গাছের কান্ডতে ফুটে উঠেছে কাজ

Durga Puja 2024: গাছের গুড়ি খোদাই করে দেবীর মূর্তি, কাঠের মধ্যে বিরাট কর্মকাণ্ড, কলকাতার খুব কাছে এই শিল্পকর্ম

একটি প্রকাণ্ড গাছের কান্ডতেই ফুটে উঠেছে দেবীর এই রূপ! বরানগর ন'পাড়া দাদাভাই সংঘের পুজোর এবারের থিম
একটি প্রকাণ্ড গাছের কান্ডতেই ফুটে উঠেছে দেবীর এই রূপ! বরানগর ন’পাড়া দাদাভাই সংঘের পুজোর এবারের থিম “শিকর” (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়)
বড় গাছের গুড়ি খোদাই করে করা হয়েছে প্রতিমা নির্মাণ। মাটি দিয়ে তৈরি হয়েছে মন্ডপ
বড় গাছের গুড়ি খোদাই করে করা হয়েছে প্রতিমা নির্মাণ। মাটি দিয়ে তৈরি হয়েছে মন্ডপ
উত্তরবঙ্গের পাহাড়ি গাছ তিস্তায় পড়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মধ্যে দিয়ে নানা রকম আকৃতি ধারণ করে। সেরকমই একটি গাছকে সংরক্ষণ করে বিশেষ হাতের কাজের দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে এই দেবী মূর্তির রূপ বলে জানা গিয়েছে
উত্তরবঙ্গের পাহাড়ি গাছ তিস্তায় পড়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার মধ্যে দিয়ে নানা রকম আকৃতি ধারণ করে। সেরকমই একটি গাছকে সংরক্ষণ করে বিশেষ হাতের কাজের দক্ষতায় ফুটিয়ে তোলা হয়েছে এই দেবী মূর্তির রূপ বলে জানা গিয়েছে
কালনার সমুদ্রগড়ের শিল্পীরা করেছেন এই কাজ। মন্ডপের চারিদিকে হাজার মুখের সারি, প্রতিটি মুখের গঠনই আলাদা
কালনার সমুদ্রগড়ের শিল্পীরা করেছেন এই কাজ। মণ্ডপের চারিদিকে হাজার মুখের সারি, প্রতিটি মুখের গঠনই আলাদা
এবারের ভাবনায় বাউলতত্ত্ব নিয়েই কাজ করেছেন থিম মেকার সন্দীপ মুখোপাধ্যায়। সিলিকনের দুর্গা গড়ে এর আগে রাজ্যে সারা ফেলে দিয়েছিল এই পুজো। তাদের এবারের ভাবনাও দর্শকদের বিশেষ মন কাড়বে বলেও আশা উদ্যোক্তাদের
এবারের ভাবনায় বাউলতত্ত্ব নিয়েই কাজ করেছেন থিম মেকার সন্দীপ মুখোপাধ্যায়। সিলিকনের দুর্গা গড়ে এর আগে রাজ্যে সারা ফেলে দিয়েছিল এই পুজো। তাদের এবারের ভাবনাও দর্শকদের বিশেষ মন কাড়বে বলেও আশা উদ্যোক্তাদের
চতুর্থীতে হবে দেবীর মূর্তি উন্মোচন, তারপর থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই মন্ডপ বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি করেছেন উদ্বোধন। এখন মন্ডপের নানা প্রান্তে চলছে শেষ ফিনিশিং টাচ
চতুর্থীতে হবে দেবীর মূর্তি উন্মোচন, তারপর থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই মণ্ডপ বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি করেছেন উদ্বোধন। এখন মণ্ডপের নানা প্রান্তে চলছে শেষ ফিনিশিং টাচ