প্রবাদপ্রতীম বাক্য ‘জলের আর এক জীবন’৷ কিন্ত জলের আধার যদি ঠিক না হয়, তাহলে কিন্তু সমস্যা৷ স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় জলও তখন অস্বাস্থ্যকর হয়ে যায়৷ তাই চেষ্টা করা উচিত, জলের আধারটিকেও পরিষ্কার করে রাখতে৷

Cleaning Tips: বোতলে ভ্যাপসা গন্ধ, ভিতরে শ্যাওলা? ঘরোয়া উপায়ে ১ মিনিটেই হবে নতুনের মতো ঝাঁ চকচকে, রইল ম্যাজিক টিপস

প্রবাদপ্রতীম বাক্য ‘জলের আর এক জীবন’৷ কিন্ত জলের আধার যদি ঠিক না হয়, তাহলে কিন্তু সমস্যা৷ স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় জলও তখন অস্বাস্থ্যকর হয়ে যায়৷ তাই চেষ্টা করা উচিত, জলের আধারটিকেও পরিষ্কার করে রাখতে৷
প্রবাদপ্রতীম বাক্য ‘জলের আর এক জীবন’৷ কিন্ত জলের আধার যদি ঠিক না হয়, তাহলে কিন্তু সমস্যা৷ স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় জলও তখন অস্বাস্থ্যকর হয়ে যায়৷ তাই চেষ্টা করা উচিত, জলের আধারটিকেও পরিষ্কার করে রাখতে৷
কিন্তু বোতল বস্তুটি বড় বেশি অপরিষ্কার হয়ে যায়৷ ঘরদোর পরিষ্কারের মধ্যে বোতলের কথা আমরা বেমালুম ভুলে যাই৷ অথচ, বেশিদিন ব্যবহারের ফলে তাতে একটা ভ্যাপসা গন্ধের সৃষ্টি হয়৷ অনেক সময় জলের দাগ পড়ে যায়, তাতে৷ শ্যাওলাও পড়ে যায়৷ তাতে বাইরে থেকে বোতল দেখতে যেমন খুব বিশ্রী লাগে, তেমনই তা অস্বাস্থ্যকরও বটে৷
কিন্তু বোতল বস্তুটি বড় বেশি অপরিষ্কার হয়ে যায়৷ ঘরদোর পরিষ্কারের মধ্যে বোতলের কথা আমরা বেমালুম ভুলে যাই৷ অথচ, বেশিদিন ব্যবহারের ফলে তাতে একটা ভ্যাপসা গন্ধের সৃষ্টি হয়৷ অনেক সময় জলের দাগ পড়ে যায়, তাতে৷ শ্যাওলাও পড়ে যায়৷ তাতে বাইরে থেকে বোতল দেখতে যেমন খুব বিশ্রী লাগে, তেমনই তা অস্বাস্থ্যকরও বটে৷
নিজের ঘর পরিচ্ছন্ন রাখাটা যেমন জরুরি, তেমনই দৈনন্দিন ব্যবহার জিনিসের স্বাস্থ্যবিধিও মেনে চলুন৷ তাই কয়েকটা ঘরোয়া টোটকায় পরিষ্কার করে ফেলুন আপনার ব্যবহারের জলের বোতল৷
নিজের ঘর পরিচ্ছন্ন রাখাটা যেমন জরুরি, তেমনই দৈনন্দিন ব্যবহার জিনিসের স্বাস্থ্যবিধিও মেনে চলুন৷ তাই কয়েকটা ঘরোয়া টোটকায় পরিষ্কার করে ফেলুন আপনার ব্যবহারের জলের বোতল৷
বোতলের ভ্যাপসা গন্ধ দূর করার জন্য, জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন৷ এবার ১০ মিনিট রেখে দিন৷ তারপর ধুলেই পরিষ্কার হয়ে যাবে৷
বোতলের ভ্যাপসা গন্ধ দূর করার জন্য, জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন৷ এবার ১০ মিনিট রেখে দিন৷ তারপর ধুলেই পরিষ্কার হয়ে যাবে৷
হালকা গরম জলের সঙ্গে ডিটারজেন্ট মিশিয়ে নিন৷ ব্রাশ দিয়ে ভাল করে ঘষে ঘষে পরিষ্কার করে নিন৷
হালকা গরম জলের সঙ্গে ডিটারজেন্ট মিশিয়ে নিন৷ ব্রাশ দিয়ে ভাল করে ঘষে ঘষে পরিষ্কার করে নিন৷
একটা বোতলে গরম জলের সঙ্গে লেবুর রস ও নুন মিশিয়ে রাখুন৷ অন্তত ১ ঘণ্টা মতো রেখে দিন৷ তারপর ভাল করে ঘষে ঘষে পরিষ্কার করে নিন৷
একটা বোতলে গরম জলের সঙ্গে লেবুর রস ও নুন মিশিয়ে রাখুন৷ অন্তত ১ ঘণ্টা মতো রেখে দিন৷ তারপর ভাল করে ঘষে ঘষে পরিষ্কার করে নিন৷
তবে যদি প্লাস্টিকের বোতল হয়, সেক্ষেত্রে গরম জল ব্যবহার না করাই ভাল৷ তবে স্বাস্থ্যের জন্য হোক বা পরিবেশের কারণে, প্লাস্টিকের বোতল না ব্যবহার করাই ভাল৷
তবে যদি প্লাস্টিকের বোতল হয়, সেক্ষেত্রে গরম জল ব্যবহার না করাই ভাল৷ তবে স্বাস্থ্যের জন্য হোক বা পরিবেশের কারণে, প্লাস্টিকের বোতল না ব্যবহার করাই ভাল৷