ঘাস কাটতে গিয়ে ভয়ঙ্কর বিপদ, কৃষককে ধান ক্ষেতে নিয়ে গিয়ে খেল বাঘ!

Tiger Attack: ঘাস কাটতে গিয়ে ভয়ঙ্কর বিপদ, কৃষককে ধান ক্ষেতে নিয়ে গিয়ে খেল বাঘ!

লখিমপুর খেরি : বাহরাইচে নেকড়েদের আতঙ্কের পর এখন উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় মানুষখেকো বাঘের আতঙ্ক চলছে। একের পর এক বন্য জন্তুর আক্রমণে দিশেহারা হয়ে উঠেছেন গ্রামবাসীরা৷

আরও পড়ুন : জানলে চমকে উঠবেন, শোয়ার ঘর থেকে রান্না ঘর, এই গ্রামে ঘরে ঘরে ভর্তি লাশ!

ঠিক কী জানা গিয়েছে? জেলার মোহাম্মদী ফরেস্ট রেঞ্জে মাঠে ঘাস কাটতে যাওয়া এক কৃষকের ওপর বাঘের হামলা হয়েছে। বাঘটি কৃষককে আখ ক্ষেতে টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। পরে ক্ষেতের পাশে সাইকেল দেখতে পেয়ে আশেপাশে তল্লাশি চালিয়ে আখ ক্ষেতে লাশ পাওয়া যায়।

আরও পড়ুন : পড়ুয়া ভর্তি বাসে হঠাৎ বিধ্বংসী আগুন! পুড়ে মৃত্যু ২৫? আহত একাধিক

রাজেপুর শাহ গ্রামের বাসিন্দা প্রভু দয়াল খামারে পশুর চারণ সংগ্রহ করতে গেলে হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে, এতে প্রভু দয়াল মারা যান। বিক্ষুব্ধ গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে হট্টগোল শুরু করে। মোহাম্মদী ফরেস্ট রেঞ্জে বাঘের আক্রমণে এটি তৃতীয় মৃত্যু। যার জেরে আশেপাশের গ্রামবাসীদের মধ্যে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ বিরাজ করছে।

ড্রোন দিয়ে খোঁজে নিয়োজিত বন বিভাগ

মহম্মদী রেঞ্জের রেঞ্জার নরেশ সিং বলেছেন, লোকজন জানতে পেরেছিল যে আখ ক্ষেতে এক যুবকের মৃতদেহ রয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, যুবকটিকে কোনো বন্য পশুর আঘাতে মেরে ফেলা হয়েছে। এখন তদন্তের পর জানা যাবে এটি বাঘের আক্রমণ নাকি চিতাবাঘ হামলা চালিয়ে ওই যুবককে হত্যা করেছে। তিনি বলেন, ড্রোন ক্যামেরার মাধ্যমে বন্য প্রাণীটির সন্ধান করা হচ্ছে।