মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee Durga Puja Album: মমতার পুজোর লেখাতে আরজি কর যন্ত্রণা, স্বরচিত গানও গাইলেন মুখ্যমন্ত্রী! দেখুন সেই ভিডিও

কলকাতা: মহালয়ায় উদ্বোধন হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজোর গানের অ্যালবাম। তাঁর এ বছরের পুজোর অ্যালবামের নাম ‘অঞ্জলি’ ৷ এই অ্যালবামের গানগুলিতে কথা এবং সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই ৷ এদিন পুজোর উদ্বোধনে গিয়ে নিজে গান গেয়ে শোনান মুখ্যমন্ত্রী নিজে।

প্রত্যেক বছর মহালয়ার দিন দলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যা প্রকাশের পাশাপাশি নিজের অ্যালবাম প্রকাশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরে এটাই হয়ে আসছে। মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘আমি প্রচ্ছদ করেছি এবার। আজ আমি জেলার চারশো পুজো উদ্বোধন করব। মা সবাইকে ভাল রাখুন। যাঁরা কাউন্সিলর আছেন তাঁরা জাগো বাংলার শারদীয়া কিনুন৷ অনেক ইনফরমেশন থাকে এতে। অনেক কষ্ট করে এটা হয়৷ আমরা এক পয়সা বিজ্ঞাপন নিই না। অনেক বানভাসি মানুষ আছেন৷ তাঁদের পাশে সাধ্যমতো থাকুন। আমরা অনেক করেছি৷ আমাদের দল অনেক করেছে৷ আমরা চুপ করে কাজ করছি৷ আমি মনে করি চুপ করে কাজ করা উচিত। বেশি বক বক করা উচিত নয়।’

আরও পড়ুন: কে গুলি করল গোবিন্দাকে? নিজের ভুলেই নাকি অন্য কেউ? নায়কের বয়ানে অসঙ্গতি-রহস্য!

তিনি আরও বলেন, ‘অনেকে বলেন পুজো কেন করব। আমরা মনে করি সবাইকে নিয়ে চলায় একটা প্রাণ আছে। অনেক বড় বড় পুজো কলকাতায় হয়৷ অনেক ভাল পুজো জেলায় হচ্ছে৷ পুলিশের সঙ্গে সমন্বয় রাখুন৷ প্রবীণ, শিশু ও মহিলাদের দিকে বেশি করে নজর রাখুন।’

আরও পড়ুন: লোকে চেনে স্প্রাউট নামে! অঙ্কুরিত মুগ পুষ্টির পাওয়ার হাউজ; রোগমুক্ত হতে রোজ খান

অঞ্জলি অ্যালবামে দশটি গান রয়েছে। যার প্রত্যেকটি গানের গীতিকার এবং সুরকার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এবারের পুজো অ্যালবামে গলা মিলিয়েছেন নচিকেতা, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, দেবজ্যোতি বসুর মতো শিল্পীরা।

দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো

আবীর ঘোষাল