Tag Archives: Whatsapp

WhatsApp alternative apps: হোয়াটসঅ্যাপ বন্ধ হলে ভরসা রাখবেন কিসে? রইল একাধিক অপশন

ভারতে প্রায় ৪৫ কোটিরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। মেসেজ করা, ভিডিয়ো কল, ফোন কল, ছবি পাঠানো হোয়াটসঅ্যাপের একাধিক সুবিধা রয়েছে। সেই জন্যই কর্মক্ষেত্রেও এই অ্যাপের ব্যবহার অনস্বীকার্য। হোয়াটসঅ্যাপ মেটার একটি অ্যাপ যার কর্ণধার মার্ক জাকারবার্গ।

আরও পড়ুন: আইপিএলের মাঝেই দুঃসংবাদ, টেস্টের সিংহাসন হাতছাড়া ভারতের, কোথায় নামলেন রোহিতেরা?

হোয়াটসঅ্যাপ দিল্লি হাই কোর্টে জানিয়েছে তারা ভারত থেকে চলে যাবে, তাও গোপনীয়তা সংক্রান্ত নিয়ম তারা লঙ্ঘন করবে না। ২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নিয়মের পরিপ্রেক্ষিতে এমনটা জানিয়েছে হোয়াটসঅ্যাপ। তার পরেই ভারতে হোয়াটসঅ্যাপের পরিষেবা দেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেই সঙ্গে ইন্ডিয়া মান্থলি রিপোর্টে প্রকাশ পেয়েছে যে মেসেজিং প্ল্যাটফর্মে নিষিদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় এই বছর প্রায় দ্বিগুণ হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দু’কোটি অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ। তাই এই অ্যাপ যদি বন্ধ হয়ে যায়, তা হলে ভরসা রাখা যাবে কোন কোন অ্যাপে?

আরও পড়ুন: কোভিশিল্ড নেওয়ার পরেই মেয়ের মৃত্যুর অভিযোগ, মামলা করতে পারে নিহতের পরিবার

টেলিগ্রাম: হোয়াটসঅ্যাপ ছাড়া যে মেসেজিং অ্যাপের নাম প্রথমেই আসে তা হল টেলিগ্রাম। এতে গ্রুজ চ্যাট, চ্যানেল, ভয়েস কল, মেসেজিং, ফাইল শেয়ার করার মতো অপশন রয়েছে। এ ছাড়াও সিনেমা দেখতে অনেকেই ইতিমধ্যে টেলিগ্রাম ব্যবহার করছেন।

কু: হোয়াসঅ্যাপের বিকল্প হিসাবে ভাল অপশন হতে পারে ভারতীয় অ্যাপ কু। বেঙ্গালুরুর সংস্থা বোম্বিনেট টেকনলজির অ্যাপ এই কু। এ ছাড়াও একাধিক ভাষায় পরিষেবা দেয় কু।

সিগনাল: টেলিগ্রাম এবং কু যাদের পছন্দ নয়, তারা ভরসা রাখতে পারেন সিগনালে। সিগনাল অ্যাপেও ভয়েস কল, ভিডিয়ো কল, মেসেজিং-এর মতো অপশন হয়েছে। সেই সঙ্গে পাঠানো যায় ভয়েস নোট, ছবি এবং ভিডিয়ো।

WhatsApp-এ আসছে চমকপ্রদ ফিচার! থাকছে বিশেষ সুবিধা, কী জেনে নিন

WhatsApp বিগত বছরের সেপ্টেম্বর মাসে তাদের চ্যানেল ফিচার অফার করেছিল। এর মাধ্যমে কোম্পানি, সেলিব্রিটি এবং ব্যবহারকারীরা বড় গ্রুপে বার্তা পাঠাতে পারবে। ফিচারটি চালু করার সময়, WhatsApp বলেছিল যে, চ্যানেলগুলি ইউজারদের নিয়মিত চ্যাট থেকে আলাদা। চ্যানেল ফিচার চালু হওয়ার পর এখনও পর্যন্ত কোনও ধরনের বড় আপডেট পাওয়া যায়নি। কিন্তু এখন খুব শীঘ্রই এই পরিবর্তন হতে যাচ্ছে। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, WhatsApp তাদের চ্যানেলের জন্য অনেকগুলি বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে।

WABetaInfo-এর একটি প্রতিবেদন অনুসারে, WhatsApp বেশ কিছু ইউজার ফ্রেন্ডলি আপডেট এনে তার চ্যানেল বৈশিষ্ট্যকে বাড়িয়ে তুলছে। এই আপডেটে, ব্যবহারকারীদের জন্য চ্যানেল তৈরি এবং অনুসন্ধানের প্রক্রিয়া আরও সহজ করা হবে। এছাড়াও, WhatsApp সরাসরি চ্যানেলের তালিকায় একটি ভেরিফিকেশন ব্যাজ যুক্ত করার পরিকল্পনা করছে। এই বিষয়ে অনুগ্রহ করে মনে রাখতে হবে যে, এই বৈশিষ্ট্যটি অ্যাপের বর্তমান সংস্করণে নেই। WhatsApp-এর পুনরায় ডিজাইন করা চ্যানেল বিভাগটি এখন তালিকার নিচে রাখা হয়েছে। এটি ব্যবহারকারীদের জন্য কনটেন্ট খুঁজে পাওয়া এবং অনুসরণ করা সহজ করে তুলবে৷

আরও পড়ুন: ২০২৪-এর শেষ দিকে লঞ্চ করবে OnePlus 13! কী কী ফিচার থাকতে পারে? জেনে নিন এখনই

আরও পড়ুন: বাজেটে ফ্ল্যাগশিপ ফোন চাই? ২০২৪-এও কিনতে পারেন পুরনো জেনারেশনের এই ৫ স্মার্টফোন

এগুলি ছাড়াও, WhatsApp এমন একটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীদের একাধিক চ্যানেলে একই সঙ্গে বাল্ক অ্যাকশনগুলি সম্পাদন করতে দেবে। যেমন মিউট করা, মার্ক রিড করা বা পিন করা। এই আপডেটগুলি WhatsApp-এ ব্যবহারকারীদের চ্যানেলগুলির সঙ্গে যোগাযোগের উপায় উন্নত করবে বলে আশা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, নতুন বাল্ক অ্যাকশন বৈশিষ্ট্য ব্যবহারকারীদের তাদের চ্যানেল ইন্টারঅ্যাকশনগুলি পরিচালনা করার উপায়কে সহজ করবে, যাতে তারা একসঙ্গে একাধিক চ্যানেল দ্রুত মিউট বা আনমিউট করতে পারে।

WhatsApp হয়ে গেল সবুজ –

আরও জানা গিয়েছে যে, সম্প্রতি WhatsApp আইওএস ব্যবহারকারীদের জন্য ঐতিহ্যগত নীল রঙের পরিবর্তে সবুজ-থিমযুক্ত রঙের স্কিম পরিবর্তন করেছে। পরিবর্তনটি ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, তবে সম্প্রতি, ভারতের ব্যবহারকারীরাও নতুন আপডেট পেয়েছে।

WhatsApp সম্পর্কে যে ৫টি বিষয় অবশ্যই জানা প্রয়োজন !

মেটা-মালিকানাধীন WhatsApp ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য ডিজাইন করা বিভিন্ন নতুন বৈশিষ্ট্য রোল আউট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বৈশিষ্ট্যগুলি, যা শীঘ্রই চালু হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য কথোপকথন, আপডেট ভাগ করে নেওয়া এবং চ্যাটগুলিকে আরও বেশি সুবিধাজনক এবং আনন্দদায়ক করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ WhatsApp-এর এই বৈশিষ্ট্যগুলি উন্নয়নধীন বলে জানা গিয়েছে এবং একটি নির্ভরযোগ্য উৎস WA বিটা ইনফো দ্বারা প্রকাশ করা হয়েছে। যেহেতু WhatsApp আনুষ্ঠানিকভাবে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি উন্মোচন করেনি, তাই অফিসিয়ালি এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
মেটা-মালিকানাধীন WhatsApp ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর জন্য ডিজাইন করা বিভিন্ন নতুন বৈশিষ্ট্য রোল আউট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বৈশিষ্ট্যগুলি, যা শীঘ্রই চালু হবে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য কথোপকথন, আপডেট ভাগ করে নেওয়া এবং চ্যাটগুলিকে আরও বেশি সুবিধাজনক এবং আনন্দদায়ক করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷ WhatsApp-এর এই বৈশিষ্ট্যগুলি উন্নয়নধীন বলে জানা গিয়েছে এবং একটি নির্ভরযোগ্য উৎস WA বিটা ইনফো দ্বারা প্রকাশ করা হয়েছে। যেহেতু WhatsApp আনুষ্ঠানিকভাবে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি উন্মোচন করেনি, তাই অফিসিয়ালি এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
WhatsApp হল সারা বিশ্বের মধ্যে সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম। সারা বিশ্ব জুড়ে এর অসংখ্য ইউজার রয়েছে। WhatsApp সেই সকল ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, WhatsApp খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে এই নতুন ৫টি ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক এই ৫টি ফিচার।
WhatsApp হল সারা বিশ্বের মধ্যে সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম। সারা বিশ্ব জুড়ে এর অসংখ্য ইউজার রয়েছে। WhatsApp সেই সকল ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, WhatsApp খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে এই নতুন ৫টি ফিচার। এক নজরে দেখে নেওয়া যাক এই ৫টি ফিচার।
১) এআই-চালিত বৈশিষ্ট্য -প্রথমত একটি এআই চ্যাটবট প্রবর্তন, যা ব্যবহারকারীদের অ্যাপের মধ্যে তথ্য অ্যাক্সেস করার পদ্ধতিতে বিপ্লব ঘটাতে সেট করা হয়েছে। Meta-এর নিজস্ব AI মডেল দ্বারা চালিত, এই চ্যাটবট, মেটা AI ডাব, WhatsApp এর মধ্যে সরাসরি অ্যাক্সেসযোগ্য হবে বলে আশা করা হচ্ছে। ব্যবহারকারীরা প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং অ্যাপটি ছেড়ে না দিয়ে তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবে, যা রিয়েল-টাইমে দ্রুত উত্তর বা অনুবাদ পেতে আগের চেয়ে সহজ করে তুলবে। উপরন্তু, একটি নতুন জেনারেটিভ এআই-চালিত ফটো এডিটর ব্যবহারকারীদের সৃজনশীলভাবে তাদের ফটো সরাসরি WhatsApp-এর মধ্যে সম্পাদনা করতে এবং ম্যানিপুলেট করতে সক্ষম করবে, শৈল্পিক প্রভাব যুক্ত করবে এবং তাদের ছবিগুলিকে সহজে উন্নত করবে।
১) এআই-চালিত বৈশিষ্ট্য –
প্রথমত একটি এআই চ্যাটবট প্রবর্তন, যা ব্যবহারকারীদের অ্যাপের মধ্যে তথ্য অ্যাক্সেস করার পদ্ধতিতে বিপ্লব ঘটাতে সেট করা হয়েছে। Meta-এর নিজস্ব AI মডেল দ্বারা চালিত, এই চ্যাটবট, মেটা AI ডাব, WhatsApp এর মধ্যে সরাসরি অ্যাক্সেসযোগ্য হবে বলে আশা করা হচ্ছে। ব্যবহারকারীরা প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং অ্যাপটি ছেড়ে না দিয়ে তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হবে, যা রিয়েল-টাইমে দ্রুত উত্তর বা অনুবাদ পেতে আগের চেয়ে সহজ করে তুলবে। উপরন্তু, একটি নতুন জেনারেটিভ এআই-চালিত ফটো এডিটর ব্যবহারকারীদের সৃজনশীলভাবে তাদের ফটো সরাসরি WhatsApp-এর মধ্যে সম্পাদনা করতে এবং ম্যানিপুলেট করতে সক্ষম করবে, শৈল্পিক প্রভাব যুক্ত করবে এবং তাদের ছবিগুলিকে সহজে উন্নত করবে।
২) আন্তর্জাতিক অর্থপ্রদান -আন্তর্জাতিক লেনদেনগুলিকে প্রবাহিত করার জন্য, WhatsApp এমন একটি বৈশিষ্ট্যও চালু করছে যা ভারতীয় ব্যবহারকারীদের সরাসরি অ্যাপ থেকে আন্তর্জাতিক অর্থপ্রদান করতে দেয়। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ব্যবহার করে, এই বৈশিষ্ট্যটি ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের বিদেশে নির্বিঘ্নে তহবিল ট্রান্সফার করতে সক্ষম করবে। ব্যবহারকারীদের কাছে ম্যানুয়ালি আন্তর্জাতিক অর্থপ্রদান বৈশিষ্ট্যটি সক্ষম করার বিকল্প থাকবে এবং তাঁরা যে সময়কালের জন্য এটি সক্রিয় রাখতে চান তা চয়ন করতে পারবেন। যা আরও নমনীয়তা এবং সুবিধা প্রদান করবে।
২) আন্তর্জাতিক অর্থপ্রদান –
আন্তর্জাতিক লেনদেনগুলিকে প্রবাহিত করার জন্য, WhatsApp এমন একটি বৈশিষ্ট্যও চালু করছে যা ভারতীয় ব্যবহারকারীদের সরাসরি অ্যাপ থেকে আন্তর্জাতিক অর্থপ্রদান করতে দেয়। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) ব্যবহার করে, এই বৈশিষ্ট্যটি ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের বিদেশে নির্বিঘ্নে তহবিল ট্রান্সফার করতে সক্ষম করবে। ব্যবহারকারীদের কাছে ম্যানুয়ালি আন্তর্জাতিক অর্থপ্রদান বৈশিষ্ট্যটি সক্ষম করার বিকল্প থাকবে এবং তাঁরা যে সময়কালের জন্য এটি সক্রিয় রাখতে চান তা চয়ন করতে পারবেন। যা আরও নমনীয়তা এবং সুবিধা প্রদান করবে।
৩) প্রস্তাবিত চ্যাট বিভাগ -WhatsApp অ্যাপের মধ্যে একটি ডেডিকেটেড "প্রস্তাবিত চ্যাট" বিভাগ চালু করবে বলে আশা করা হচ্ছে, যার লক্ষ্য নতুন সংযোগ সহজ করা এবং ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। চ্যাট তালিকার নিচে অবস্থান করা, এই বিভাগটি ব্যবহারকারীদের অ্যাড্রেস বুক থেকে পরিচিতিগুলির সুপারিশ করবে যাদের সঙ্গে তারা আগে যোগাযোগ করেনি। এটি সামাজিক নেটওয়ার্কগুলিকে বিস্তৃত করা এবং প্রস্তাবিত পরিচিতিগুলির সঙ্গে কথোপকথন শুরু করা সহজ করে তোলে৷ ব্যবহারকারীদের তাঁদের মেসেজিং অভিজ্ঞতার উপর নিয়ন্ত্রণ থাকবে, যে কোনও সময় "প্রস্তাবিত চ্যাট" বিভাগটি খারিজ করার ক্ষমতা সহ।
৩) প্রস্তাবিত চ্যাট বিভাগ –
WhatsApp অ্যাপের মধ্যে একটি ডেডিকেটেড “প্রস্তাবিত চ্যাট” বিভাগ চালু করবে বলে আশা করা হচ্ছে, যার লক্ষ্য নতুন সংযোগ সহজ করা এবং ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। চ্যাট তালিকার নিচে অবস্থান করা, এই বিভাগটি ব্যবহারকারীদের অ্যাড্রেস বুক থেকে পরিচিতিগুলির সুপারিশ করবে যাদের সঙ্গে তারা আগে যোগাযোগ করেনি। এটি সামাজিক নেটওয়ার্কগুলিকে বিস্তৃত করা এবং প্রস্তাবিত পরিচিতিগুলির সঙ্গে কথোপকথন শুরু করা সহজ করে তোলে৷ ব্যবহারকারীদের তাঁদের মেসেজিং অভিজ্ঞতার উপর নিয়ন্ত্রণ থাকবে, যে কোনও সময় “প্রস্তাবিত চ্যাট” বিভাগটি খারিজ করার ক্ষমতা সহ।
৪) পরিচিতিগুলির ব্যক্তিগত উল্লেখ -গোপনীয়তা এবং নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, WhatsApp এমন একটি বৈশিষ্ট্য নিয়েও কাজ করছে বলে জানা গিয়েছে। যা ব্যবহারকারীদের তাঁদের স্টেটাস আপডেটে পরিচিতিগুলিকে ব্যক্তিগতভাবে ট্যাগ করার অনুমতি দেবে। ইনস্টাগ্রামের স্টোরি বৈশিষ্ট্যের মতো, এই নতুন কার্যকারিতা ব্যবহারকারীদের তাদের স্টেটাস আপডেটে নির্দিষ্ট পরিচিতিগুলি উল্লেখ করতে সক্ষম করবে। যাতে ট্যাগ করা পরিচিতিগুলি অন্যান্য দর্শকদের কাছ থেকে উল্লেখগুলি ব্যক্তিগত রেখে বিচক্ষণ বিজ্ঞপ্তিগুলি পায় তা নিশ্চিত করে৷ এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীর ব্যস্ততা বাড়াবে এবং নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে আপডেট এবং মুহূর্তগুলি ভাগ করে নেওয়ার জন্য WhatsApp স্ট্যাটাসগুলিকে আরও ইন্টারেক্টিভ স্পেস তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
৪) পরিচিতিগুলির ব্যক্তিগত উল্লেখ –
গোপনীয়তা এবং নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, WhatsApp এমন একটি বৈশিষ্ট্য নিয়েও কাজ করছে বলে জানা গিয়েছে। যা ব্যবহারকারীদের তাঁদের স্টেটাস আপডেটে পরিচিতিগুলিকে ব্যক্তিগতভাবে ট্যাগ করার অনুমতি দেবে। ইনস্টাগ্রামের স্টোরি বৈশিষ্ট্যের মতো, এই নতুন কার্যকারিতা ব্যবহারকারীদের তাদের স্টেটাস আপডেটে নির্দিষ্ট পরিচিতিগুলি উল্লেখ করতে সক্ষম করবে। যাতে ট্যাগ করা পরিচিতিগুলি অন্যান্য দর্শকদের কাছ থেকে উল্লেখগুলি ব্যক্তিগত রেখে বিচক্ষণ বিজ্ঞপ্তিগুলি পায় তা নিশ্চিত করে৷ এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীর ব্যস্ততা বাড়াবে এবং নির্বাচিত ব্যক্তিদের সঙ্গে আপডেট এবং মুহূর্তগুলি ভাগ করে নেওয়ার জন্য WhatsApp স্ট্যাটাসগুলিকে আরও ইন্টারেক্টিভ স্পেস তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
৫) চ্যাট লক বৈশিষ্ট্যসবশেষে, WhatsApp শুধুমাত্র প্রাথমিক ডিভাইসে নয়, লিঙ্ক করা ডিভাইসেও চ্যাট লক করার ক্ষমতা প্রবর্তন করে তার গোপনীয়তা বৈশিষ্ট্যগুলিকে প্রসারিত করার অপেক্ষায় রয়েছে। ব্যবহারকারীরা তাঁদের প্রাথমিক ফোনে একটি গোপন কোড তৈরি করতে সক্ষম হবেন লিঙ্ক করা ডিভাইসে লক করা চ্যাটগুলি অ্যাক্সেস করতে। যাতে সংবেদনশীল কথোপকথনগুলি সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে চোখ থেকে লুকানো থাকে৷ এই বৈশিষ্ট্যটি নিরাপদ যোগাযোগের জন্য WhatsApp-এ নির্ভরশীল ব্যবহারকারীদের অতিরিক্ত নিরাপত্তা এবং মানসিক শান্তি প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
৫) চ্যাট লক বৈশিষ্ট্য
সবশেষে, WhatsApp শুধুমাত্র প্রাথমিক ডিভাইসে নয়, লিঙ্ক করা ডিভাইসেও চ্যাট লক করার ক্ষমতা প্রবর্তন করে তার গোপনীয়তা বৈশিষ্ট্যগুলিকে প্রসারিত করার অপেক্ষায় রয়েছে। ব্যবহারকারীরা তাঁদের প্রাথমিক ফোনে একটি গোপন কোড তৈরি করতে সক্ষম হবেন লিঙ্ক করা ডিভাইসে লক করা চ্যাটগুলি অ্যাক্সেস করতে। যাতে সংবেদনশীল কথোপকথনগুলি সমস্ত প্ল্যাটফর্ম জুড়ে চোখ থেকে লুকানো থাকে৷ এই বৈশিষ্ট্যটি নিরাপদ যোগাযোগের জন্য WhatsApp-এ নির্ভরশীল ব্যবহারকারীদের অতিরিক্ত নিরাপত্তা এবং মানসিক শান্তি প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

Meta CEO Mark Zuckerberg: ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মালিকের বেতন জানেন? রিপোর্ট দেখলে ঘুরে যাবে মাথা!

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পেরেন্টস সংস্থা মেটার সিইও মার্ক জুকারবার্গের বেতন নিয়ে বিরাট একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
হোয়াটসঅ্যাপ ভারত ছাড়ার হুঁশিয়ারির মাঝেই ফের চর্চায় মেটার সিইও মার্ক জুকারবার্গ ৷ প্রতীকী ছবি ৷
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পেরেন্টস সংস্থা মেটার সিইও মার্ক জুকারবার্গের বেতন নিয়ে বিরাট একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ পেরেন্টস সংস্থা মেটার সিইও মার্ক জুকারবার্গের বেতন নিয়ে বিরাট একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
এই রিপোর্টে জুকারবার্গের আমদানি ও খরচ নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে ৷ যা দেখলে রীতিমত কপালে উঠবে চোখ ৷ প্রতীকী ছবি ৷
এই রিপোর্টে জুকারবার্গের আমদানি ও খরচ নিয়ে তথ্য প্রকাশিত হয়েছে ৷ যা দেখলে রীতিমত কপালে উঠবে চোখ ৷ প্রতীকী ছবি ৷
বিলিয়ন ডলারের মালিক মার্ক জুকারবার্গের বেতন মাত্র ১ ডলায় অর্থাৎ ৮৩ টাকা ৷ ২০২৩ অর্থবর্ষে মার্ক জুকারবার্গ বেসিক স্যালারি হিসাবে নিয়েছেন মাত্র ৮৩ টাকা ৷ প্রতীকী ছবি ৷
বিলিয়ন ডলারের মালিক মার্ক জুকারবার্গের বেতন মাত্র ১ ডলায় অর্থাৎ ৮৩ টাকা ৷ ২০২৩ অর্থবর্ষে মার্ক জুকারবার্গ বেসিক স্যালারি হিসাবে নিয়েছেন মাত্র ৮৩ টাকা ৷ প্রতীকী ছবি ৷
এই সব মিলিয়ে বলা যেতে পারে জুকারবার্গের বেতন মোট ২৪.৪ মিলিয়ন ডলার বা অর্থাৎ ১৯৯ কোটি টাকা খরচ করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
এই সব মিলিয়ে বলা যেতে পারে জুকারবার্গের বেতন মোট ২৪.৪ মিলিয়ন ডলার বা অর্থাৎ ১৯৯ কোটি টাকা খরচ করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
মেটার পক্ষ থেকে জুকারবার্গের নিরাপত্তার জন্য ব্যাপক খরচ করা হয়, কেননা তিনি সংস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে সংস্থার এমন বিচার বিবেচনা ৷ প্রতীকী ছবি ৷
মেটার পক্ষ থেকে জুকারবার্গের নিরাপত্তার জন্য ব্যাপক খরচ করা হয়, কেননা তিনি সংস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে সংস্থার এমন বিচার বিবেচনা ৷ প্রতীকী ছবি ৷
মার্ক জুকারবার্গের বেতন মাত্র ৮৩ টাকা ৷ এমন দেওয়া হয় কেন? মাত্র ১ ডলার করে বেতন নেন তিনি, গত ১০ বছরে ১১ ডলার তাঁর বেতন ৷ প্রতীকী ছবি ৷
মার্ক জুকারবার্গের বেতন মাত্র ৮৩ টাকা ৷ এমন দেওয়া হয় কেন? মাত্র ১ ডলার করে বেতন নেন তিনি, গত ১০ বছরে ১১ ডলার তাঁর বেতন ৷ প্রতীকী ছবি ৷
গত ২০১৩ থেকেই তিনি মাত্র ১ ডলার করে বেতন পাচ্ছেন ৷ পৃথিবীর সব থেকে ধনী মানুষের সেরা পাঁচের মধ্যেই জুকারবার্গ আছেন ৷ প্রতীকী ছবি ৷
গত ২০১৩ থেকেই তিনি মাত্র ১ ডলার করে বেতন পাচ্ছেন ৷ পৃথিবীর সব থেকে ধনী মানুষের সেরা পাঁচের মধ্যেই জুকারবার্গ আছেন ৷ প্রতীকী ছবি ৷

WhatsApp-এর সব থেকে বড় ফিচার! ইন্টারনেট ছাড়া অনায়াসেই পাঠান ছবি, ভিডিও

সারা পৃথিবী জুড়েই কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন ৷ তাঁদের জন্য খুব তাড়াতাড়ি ভাল খবর আসতে চলেছে ৷ এখন ইন্টারনেট না থাকলেও চলবে এই অ্যাপ ৷ প্রতীকী ছবি ৷
সারা পৃথিবী জুড়েই কোটি কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন ৷ তাঁদের জন্য খুব তাড়াতাড়ি ভাল খবর আসতে চলেছে ৷ এখন ইন্টারনেট না থাকলেও চলবে এই অ্যাপ ৷ প্রতীকী ছবি ৷
খুব তাড়াতাড়ি ইন্টারনেট ছাড়াই ছবি, ভিডিও ও ডকুমেন্ট এই ধনের ফাইল অতি সহজেই পাঠাতে পারবেন ৷ হোয়াটসঅ্যাপ পাবলিকেশন WABetalnfo সূত্রে জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
খুব তাড়াতাড়ি ইন্টারনেট ছাড়াই ছবি, ভিডিও ও ডকুমেন্ট এই ধনের ফাইল অতি সহজেই পাঠাতে পারবেন ৷ হোয়াটসঅ্যাপ পাবলিকেশন WABetalnfo সূত্রে জানতে পারা গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
এই ফিচার ফাইল শেয়ারিং-এর জন্য ব্লুটুথের উপরে নির্ভর করবে ৷ রিপোর্ট সূত্রে জানতে পারা গিয়েছে হোয়াটসঅ্যাপের সেটিংস-এ গিয়ে ব্লু টুথ অন করবেন ৷ প্রতীকী ছবি ৷
এই ফিচার ফাইল শেয়ারিং-এর জন্য ব্লুটুথের উপরে নির্ভর করবে ৷ রিপোর্ট সূত্রে জানতে পারা গিয়েছে হোয়াটসঅ্যাপের সেটিংস-এ গিয়ে ব্লু টুথ অন করবেন ৷ প্রতীকী ছবি ৷
এই ফাইল মেটা মালিকানা সংযুক্ত যেভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে ৷ প্রতীকী ছবি ৷
এই ফাইল মেটা মালিকানা সংযুক্ত যেভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে ৷ প্রতীকী ছবি ৷
WABetalnfo-এর লিক স্ক্রিনশর্ট থেকে জানতে পারা গিয়েছে এই ফিচারের জন্য অ্যান্ড্রয়েডের অনুমতি দরকার ৷ প্রতীকী ছবি ৷
WABetalnfo-এর লিক স্ক্রিনশর্ট থেকে জানতে পারা গিয়েছে এই ফিচারের জন্য অ্যান্ড্রয়েডের অনুমতি দরকার ৷ প্রতীকী ছবি ৷
অফলাইন ফাইল শেয়ার করার জন্য অফলাইন ফাইন শেয়ারিং ফিচার রয়েছে ৷ এই ফিচার আপডেটে রোল আউট করার আশা করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
অফলাইন ফাইল শেয়ার করার জন্য অফলাইন ফাইন শেয়ারিং ফিচার রয়েছে ৷ এই ফিচার আপডেটে রোল আউট করার আশা করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
এই ফিচারের সঙ্গে অ্যাপের স্ট্রিনে পারমিশন গ্র্যান্ট করার ক্ষেত্রে ডিভাইজ কানেক্ট করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
এই ফিচারের সঙ্গে অ্যাপের স্ট্রিনে পারমিশন গ্র্যান্ট করার ক্ষেত্রে ডিভাইজ কানেক্ট করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
রিপোর্টে জানতে পারা গিয়েছে এই পরিষেবায় যিনি পাঠিয়েছেন বা যিনি এই ফাইল গ্রহণ করবেন ৷ অতিরিক্ত প্রাইভেসি পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
রিপোর্টে জানতে পারা গিয়েছে এই পরিষেবায় যিনি পাঠিয়েছেন বা যিনি এই ফাইল গ্রহণ করবেন ৷ অতিরিক্ত প্রাইভেসি পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
রিপোর্টে জানতে পারা গিয়েছে আশেপাশের ডিভাইজ চিনতে, কানেক্ট করতে তাদের অবস্থান জানাটা অত্যন্ত পরিমাণে জরুরি ৷ একই সঙ্গে লোকেশন পারমিশন দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
রিপোর্টে জানতে পারা গিয়েছে আশেপাশের ডিভাইজ চিনতে, কানেক্ট করতে তাদের অবস্থান জানাটা অত্যন্ত পরিমাণে জরুরি ৷ একই সঙ্গে লোকেশন পারমিশন দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
তবে এই লোকেশন যখন খুশি তখন সেটিং-এ গিয়ে বন্ধ করতে পারবেন ৷ এই ফিচারটি নিয়ে কাজ চলছে ৷ তবে কবে নাগাদ এই সুবিধা পাওয়া যাবে তা পরিষ্কার নয় ৷ প্রতীকী ছবি ৷
তবে এই লোকেশন যখন খুশি তখন সেটিং-এ গিয়ে বন্ধ করতে পারবেন ৷ এই ফিচারটি নিয়ে কাজ চলছে ৷ তবে কবে নাগাদ এই সুবিধা পাওয়া যাবে তা পরিষ্কার নয় ৷ প্রতীকী ছবি ৷
এই ফিচার ছাড়াও Contact Notes নামে এই ফিচারের কাজ চলছে ৷ এই ফিচারের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইউজারেরা কনট্যাক্টস ও নোটস শেয়ার করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
এই ফিচার ছাড়াও Contact Notes নামে এই ফিচারের কাজ চলছে ৷ এই ফিচারের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইউজারেরা কনট্যাক্টস ও নোটস শেয়ার করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷