Hand Care Tips: বয়স পিছনের দিকে ছুটবে, ঘরোয়া ৩ নিয়ম অব্যর্থ, কুচকানো চামড়া সোজা মসৃণ হবে

দীর্ঘ দিনের অবহেলা এবং অযত্নের ফলে সেই ছাপ কিন্তু পড়তে শুরু করে হাতের চামড়ার মধ্যেও। তবে সঠিক ভাবে যত্ন নিলেই কিন্তু হাতে বয়সের ছাপ পড়বে না।
দীর্ঘ দিনের অবহেলা এবং অযত্নের ফলে সেই ছাপ কিন্তু পড়তে শুরু করে হাতের চামড়ার মধ্যেও। তবে সঠিক ভাবে যত্ন নিলেই কিন্তু হাতে বয়সের ছাপ পড়বে না।
অভিজ্ঞ গৃহবধু সোমা রায় জানান, দীর্ঘ দিনের অবহেলা এবং অযত্নের ছাপ পড়তে শুরু করে হাতে। শুধু মুখের যত্ন নিলেই হয় না। কিছুটা হাতেরও যত্ন নিতে হয়।
অভিজ্ঞ গৃহবধু সোমা রায় জানান, দীর্ঘ দিনের অবহেলা এবং অযত্নের ছাপ পড়তে শুরু করে হাতে। শুধু মুখের যত্ন নিলেই হয় না। কিছুটা হাতেরও যত্ন নিতে হয়।
বাড়ির কাজ করার সময় খুব জল ঘেঁটে থাকেন অনেকেই। অতিরিক্ত জল ঘাঁটলেও হাতের ত্বক বুড়িয়ে যেতে পারে। তাই গ্লাভস ব্যবহার করুন ঘরোয়া কাজের সময়।
বাড়ির কাজ করার সময় খুব জল ঘেঁটে থাকেন অনেকেই। অতিরিক্ত জল ঘাঁটলেও হাতের ত্বক বুড়িয়ে যেতে পারে। তাই গ্লাভস ব্যবহার করুন ঘরোয়া কাজের সময়।
হাত ভাল রাখতে মাঝে মধ্যে ম্যানিকিয়োর করানো উচিত। বাড়িতে ঘরোয়া উপায়েই করতে পারেন এই কাজ। এতে হাত হয়ে উঠবে উজ্জ্বল, নরম ও তুলতুলে।
হাত ভাল রাখতে মাঝে মধ্যে ম্যানিকিয়োর করানো উচিত। বাড়িতে ঘরোয়া উপায়েই করতে পারেন এই কাজ। এতে হাত হয়ে উঠবে উজ্জ্বল, নরম ও তুলতুলে।
রোদের অতিবেগুনি রশ্মি কেবল মুখের ত্বকেরই ক্ষতি করে না। হাতের ত্বকেরও ক্ষতি হয় এর ফলে। তাই রোদে বেরোনোর সময় অবশ্যই হাতেও সানস্ক্রিন মাখা উচিত।
রোদের অতিবেগুনি রশ্মি কেবল মুখের ত্বকেরই ক্ষতি করে না। হাতের ত্বকেরও ক্ষতি হয় এর ফলে। তাই রোদে বেরোনোর সময় অবশ্যই হাতেও সানস্ক্রিন মাখা উচিত।
হাত ভাল রাখার একটা উপায় হল নিয়মিত ময়েশ্চারাইজার ক্রিম মাখা। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে করে ক্রিম মাখলে হাত হবে মোলায়েম।
হাত ভাল রাখার একটা উপায় হল নিয়মিত ময়েশ্চারাইজার ক্রিম মাখা। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে করে ক্রিম মাখলে হাত হবে মোলায়েম।