Tag Archives: durga puja lifestyle

Hand Care Tips: বয়স পিছনের দিকে ছুটবে, ঘরোয়া ৩ নিয়ম অব্যর্থ, কুচকানো চামড়া সোজা মসৃণ হবে

দীর্ঘ দিনের অবহেলা এবং অযত্নের ফলে সেই ছাপ কিন্তু পড়তে শুরু করে হাতের চামড়ার মধ্যেও। তবে সঠিক ভাবে যত্ন নিলেই কিন্তু হাতে বয়সের ছাপ পড়বে না।
দীর্ঘ দিনের অবহেলা এবং অযত্নের ফলে সেই ছাপ কিন্তু পড়তে শুরু করে হাতের চামড়ার মধ্যেও। তবে সঠিক ভাবে যত্ন নিলেই কিন্তু হাতে বয়সের ছাপ পড়বে না।
অভিজ্ঞ গৃহবধু সোমা রায় জানান, দীর্ঘ দিনের অবহেলা এবং অযত্নের ছাপ পড়তে শুরু করে হাতে। শুধু মুখের যত্ন নিলেই হয় না। কিছুটা হাতেরও যত্ন নিতে হয়।
অভিজ্ঞ গৃহবধু সোমা রায় জানান, দীর্ঘ দিনের অবহেলা এবং অযত্নের ছাপ পড়তে শুরু করে হাতে। শুধু মুখের যত্ন নিলেই হয় না। কিছুটা হাতেরও যত্ন নিতে হয়।
বাড়ির কাজ করার সময় খুব জল ঘেঁটে থাকেন অনেকেই। অতিরিক্ত জল ঘাঁটলেও হাতের ত্বক বুড়িয়ে যেতে পারে। তাই গ্লাভস ব্যবহার করুন ঘরোয়া কাজের সময়।
বাড়ির কাজ করার সময় খুব জল ঘেঁটে থাকেন অনেকেই। অতিরিক্ত জল ঘাঁটলেও হাতের ত্বক বুড়িয়ে যেতে পারে। তাই গ্লাভস ব্যবহার করুন ঘরোয়া কাজের সময়।
হাত ভাল রাখতে মাঝে মধ্যে ম্যানিকিয়োর করানো উচিত। বাড়িতে ঘরোয়া উপায়েই করতে পারেন এই কাজ। এতে হাত হয়ে উঠবে উজ্জ্বল, নরম ও তুলতুলে।
হাত ভাল রাখতে মাঝে মধ্যে ম্যানিকিয়োর করানো উচিত। বাড়িতে ঘরোয়া উপায়েই করতে পারেন এই কাজ। এতে হাত হয়ে উঠবে উজ্জ্বল, নরম ও তুলতুলে।
রোদের অতিবেগুনি রশ্মি কেবল মুখের ত্বকেরই ক্ষতি করে না। হাতের ত্বকেরও ক্ষতি হয় এর ফলে। তাই রোদে বেরোনোর সময় অবশ্যই হাতেও সানস্ক্রিন মাখা উচিত।
রোদের অতিবেগুনি রশ্মি কেবল মুখের ত্বকেরই ক্ষতি করে না। হাতের ত্বকেরও ক্ষতি হয় এর ফলে। তাই রোদে বেরোনোর সময় অবশ্যই হাতেও সানস্ক্রিন মাখা উচিত।
হাত ভাল রাখার একটা উপায় হল নিয়মিত ময়েশ্চারাইজার ক্রিম মাখা। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে করে ক্রিম মাখলে হাত হবে মোলায়েম।
হাত ভাল রাখার একটা উপায় হল নিয়মিত ময়েশ্চারাইজার ক্রিম মাখা। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে করে ক্রিম মাখলে হাত হবে মোলায়েম।

Durga Puja Fashion: মা-মেয়ের একই পোশাকের ফ্যাশন! পুজোর বিশেষ কম্বো অফার

জলপাইগুড়ি: দুর্গাপুজোর দিন গোনা শুরু। এরই মধ্যে রইল দারুণ সুখবর। মাত্র ৫০০ টাকাতেই মিলবে মা মেয়ের ম্যাচিং আউটফিট! ভাবছেন কোথায়? পুজো স্পেশাল এমন মা-মেয়ের কম্বিনেশন। জলপাইগুড়িবাসীর জন্যই রইল দারুণ সুখবর। শেষ মুহূর্তের শপিং টাইমে ধামাকাদার অফার নিয়ে হাজির জলপাইগুড়ির স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

জলপাইগুড়ির দিশারী ক্লাবের সামনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগেই ছোট্ট আয়োজন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তারা। মা-মেয়ের আবেগের বন্ধনকে আরও মজবুত করতে একই রকম জামাকাপড়ের সম্ভার রাখা হয়েছে এখানে। প্রতিটি সেট মিলছে মাত্র ৫০০ টাকায়।

আরও পড়ুন: বারো মাস ফল-সবজিতে ভরে থাকবে সাধের কিচেন গার্ডেন! শুধু মেনে চলুন এই ম্যাজিক ট্রিকস…

আরও পড়ুন: টোটো নিয়ে বড় ভাবনা, ঘুম উড়তে পারে চালকদের! এবার থেকে টোটোয় লাগাতে হবে কিউআর কোর্ড

এখানে মাত্র ৫০০ টাকা থেকে শুরু করে মা-মেয়ে একই রকম পোশাক মিলছে দেদার। শুধু পোশাক নয়, বিভিন্ন ধরনের হাতে তৈরি কুর্তি, লেহেঙ্গা, আধুনিক শাড়ি, কানের দুল, এবং অন্যান্য পুজোর সাজ সামগ্রীর সম্ভারও রয়েছে প্রচুর।

সুরজিৎ দে

Hair Care with Henna Benefits: স্পা-এর যুগে হেনা? চুল উঠে যাবে না তো? চুলের যত্নে হেনা করা কেন জরুরি বললেন বিশেষজ্ঞ

হেয়ার স্পা-এর যুগে হেনা? শুনলে অবাক লাগলেও, চুলে হেনা করার দারুণ কিছু উপকারিতা রয়েছে।
হেয়ার স্পা-এর যুগে হেনা? শুনলে অবাক লাগলেও, চুলে হেনা করার দারুণ কিছু উপকারিতা রয়েছে।
কেশ বিশেষজ্ঞরা বলছেন, প্রতি দিন শ্যাম্পু করা মানেই চুলের যত্ন নেওয়া নয়। চুল ভাল রাখতে সিরামও ব্যবহার করে থাকেন কেউ কেউ। তাতে সাময়িক ভাবে চুল ভাল থাকলেও চুলের যত্নের শেষ কথা নয়।
কেশ বিশেষজ্ঞরা বলছেন, প্রতি দিন শ্যাম্পু করা মানেই চুলের যত্ন নেওয়া নয়। চুল ভাল রাখতে সিরামও ব্যবহার করে থাকেন কেউ কেউ। তাতে সাময়িক ভাবে চুল ভাল থাকলেও চুলের যত্নের শেষ কথা নয়।
অনেকেই বুঝতে পারেন না, আসলে চুলের যত্ন নেওয়ার সঠিক উপায় কোনটি। কেশ বিশেষজ্ঞরা বলছেন, চুল ভাল রাখতে সপ্তাহে এক দিন হলেও হেনা করা উচিত। এত কিছু ছেড়ে কেন চুলের যত্নে হেনাকেই এগিয়ে রাখছেন তাঁরা? বিউটিশিয়ান সোমা অধিকারী এর জবাব দিয়েছেন।
অনেকেই বুঝতে পারেন না, আসলে চুলের যত্ন নেওয়ার সঠিক উপায় কোনটি। কেশ বিশেষজ্ঞরা বলছেন, চুল ভাল রাখতে সপ্তাহে এক দিন হলেও হেনা করা উচিত। এত কিছু ছেড়ে কেন চুলের যত্নে হেনাকেই এগিয়ে রাখছেন তাঁরা? বিউটিশিয়ান সোমা অধিকারী এর জবাব দিয়েছেন।
চুল পড়ার সমস্যা নিয়ে নাজেহাল অনেকেই। মাথার চেয়ে মাটিতে চুল থাকছে বেশি। আসলে চুলের প্রয়োজনীয় পুষ্টি হ্রাস পেলে এমন সমস্যায় ভুগতে হয়। বাইরে থেকে চুল চকচকে, মসৃণ হলেও চুলের গোড়া মজবুত আছে কি না, সে দিকে নজর রাখা প্রয়োজন। কিন্তু কী ভাবে?
চুল পড়ার সমস্যা নিয়ে নাজেহাল অনেকেই। মাথার চেয়ে মাটিতে চুল থাকছে বেশি। আসলে চুলের প্রয়োজনীয় পুষ্টি হ্রাস পেলে এমন সমস্যায় ভুগতে হয়। বাইরে থেকে চুল চকচকে, মসৃণ হলেও চুলের গোড়া মজবুত আছে কি না, সে দিকে নজর রাখা প্রয়োজন। কিন্তু কী ভাবে?
শ্যাম্পু, সিরামের বদলে এ ক্ষেত্রে হেনা কার্যকরী ভূমিকা পালন করে। সপ্তাহে অন্তত এক দিন হেনা করলে চুলের পুষ্টি ফিরে আসবে। চুল ভিতর থেকে মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে। চুল পড়ার পরিমাণও ধীরে ধীরে কমবে।
শ্যাম্পু, সিরামের বদলে এ ক্ষেত্রে হেনা কার্যকরী ভূমিকা পালন করে। সপ্তাহে অন্তত এক দিন হেনা করলে চুলের পুষ্টি ফিরে আসবে। চুল ভিতর থেকে মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে। চুল পড়ার পরিমাণও ধীরে ধীরে কমবে।
অতিরিক্ত চুল ঝরার আরও একটি কারণ হল খুশকি। চুল পড়ার সমস্যা আটকাতে তাই সবার আগে খুশকি কমানো প্রয়োজন। তার জন্য অনেকেই বিভিন্ন প্রসাধন সামগ্রী ব্যবহার করে থাকেন। ‘অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু’ও ব্যবহার করে থাকেন।
অতিরিক্ত চুল ঝরার আরও একটি কারণ হল খুশকি। চুল পড়ার সমস্যা আটকাতে তাই সবার আগে খুশকি কমানো প্রয়োজন। তার জন্য অনেকেই বিভিন্ন প্রসাধন সামগ্রী ব্যবহার করে থাকেন। ‘অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু’ও ব্যবহার করে থাকেন।
তার পরেও দেখা যায় বর্ষা বা শীতকাল আসতেই খুশকিতে ভরে যায় মাথা। এর অন্যতম একটি সমাধান হতে পারে হেনা। প্রতি দিন হেনা করা সম্ভব নয়। করা ঠিকও নয়। ১৫ দিনে অন্তত দু’বার করে হেনা করলে ভাল। শুধু খুশকি নয়, চুলের অন্যান্য সমস্যার অস্ত্র হতে পারে হেনা।
তার পরেও দেখা যায় বর্ষা বা শীতকাল আসতেই খুশকিতে ভরে যায় মাথা। এর অন্যতম একটি সমাধান হতে পারে হেনা। প্রতি দিন হেনা করা সম্ভব নয়। করা ঠিকও নয়। ১৫ দিনে অন্তত দু’বার করে হেনা করলে ভাল। শুধু খুশকি নয়, চুলের অন্যান্য সমস্যার অস্ত্র হতে পারে হেনা।
রোজের ধুলো-দূষণে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। চুল কোমল মসৃণ করতে আমরা কত কিছুই না করি। শ্যাম্পু, কন্ডিশনার, বাজারচলতি বিভিন্ন প্রসাধনীর ব্যবহার-- চেষ্টার কোনও খামতি রাখেন না কেউই। এতে হয়তো প্রাথমিক ভাবে সমস্যার সমাধান হয়। কিন্তু তাতে দীর্ঘস্থায়ী হয় না। তা ছাড়া রাসায়নিক দ্রব্য মিশ্রিত এই সব প্রসাধনী ব্যবহারের ফলে চুল আরও রুক্ষ হয়ে পড়ে।
রোজের ধুলো-দূষণে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। চুল কোমল মসৃণ করতে আমরা কত কিছুই না করি। শ্যাম্পু, কন্ডিশনার, বাজারচলতি বিভিন্ন প্রসাধনীর ব্যবহার– চেষ্টার কোনও খামতি রাখেন না কেউই। এতে হয়তো প্রাথমিক ভাবে সমস্যার সমাধান হয়। কিন্তু তাতে দীর্ঘস্থায়ী হয় না। তা ছাড়া রাসায়নিক দ্রব্য মিশ্রিত এই সব প্রসাধনী ব্যবহারের ফলে চুল আরও রুক্ষ হয়ে পড়ে।
চুল সুন্দর ও কোমল রাখতে তাই হেনা করার পরামর্শ দিচ্ছেন কেশ বিশেষজ্ঞরা। ঘরোয়া বিভিন্ন উপকরণ দিয়ে বাড়িতেই হেনা তৈরি করে নিতে বলছেন। এতে চুলের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা থাকবে না।
চুল সুন্দর ও কোমল রাখতে তাই হেনা করার পরামর্শ দিচ্ছেন কেশ বিশেষজ্ঞরা। ঘরোয়া বিভিন্ন উপকরণ দিয়ে বাড়িতেই হেনা তৈরি করে নিতে বলছেন। এতে চুলের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা থাকবে না।

Special Cocktail: সাদামাটা ড্রিঙ্কসকে বলুন বাই বাই, চমকদার ককটেলে এবার জমুক পুজো!

পুজো মানেই প্রাণ ভরা আনন্দ৷ গোটা এক বছরের অপেক্ষার পর ৫ দিনের চুটিয়ে মজা৷ পুজো মানে যেমন নতুন জামা তেমনই পুজোর ক’টা দিন ডায়েট ভুলে মন ভরে খাওয়াও রয়েছে৷
পুজো মানেই প্রাণ ভরা আনন্দ৷ গোটা এক বছরের অপেক্ষার পর ৫ দিনের চুটিয়ে মজা৷ পুজো মানে যেমন নতুন জামা তেমনই পুজোর ক’টা দিন ডায়েট ভুলে মন ভরে খাওয়াও রয়েছে৷
বাঙালির পেট পুজোর কথা সকলেই জানানে৷৷ সর্বভুক বাঙালিদের জন্য আমিষ-নিরামিষ সবই প্রিয়৷ আর পুজোর সময় স্টার্টার্স বা মুখরোচক খাবারই বেশি পছন্দের৷
বাঙালির পেট পুজোর কথা সকলেই জানানে৷৷ সর্বভুক বাঙালিদের জন্য আমিষ-নিরামিষ সবই প্রিয়৷ আর পুজোর সময় স্টার্টার্স বা মুখরোচক খাবারই বেশি পছন্দের৷
এবার পুজোয়ে টেস্টি স্ন্যাক্সের সঙ্গে ট্রাই করুন নতুন ধরনের ককটেল৷ হুইস্কি, ভদকা, জিন, রাম তো পান করেছেন৷ পুজোতে নতুন কিছু ট্রাই করুন, অবশ্যই স্পেশ্যাল৷
এবার পুজোয়ে টেস্টি স্ন্যাক্সের সঙ্গে ট্রাই করুন নতুন ধরনের ককটেল৷ হুইস্কি, ভদকা, জিন, রাম তো পান করেছেন৷ পুজোতে নতুন কিছু ট্রাই করুন, অবশ্যই স্পেশ্যাল৷
কেমন এই ককটেল? নাম শুনলে কিছুটা বুঝবেন৷
কেমন এই ককটেল? নাম শুনলে কিছুটা বুঝবেন৷
রাবড়ি গ্রাম, ব্লাড লেস মেরি, হিমালয়ান স্পাইস জার্নি, সানি সাউথ সিপ, বেঙ্গল জিটি, কাঁচারি বাজার, কুর ব্রিজ, মায়া ভেদা, ফিউশন ফেটা ফিজ, বেঙ্গালুরু ব্লু এলিক্সির, খারি বাউলি৷ নামের মধ্যেই রয়েছে চমক৷
রাবড়ি গ্রাম, ব্লাড লেস মেরি, হিমালয়ান স্পাইস জার্নি, সানি সাউথ সিপ, বেঙ্গল জিটি, কাঁচারি বাজার, কুর ব্রিজ, মায়া ভেদা, ফিউশন ফেটা ফিজ, বেঙ্গালুরু ব্লু এলিক্সির, খারি বাউলি৷ নামের মধ্যেই রয়েছে চমক৷
কাসুন্দির সঙ্গে পেয়ারর টেস্ট এবার ড্রিঙ্কে৷ টাকিলা দিয়ে তৈরি হবে এই ককটেল৷ টম্যাটো জুসের সঙ্গে ভদকা দিয়ে বিশেষ এই ককটেল খুবই জনপ্রিয়৷ তার সঙ্গে জুড়েছে নতুন কিছু উপাদান যা অন্ধ্র প্রদেশের কিছু কিছু খাবার এবং পানীয় থেকে অনুপ্রাণিত৷
কাসুন্দির সঙ্গে পেয়ারর টেস্ট এবার ড্রিঙ্কে৷ টাকিলা দিয়ে তৈরি হবে এই ককটেল৷ টম্যাটো জুসের সঙ্গে ভদকা দিয়ে বিশেষ এই ককটেল খুবই জনপ্রিয়৷ তার সঙ্গে জুড়েছে নতুন কিছু উপাদান যা অন্ধ্র প্রদেশের কিছু কিছু খাবার এবং পানীয় থেকে অনুপ্রাণিত৷
বাঙালির শুক্তর স্বাদও থাকবে ককটেলে৷ ফলে বুঝতেই পারছেন একেবারে ভিন্ন রকমের এই ককটেলের স্বাদ৷ কোথায় পাবেন এই অত্যাধুনিক ককটেল?সিটি সেন্টার ২, নিউটাউনে রয়েছে ট্র্যাফিক গ্যাস্ট্রোপাব৷ পুজোর সন্ধেবেলা বা রাতের দিকে বন্ধুদের সঙ্গে পার্টি করতে গেলে পাবেন অসাধারণ এই সব ড্রিঙ্কস, সঙ্গে দুর্দান্ত সব সার্টার্স৷
বাঙালির শুক্তর স্বাদও থাকবে ককটেলে৷ ফলে বুঝতেই পারছেন একেবারে ভিন্ন রকমের এই ককটেলের স্বাদ৷কোথায় পাবেন এই অত্যাধুনিক ককটেল?সিটি সেন্টার ২, নিউটাউনে রয়েছে ট্র্যাফিক গ্যাস্ট্রোপাব৷ পুজোর সন্ধেবেলা বা রাতের দিকে বন্ধুদের সঙ্গে পার্টি করতে গেলে পাবেন অসাধারণ এই সব ড্রিঙ্কস, সঙ্গে দুর্দান্ত সব সার্টার্স৷
মাত্র ৭০০ টাকা থেকে শুরু দাম৷ অতএব সাধের মধ্যেই বিভিন্ন স্বাদ পেতে চলে আসুন ট্র্যাফিক গ্যাস্ট্রোপাবে৷
মাত্র ৭০০ টাকা থেকে শুরু দাম৷ অতএব সাধের মধ্যেই বিভিন্ন স্বাদ পেতে চলে আসুন ট্র্যাফিক গ্যাস্ট্রোপাবে৷