WhatsApp-এ শেয়ার বাজারের টিপস, লিঙ্কে ক্লিক করতেই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারের ৪ কোটি টাকা হাপিস

স্টক মার্কেটে বিনিয়োগ নিয়ে টিপস পেয়েছিলেন হোয়াটসঅ্যাপে। লিঙ্কে ক্লিক করতেই ৪ কোটি টাকা হাপিস। এমনটাই ঘটেছে হরিয়ানার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মহেন্দ্র সিংয়ের সঙ্গে। আজীবনের সঞ্চয় হারিয়ে এখন পথে বসেছেন তিনি।

ঠিক কী হয়েছে? হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পান মহেন্দ্র সিং। তাতে একটি অ্যাপের লিঙ্ক ছিল। মেসেজে লেখা ছিল, অ্যাপটি ডাউনলোড করলে শেয়ার বাজার থেকে বাড়তি আয় করতে পারবেন। মহেন্দ্র সিং বিশ্বাস করে অ্যাপ ডাউনলোড করেন। শুধু তাই নয়, অ্যাপের মাধ্যমে ১ কোটি টাকা বিনিয়োগও করেন তিনি।

আরও পড়ুন: পাবলিক প্রভিডেন্ট ফান্ড টাকা রাখেন ? তাহলে এই বিষয়গুলি অবশ্যই জেনে নিন

পরে তাঁর স্ত্রীও ওই অ্যাপ ডাউনলোড করেন। মোট ৪.২ কোটি টাকা বিনিয়োগ করেন দু’জনে মিলে। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বিনিয়োগ তুলে নিতে চাইলেই ৬৫ লাখ টাকা কমিশন চাওয়া হয়। তখনই সন্দেহ হয় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ারের। বুঝতে পারেন, প্রতারকদের খপ্পড়ে পড়েছেন তিনি। সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমে অভিযোগ জানান।

তদন্ত শুরু করে হরিয়ানা পুলিশ। জানা যায়, এই জালিয়াতির পিছনে বড় আন্তর্জাতিক চক্র রয়েছে। রিপোর্ট অনুযায়ী, আমেরিকা এবং ইংল্যান্ড থেকে সাইবার জালিয়াতি চালাচ্ছে মাস্টারমাইন্ডরা। শুধু তাই নয়, প্রতারণার টাকা তারা প্রথমে ভারতের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের অ্যাকাউন্টে পাঠাত। সেখান থেকে নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করত। তদন্তে এমনটাই জানতে পারে পুলিশ।

আরও পড়ুন: আরও বেশি হবে না কম? আগামী বছরের মধ্যে সোনার দাম কোথায় পৌঁছাতে পারে?

সীমান্তবর্তী গ্রামের যে সব বাসিন্দাদের অ্যাকাউন্ট ‘ভাড়ায়’ নিত জালিয়াতরা। এর জন্য ১ লাখ টাকা পিছু ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কমিশন দেওয়া হত। তদন্তে নেমে এখনও পর্যন্ত মনপ্রীত সিং এবং কার্নাইল সিং নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনেই ভারত-পাকিস্তান সীমান্ত এলাকার বাসিন্দা। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি আরও ৪ সন্দেহভাজনকেও আটক করেছে পুলিশ।

সাইবার জালিয়াতি থেকে বাঁচতে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অজানা নম্বর থেকে মেসেজ বা ফোন সম্পূর্ণ বিশ্বাস করার আগে দশবার ভাবা উচিত, বিশেষ করে যদি তাঁরা আর্থিক বিষয়ে কথা বলে। কোনও লিঙ্কে ক্লিক না করাই উচিত। গুগল প্লে স্টোরের মতো অফিসিয়াল জায়গা ছাড়া অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করা যাবে না।