহাল দশা হয়েছিল জেলার মানুষের। বিগত দুদিনের বৃষ্টিতে অনেকটাই স্বস্তিতে রয়েছে তারা। ‌
এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
এই দিনও বৃষ্টির সম্ভাবনা থাকছে জেলায়। বিগত বেশ কিছুদিনের জেলা পুরুলিয়া তাপমাত্রা পৌঁছেছিল ৪৫ ডিগ্রির ঘরে। দুদিনের বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৩৪ ডিগ্রিতে। এতে অনেকটাই স্বস্তি পেয়েছে জেলার মানুষেরা।বিগত দু’দিনের বৃষ্টিতে এক ধাক্কায় অনেকখানি কমেছে তাপমাত্রার পারদ।
এই দিনও বৃষ্টির সম্ভাবনা থাকছে জেলায়। বিগত বেশ কিছুদিনের জেলা পুরুলিয়া তাপমাত্রা পৌঁছেছিল ৪৫ ডিগ্রির ঘরে। দুদিনের বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৩৪ ডিগ্রিতে। এতে অনেকটাই স্বস্তি পেয়েছে জেলার মানুষেরা।বিগত দু’দিনের বৃষ্টিতে এক ধাক্কায় অনেকখানি কমেছে তাপমাত্রার পারদ।
শুক্রবার পর্যন্ত চলতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে।
শুক্রবার পর্যন্ত চলতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে।
অপরদিকে উত্তরে জেলাগুলিতে বহাল থাকছে বৃষ্টি। দার্জিলিং , জলপাইগুড়ি , কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আপাতত চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলিতে বহাল থাকছে বৃষ্টি এমনটাই পূর্বাভাস মিলেছে।
অপরদিকে উত্তরে জেলাগুলিতে বহাল থাকছে বৃষ্টি। দার্জিলিং , জলপাইগুড়ি , কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আপাতত চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলিতে বহাল থাকছে বৃষ্টি এমনটাই পূর্বাভাস মিলেছে।
ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত। এই ঘূর্ণাবর্তের জেরেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। যার জেরেই বৃষ্টি নেমেছে বঙ্গে‌। আপাতত বহাল থাকছে বৃষ্টি। তবে আগামী সপ্তাহ থেকে ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ।
ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত। এই ঘূর্ণাবর্তের জেরেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। যার জেরেই বৃষ্টি নেমেছে বঙ্গে‌। আপাতত বহাল থাকছে বৃষ্টি। তবে আগামী সপ্তাহ থেকে ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ।

South 24 Parganas News: বৃষ্টিতে স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গ, আতঙ্ক গ্রাস করেছে সুন্দরবনকে! কেন?

বুধবার সকালে কয়েকঘন্টার বৃষ্টিতে ভেসেছে সুন্দরবন সংলগ্ন এলাকা‌। বৃষ্টিপাতের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১.৮ মিলিমিটারে।‌ যা স্বাভাবিকের থেকে বেশি।
বুধবার সকালে কয়েকঘন্টার বৃষ্টিতে ভেসেছে সুন্দরবন সংলগ্ন এলাকা‌। বৃষ্টিপাতের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১.৮ মিলিমিটারে।‌ যা স্বাভাবিকের থেকে বেশি।
এই বৃষ্টির জেরে জনজীবন ব্যহত হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। রাতের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
এই বৃষ্টির জেরে জনজীবন ব্যহত হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। রাতের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
দুপুরে বৃষ্টি থামলেও আকাশের মুখ ভার রয়েছে। ঘন কালো মেঘে ছেয়েছে সুন্দরবনের আকাশ।
দুপুরে বৃষ্টি থামলেও আকাশের মুখ ভার রয়েছে। ঘন কালো মেঘে ছেয়েছে সুন্দরবনের আকাশ।
ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে নদী ও সমুদ্রের জলের স্তর বেড়েছে। যে কোনও মুহূর্তে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে এখানে।
ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে নদী ও সমুদ্রের জলের স্তর বেড়েছে। যে কোনও মুহূর্তে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে এখানে।
কৃষকদের অনেকের এখনও মাঠে ধান পড়ে রয়েছে। সেই ধান নষ্ট হওয়ায় চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।
কৃষকদের অনেকের এখনও মাঠে ধান পড়ে রয়েছে। সেই ধান নষ্ট হওয়ায় চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন।
আগামী রবিবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। সর্বক্ষণ আকাশে কালো মেঘ থাকায় আতঙ্কে রয়েছেন সুন্দরবনের বাসিন্দারা।
আগামী রবিবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। সর্বক্ষণ আকাশে কালো মেঘ থাকায় আতঙ্কে রয়েছেন সুন্দরবনের বাসিন্দারা।

Rain Storm alert in South Bengal: রাতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আট জেলায় আবার শুরু হবে ঝড়, বৃষ্টি! জারি নতুন সতর্কবার্তা

সন্ধ্যায় ঝড় বৃষ্টির দাপট দেখেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ রাতের মধ্যেই কলকাতা সহ মোট আট জেলায় ফের আরও এক দফা দুর্যোগের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷
সোমবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির দাপট দেখেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা৷ রাতের মধ্যেই কলকাতা সহ মোট আট জেলায় ফের আরও এক দফা দুর্যোগের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাতের মধ্যেই কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ  ঝড়বৃষ্টি শুরু হতে পারে৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাতের মধ্যেই কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে৷
এ ছাড়াও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার জন্যও একই সতর্কবার্তা জারি করা হয়েছে৷ সর্বত্রই ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
এ ছাড়াও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার জন্যও একই সতর্কবার্তা জারি করা হয়েছে৷ সর্বত্রই ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা সহ আট জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা সহ আট জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷
সোমবার সন্ধ্যার পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়৷  একটানা দাবদাহের পর ঝড় বৃষ্টিতে স্বস্তি পান সাধারণ মানুষ৷
সোমবার সন্ধ্যার পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়৷ একটানা দাবদাহের পর ঝড় বৃষ্টিতে স্বস্তি পান সাধারণ মানুষ৷
সোমবারের দুর্যোগে কলকাতা সহ বহু জেলাতেই গাছ ভেঙে রাস্তা অবরূদ্ধ হয়ে পড়েছে৷ কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ উঠেছিল ঘণ্টায় ৭৭ কিলোমিটার৷
সোমবারের দুর্যোগে কলকাতা সহ বহু জেলাতেই গাছ ভেঙে রাস্তা অবরূদ্ধ হয়ে পড়েছে৷ কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ উঠেছিল ঘণ্টায় ৭৭ কিলোমিটার৷

Rainfall alert in Bengal: রাতেই নামবে শান্তির বৃষ্টি? দুই মেদিনীপুর ছাড়াও ভিজতে পারে দক্ষিণবঙ্গের আরও এক জেলা

দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ৷ অন্যান্য বছরের মতো সন্ধের পর কালবৈশাখী অথবা ঝড়-বৃষ্টিরও দেখা নেই৷ হাওয়া অফিসও জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলবে৷
দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপপ্রবাহ৷ অন্যান্য বছরের মতো সন্ধের পর কালবৈশাখী অথবা ঝড়-বৃষ্টিরও দেখা নেই৷ হাওয়া অফিসও জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি চলবে৷
এই অবস্থায় ঝড়বৃষ্টির আশা ছেড়েই দিয়েছিল আমজনতা৷ তবে মঙ্গলবার সন্ধ্যার পর অবশ্য খানিক স্বস্তির আশা জাগল দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায়৷
এই অবস্থায় ঝড়বৃষ্টির আশা ছেড়েই দিয়েছিল আমজনতা৷ তবে মঙ্গলবার সন্ধ্যার পর অবশ্য খানিক স্বস্তির আশা জাগল দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায়৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাতের মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সুন্দরবনে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাতের মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সুন্দরবনে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
এ দিন সন্ধ্যার পর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার জন্যও একই সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস৷ এ দিন সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এক পশলা বৃষ্টিও হয়৷
এ দিন সন্ধ্যার পর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার জন্যও একই সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস৷ এ দিন সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এক পশলা বৃষ্টিও হয়৷
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, আগামী রবিবার দক্ষিণবঙ্গের উপকূলূবর্তী তিনটি জেলা, দুই চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, আগামী রবিবার দক্ষিণবঙ্গের উপকূলূবর্তী তিনটি জেলা, দুই চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আগামী সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস৷
আগামী সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস৷

IMD Weather Alert: ৪৩ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেল কলকাতা, আবহাওয়ার চরম চাপ, বাংলাদেশের ঘূর্ণাবর্তেও নিষ্কৃতি নেই

:  বাংলাদেশের উপর দিয়ে সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে৷ এর পাশ দিয়ে বিস্তৃত রয়েছে একটি ট্রফ৷  ঘূ্র্ণাবর্তটি বিস্তৃত রয়েছে বাংলাদেশ উত্তর পূর্ব দিকে৷ এছাড়াও একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে রয়েছে অসমের উপর দিয়ে৷
:  বাংলাদেশের উপর দিয়ে সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে৷ এর পাশ দিয়ে বিস্তৃত রয়েছে একটি ট্রফ৷  ঘূ্র্ণাবর্তটি বিস্তৃত রয়েছে বাংলাদেশ উত্তর পূর্ব দিকে৷ এছাড়াও একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে রয়েছে অসমের উপর দিয়ে৷
এদিকে এই ধরণের অ্যাকটিভ ওয়েদার চ্যানেলে থাকলেও দক্ষিণবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না৷ 
এদিকে এই ধরণের অ্যাকটিভ ওয়েদার চ্যানেলে থাকলেও দক্ষিণবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না৷
দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিনবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে কলকাতাতেও এদিন ৭০ বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙল৷ তা ছুঁয়ে ফেলল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা৷ ফলে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর৷ 
এদিকে কলকাতাতেও এদিন ৭০ বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙল৷ তা ছুঁয়ে ফেলল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মাত্রা৷ ফলে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর৷
আগে কখনও এমনটা হয়নি যেটা হচ্ছে বাঁকুড়া জেলায়। টানা কুড়ি দিন ভয়ঙ্কর তাপ প্রবাহ। তাপমাত্রা বেশ চড়া হলেও, তাপ প্রবাহের প্রভাব যেন আরও বেশি। পূর্বাভাস অনুযায়ী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকবে তাপ প্রবাহ।
আগে কখনও এমনটা হয়নি যেটা হচ্ছে বাঁকুড়া জেলায়। টানা কুড়ি দিন ভয়ঙ্কর তাপ প্রবাহ। তাপমাত্রা বেশ চড়া হলেও, তাপ প্রবাহের প্রভাব যেন আরও বেশি। পূর্বাভাস অনুযায়ী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকবে তাপ প্রবাহ।
আগামী সপ্তাহের রবিবার সামান্য বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।
আগামী সপ্তাহের রবিবার সামান্য বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ।
 একইসঙ্গে বুধবার এবং বৃহস্পতি বার তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে অনুমান করা হচ্ছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি হলেও, "ফিল লাইক" তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি।
একইসঙ্গে বুধবার এবং বৃহস্পতি বার তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে অনুমান করা হচ্ছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি হলেও, “ফিল লাইক” তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি।
দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় অব্যাহত থাকছে তাপ প্রবাহের সতর্কতা। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় থাকছে সতর্কবার্তা। চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়াৃ এই ছয় জেলাতে। রীতিমত গরম হাওয়া অর্থাৎ ‘লু’ বইবার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় অব্যাহত থাকছে তাপ প্রবাহের সতর্কতা। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় থাকছে সতর্কবার্তা। চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়াৃ এই ছয় জেলাতে। রীতিমত গরম হাওয়া অর্থাৎ ‘লু’ বইবার সম্ভাবনা।
বায়ুতে আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ১৯ থেকে ২৩ শতাংশের মধ্যে। অতিবেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি যার সূচক ১১। ফলেই সতর্কতা অবলম্বন না করে চড়া রোদে বেরোতে মানা করছেন বিশেষজ্ঞরা। এদিন সূর্যাস্ত হবে ছটা বেজে ৯ মিনিটে। বায়ুর চাপ থাকবে এক হাজার দুই মিলিবার। বাঁকুড়ার বায়ুর গুণগতমান সোমবারে তুলনায় একটু ভালো, যার সূচক আশি। Input- Nilanjan Banerjee
বায়ুতে আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ১৯ থেকে ২৩ শতাংশের মধ্যে। অতিবেগুনি রশ্মির পরিমাণ অত্যন্ত বেশি যার সূচক ১১। ফলেই সতর্কতা অবলম্বন না করে চড়া রোদে বেরোতে মানা করছেন বিশেষজ্ঞরা। এদিন সূর্যাস্ত হবে ছটা বেজে ৯ মিনিটে। বায়ুর চাপ থাকবে এক হাজার দুই মিলিবার। বাঁকুড়ার বায়ুর গুণগতমান সোমবারে তুলনায় একটু ভালো, যার সূচক আশি। Input- Nilanjan Banerjee

 

Rainfall in South Bengal: রবিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির আশা? সোমবার বড় সুখবর

আজই নতুন রেকর্ড তৈরি করেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা৷ কলকাতার তাপমাত্রা এ দিন ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে৷ আগামী কয়েকদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷
আজই নতুন রেকর্ড তৈরি করেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা৷ কলকাতার তাপমাত্রা এ দিন ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে৷ আগামী কয়েকদিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস৷
আবহ দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী চার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক এবং গরম আবহাওয়া বজায় থাকবে৷ তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতি কিছুটা বদল হতে পারে৷
আবহ দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী চার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক এবং গরম আবহাওয়া বজায় থাকবে৷ তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতি কিছুটা বদল হতে পারে৷
আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার দক্ষিণবঙ্গের ছটি জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
আবহ দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার দক্ষিণবঙ্গের ছটি জেলায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
যে জেলাগুলিতে বৃষ্টির আশা রয়েছে, সেগুলি হল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ৷
যে জেলাগুলিতে বৃষ্টির আশা রয়েছে, সেগুলি হল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ৷
তবে আগামী সপ্তাহের শুরুতেই সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷
তবে আগামী সপ্তাহের শুরুতেই সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷
তবে বৃষ্টি হলেও গরম থেকে কতটা স্বস্তি মিলবে, তা নিয়ে এখনও কিছু জানায়নি আবহাওয়া দফতর৷ তবে আগামী চার থেকে পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই৷
তবে বৃষ্টি হলেও গরম থেকে কতটা স্বস্তি মিলবে, তা নিয়ে এখনও কিছু জানায়নি আবহাওয়া দফতর৷ তবে আগামী চার থেকে পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই৷

West Bengal weather alert: রাজ্যে বৃষ্টির আশা মাত্র দুই জেলায়, চরম তাপপ্রবাহ কোথায় কোথায়? রইল সর্বশেষ আপডেট

আগামী অন্তত সাত দিন শুধু দক্ষিণবঙ্গ কেন, উত্তরবঙ্গেও বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি৷ এ দিন এমনই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর৷ ছবি- পিটিআই
আগামী অন্তত সাত দিন শুধু দক্ষিণবঙ্গ কেন, উত্তরবঙ্গেও বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি৷ এ দিন এমনই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর৷ ছবি- পিটিআই
আজও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মালদহে তীব্র তাপপ্রবাহ ছিল। দক্ষিণবঙ্গে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে৷ চরমে পৌঁছবে অস্বস্তি৷
আজও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মালদহে তীব্র তাপপ্রবাহ ছিল। দক্ষিণবঙ্গে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে৷ চরমে পৌঁছবে অস্বস্তি৷
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে।
হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে।
আগামিকাল থেকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আগামিকাল থেকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আগামিকাল থেকে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের মতো একই পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গেও৷ শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
দক্ষিণবঙ্গের মতো একই পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গেও৷ শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও তীব্রপ্রবাহ, কোথাও চরম তাপপ্রবাহের সর্তকতা।
কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কোথাও কোথাও তীব্রপ্রবাহ, কোথাও চরম তাপপ্রবাহের সর্তকতা।