গরুমারায় এবার হাতির সঙ্গে সেলফি!

Selfie with Elephant: পুজোর আগেই দারুণ খবর! ডুয়ার্সে গেলে এবার থেকে যে অভিজ্ঞতা হবে, পৃথিবীর কোথাও তা পাবেন না!

হাতির সঙ্গে সেলফি! বনে বেড়াতে এসে বুনোদের সঙ্গে দৃশ্য বন্দি করে রাখার ইচ্ছে কার না মনে জাগে।
হাতির সঙ্গে সেলফি! বনে বেড়াতে এসে বুনোদের সঙ্গে দৃশ্য বন্দি করে রাখার ইচ্ছে কার না মনে জাগে।
এবার সেই ইচ্ছেপূরণ করতে চলেছে গরুমারা বন্যপ্রাণী বিভাগ। গরুমারা জাতীয় উদ্যানে তৈরি করা হবে সেলফি পয়েন্ট।
এবার সেই ইচ্ছেপূরণ করতে চলেছে গরুমারা বন্যপ্রাণী বিভাগ। গরুমারা জাতীয় উদ্যানে তৈরি করা হবে সেলফি পয়েন্ট।
ইতিমধ্যেই পরিকল্পনা অনুমোদনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পের পাশে তৈরি করা হবে নিজস্বী পয়েন্ট।
ইতিমধ্যেই পরিকল্পনা অনুমোদনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পের পাশে তৈরি করা হবে নিজস্বী পয়েন্ট।
যেখানে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে হাতিদের সঙ্গে মুঠোফোনে মুহূর্তবন্দি করতে পারবেন পর্যটকেরা।
যেখানে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে হাতিদের সঙ্গে মুঠোফোনে মুহূর্তবন্দি করতে পারবেন পর্যটকেরা।
পুজোর আগেই পর্যটকদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা কার্যকর করার চেষ্টা চলছে বলে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক দ্বিজো প্রতীম সেন জানিয়েছেন।
পুজোর আগেই পর্যটকদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা কার্যকর করার চেষ্টা চলছে বলে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক দ্বিজো প্রতীম সেন জানিয়েছেন।